About Us
হাতে মোবাইল ফোন । 4G ইন্টারনেট । ব্যস্ত জীবন ছুটেছে তো ছুটছেই……কোথাও সময় নেই একটু থামার । এমন অবস্থায় গ্রাম থেকে শহর ,আত্মীয় থেকে অনাত্মীয় , ভিড় থেকে নিঃসঙ্গতা , আনন্দ থেকে হতাশা , সবকিছুর যেন উভমুখী পরিবর্তন ঘটে চলেছে ক্ষনে ক্ষনেই । আর হাতের হৃৃৃদপিন্ডটা থুরি মোবাইল ফোনটায় Internet এ. youtube আর গুগল মামার বাড়ি জানলা দিয়ে উঁকি মারতে মারতেই লাইন চলে আসে। Dr. এর কাছে নাম লেখানো । Waiting room এ তুমি। একটা দীর্ঘ শ্বাস ……আহারে জীবন আহা জীবন জলে ভাসা পদ্ম জীবন ।
পকেট ফাঁকা । একগাদা ওষুধ । খাবার বিধি নিষেধ । মনে হয় কাশ জীবনটা অন্যরকম হতো। এমন কোনো উদ্যোম বা প্রেরণা পেতাম জীবনটাকে একবার ঝালিয়ে নিতে পারতাম।
এমন যদি মনে হয় কখনো …একটুকরো জোনাকির মতো আলো পাল্টে দিতেও পারে সবকিছু ।
কেননা , আমরা বিশ্বাস করি , প্রতিটি মানুষই unique বা স্বতন্ত্র ক্ষমতার অধিকারী । প্রত্যেকের মধ্যেই রয়েছে সেই অসীম ক্ষমতা , যার দ্বারা প্রত্যেকেই তার স্বপ্নের আকাশ ছুঁতে পারে। কিন্তু স্বপ্ন দেখার দুঃসাহস প্রয়োজন , জীবনের নেতিবাচক দিকগুলির বিরুদ্ধে দাঁড়ানোর মতো প্রেরণা চাই।
বর্তমান পিরিস্থিতিতে সকলের মধ্যে আর্থিক , মানসিক , শারীরিক দিকগুলোর উন্নয়ন সাধন করে সবাই যেন প্রতিদিনের জীবনকে আরো সমৃদ্ধ ,আরো অর্থবহ , আরো আনন্দময় করে তুলতে পারে। জীবনকে সাজানো বাগানের মতো ফুলে ফলে সুশোভিত করে তুলতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য । তুমিও আমাদের ভাবনায় ভাবিত নিশ্চয় । তবে এসো না প্রেরণা – জীবন এ , আমরা সবাই মিলে জীবনকে সাজানো বাগানের মতো করে তুলতে চেষ্টা করি। সবকিছুর মাঝে সামান্য কিছু বদল ( আচরণ, খাদ্যাভ্যাস , রুটিন , কার্যকলাপ , ভাবনা) ঘটিয়ে একটু বাঁচার আনন্দে বাঁচি । হাত বাড়াও । সঙ্গে আছি।