জিরো ব্যালান্স ডিজিটাল ব্যাংক একাউন্ট
বর্তমান যুগে ছোট কি বড়ো যেকেনো কাজেই অনলাইন পেমেন্ট জরুরি হয়ে পড়েছে, তা সে কোনো স্পেশাল অফার বা ডিসকাউন্ট পাওয়াই হোক কিংবা লম্বা লাইন এড়িয়ে সময় বাঁচানোই হোক। এই সবকিছুর জন্যই প্রয়োজন একটা ব্যাংক একাউন্ট আর সাথে একটা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংক গুলি গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা। এর ফলে এখন আপনি ঘরে বসেই কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই খুলে ফেলতে পারবেন ব্যাংক একাউন্ট। এই একাউন্টে থাকবে ব্যাঙ্কিং এর সমস্ত প্রকার সুবিধা।
কোন ব্যাঙ্কে এবং কিভাবে ডিজিটাল একাউন্ট বানাবেন তা নিয়ে নিচে আলোচনা করা হলো :
একটা ডিজিটাল ব্যাঙ্ক একাউন্ট বানানোর জন্য আপনার প্রয়োজন – একটি বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর, PAN কার্ড ও আধার কার্ড। এই ডকুমেন্ট দিয়ে একাউন্ট বানানোর পর কিছু ক্ষেত্রে FULL KYC করতে হলে ব্যাঙ্ক আপনাকে জানিয়ে দেবে এবং ব্যাঙ্ক এর কর্মচারী সেই কাজটি সম্পন্ন করবে।
বেশিরভাগ ডিজিটাল ব্যাঙ্ক একাউন্টের মিনিমাম মেইনটেনেন্স ব্যালান্স 0। ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে পরিষ্কার তথ্য পাবেন।
বেশিরভাগ ডিজিটাল ব্যাঙ্ক একাউন্টে রেজিস্টার করলেই আপনি পেয়ে যাবেন একটি ভার্চুয়াল ডেবিট কার্ড, অর্থাৎ এই কার্ডে আপনি অনলাইন সমস্ত কাজই করতে পারবেন কিন্তু এটি ফিজিকাল কার্ড না অর্থাৎ হাতে পাবেন না। যদিও আপনি চাইলে ডিজিটাল একাউন্টের জন্য একটি ফিজিকাল ডেবিট কার্ড অর্ডার করতে পারেন, কিন্তু সেই জন্য আপনাকে একটি ইস্যুয়েন্স চার্জ ও বাৎসরিক মেইনটেনেন্স চার্জ বহন করতে হবে (Approx ₹200 – ₹300) এই ফিজিকাল ডেবিট কার্ডের মাধ্যমে আপনি যেকোনো ATM থেকে টাকা তোলা বা POS মেশিনে শপিং করতে পারবেন।
ডিজিটাল ব্যাংক একাউন্ট ব্যবহারের জন্য আপনি ব্যবহার করতে পারেন সেই ব্যাঙ্কের Mobile App বা Internet Banking। সেখানে আপনি আপনার ব্যাঙ্ক একাউন্টের সমস্ত তথ্য পেয়ে যাবেন।
Kotak Mahindra Bank নিয়ে এসেছে তাদের ডিজিটাল ব্যাঙ্কিং প্লাটফর্ম Kotak 811 । এতে রয়েছে ব্যাঙ্কিং এর সমস্ত সুবিধে। ব্যাঙ্কিং এর সমস্ত কাজ আপনি করতে পারবেন Kotak 811 Mobile App এর মাধ্যমে।
ব্যাঙ্ক একাউন্ট খোলার আগে সমস্ত আপডেটেড ডিটেলস ও Fee দেখার জন্য Kotak 811 অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন।
ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাঙ্ক Axis Bank নিয়ে এসেছে তাদের ডিজিটাল ব্যাঙ্ক একাউন্ট Axis ASAP Savings Account. আপনি Axis Mobile App বা Axis Bank এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারেন।
ব্যাঙ্ক একাউন্ট খোলার আগে সমস্ত আপডেটেড ডিটেলস ও Fee দেখার জন্য Axis Bank অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করুন।
DigiBank এর মাধ্যমে আপনি কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি স্মার্টফোনের সাহায্যে Savings Bank Account খুলে ফেলতে পারেন। একাউন্ট বানাতে আপনি ব্যবহার করতে পারেন DigiBank Mobile App বা DigiBank এর অফিসিয়াল ওয়েবসাইটের।
RBL Bank’s Digital Savings Bank Account খোলার জন্য ব্যবহার করতে পারেন RBL MoBank Mobile App বা RBL Bank এর ওয়েবসাইটের। একাউন্ট খুলতে আপনার প্রয়োজন একটি স্মার্টফোন, PAN Card ও Aadhar Card এর।
ICICI Bank এর Pockets একটি VISA-powered e-wallet. এই একাউন্টের মাধ্যমে আপনি রিচার্জ, টাকা পাঠানো, অনলাইন শপিং ইত্যাদি সমস্ত কাজই করতে পারবেন। এর সাথে আপনি পেয়ে যাবেন একটি ফিজিকাল ডেবিট কার্ড যার সাহায্যে আপনি অনলাইন বা অফলাইন শপিং করতে পারবেন। এছাড়াও এই একাউন্টে আপনি পাবেন কিছু বিশেষ ডিলস ও ডিসকাউন্ট। একাউন্ট বানানোর জন্য ডাউনলোড করুন Pockets App.
উপরের ব্যাংক গুলি ছাড়াও কয়েকটি Digital Bank রয়েছে যেগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। একটা বিষয় মনে রাখতে হবে যে ব্যাঙ্ক গুলি বিভিন্ন সময়ে তাদের একাউন্টের নিয়মগুলি পরিবর্তন করে থাকে, তাই একাউন্ট বানানোর আগে অবশ্যই সেই ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের নিয়ম ও শর্তাবলী দেখে নেবেন।
আশা করি লেখাটি আপনাদের কাজে লাগবে। আর এই ধরনের লেখার আপডেট পেতে নিচের বেল আইকনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের সমস্ত নোটিফিকেশন নিজের মোবাইলে পেয়েযান। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।