মোটিভেশন

চার্লি চ্যাপলিনের বিখ্যাত কিছু উক্তি। Charlie Chaplin Quotes In Bengali

2 Minute Read

জীবন, ভালোবাসা, শিল্প, হাস্যকৌতুক বিষয়ে চার্লি চ্যাপলিনের উক্তি

বিখ্যাত কৌতুক অভিনেতা ও চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিন ১৮৮৯ সালের ১৬ এপ্রিল ইংল্যান্ডের দক্ষিণ লন্ডনের ওয়েলওর্থের বার্লো স্ট্রিটে জন্মগ্রহণ করেন। তাঁর কোনো বৈধ জন্ম প্রমানপত্র পাওয়া যায় নি আর এজন্য জন্মস্থান নিয়ে বরাবরই একটা কুয়াশা থেকে গেছে। তাঁর বাবা চার্লস চ্যাপলিন সিনিয়র আর মা হান্নাহ চ্যাপলিন। বাবা মা দুজনেই বিনোদন জগতে কাজ করতেন। মায়ের হাত ধরেই চার্লির অভিনয়ে হাতেখড়ি। চ্যাপলিনকে বড় পর্দায় শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুক অভিনেতাদের একজন বলেও মনে করা হয়। চলচ্চিত্রের শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য। তিনি একটি দুর্বিষহ শৈশব পার করে এলেও জীবনের কাছে কখনো হার মানেননি। আর অনেক বেশি প্রাণবন্ত ছিলেন বলেই হয়তো তিনিই বলতে পারেন-

” আমার জীবনে অনেক সমস্যা আছে কিন্তু আমার ঠোঁট তা জানে না তাই সে সব সময় হাসতে থাকে। ”

তিনি ১৯৭৭ সালের ২৫শে ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৮ বছর। বলা হয়ে থাকে একটি সুন্দর কথা মহামূল্যবান হীরার থেকেও দামি। বিভিন্ন বিষয়ে তাঁর মহামূল্যবান উক্তিগুলো পৃথিবীর মানুষকে সারাজীবন পথ দেখতে পারে। তাই আজ জানবো চার্লি চ্যাপলিনের উক্তি ও বিখ্যাত বাণীসমূহ –

অনুপ্রেরণামূলক চার্লি চ্যাপলিনের উক্তি :-

১) “এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। “

২) ” সরলতা অর্জন করা কঠিন ব্যাপার। “

৩) ” একটি সৃষ্টিশীল কাজের ভেতরে সত্যটা যত বেশী গভীর হবে, সেটা তত বেশী সময় টিকে থাকবে। “

৪) ” ব্যর্থতা গুরুত্বহীন নিজেকে বোকা বানানোর জন্য সাহস লাগে। “

৫) ” মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রনাগুলোর সাথে খেলতে শেখো। “

৬) ” আসুন অসম্ভবের জন্য সংগ্রাম করি। যেগুলোকে অসম্ভব মনে করা হতো সেগুলোকে জয় করার মধ্যে দিয়েই ইতিহাসের বড় বড় অর্জনগুলো সম্ভব হয়েছে। “

চার্লি চ্যাপলিনের উক্তি

আরও পড়ুন : ডেল কার্নেগীর বিখ্যাত ৩০ টি উক্তি

জীবন ও জীবনবোধ বিষয়ক উক্তি :-

৭) ” আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না ,কারণ আমি আমি যখন কাঁদি তখন সে হাসে না। “

৮) ” নিচের দিকে তাকিয়ে থাকলে কখনো রংধনু খুঁজে পাবেন না। “

৯) ” জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এর জন্য প্রয়োজন সাহস, কল্পনাশক্তি আর অল্প কিছু টাকাকড়ি। “

১০) ” জীবন বিস্ময়কর হতে পারে, যদি মানুষ আপনাকে একা ছেড়ে দেয়। “

১১) ” শেষে সব কিছুই ঠাট্টা। “

১২) ” হাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা নষ্ট। “

দুঃখ নিয়ে উক্তি :-

১৩) ” আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। “

১৪) ” আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রূ দেখতে না পারে। “

১৫) ” ক্লোজ – আপে জীবন হচ্ছে ট্রাজেডি , কিন্তু লং শটে সেটা কমেডি। “

ভালোবাসা বিষয়ক উক্তি :-

” ভালোবাসা দাও ভালোবাসা ছড়াও। “

হাসি নিয়ে উক্তি :-

১৬) ” হাসি হল ঔষধ ,যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। “

১৭) ” হাসি ছাড়া একটি দিন মানে সেই দিনটা নষ্ট। ”

মানুষ নিয়ে উক্তি :-

১৮) ” আমরা প্রত্যেকেই একে অন্যকে সাহায্য করতে চাই ,মানুষ এমনই হয় ,আমরা বেঁচে থাকি অন্যদের আনন্দ দিয়ে ,দুঃখ দিয়ে নয়। “

১৯) ” আমি শালীনতা ও উদারতার প্রত্যাবর্তন দেখতে চাই “

২০) ” আমরা চিন্তা করি বেশি ,কাজ করি কম। “

শিল্প নিয়ে উক্তি:-

২১) ” শিল্প হচ্ছে পৃথিবীর কাছে লেখা এক প্রেমপত্র। “

লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এইধরনের লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *