রিলেশনশিপ

আলিঙ্গন বা হাগ করার উপকারিতা । Benefits of Hug

2 Minute Read

আলিঙ্গন বা হাগ করার উপকারিতা

বয়েস ছোট হোক বা বড়ো, অন্যের প্রতি নিজের ভালোবাসা ও কেয়ার বোঝানোর একটা অন্যতম পদ্ধতি হলো হাগ্ বা আলিঙ্গন। আমরা জন্মের ঠিক পরেই যে প্রথম স্নেহে ভরা উষ্ণ আলিঙ্গন পাই তা হলো মায়ের থেকে। এর পর থেকে জীবনভর আমরা বিভিন্ন সময়ে এরকম প্রচুর হাগ্ দিয়ে ও পেয়ে থাকি। হাগ্ বা আলিঙ্গন বিভিন্ন প্রকার ও বিভিন্ন সম্পর্কের মানুষের থেকে আসতে পারে, কিন্তু এর মূল উদ্দেশ্য একটাই, অপরের প্রতি নিজের স্নেহ ও ভালোবাসার প্রদর্শন।

প্রিয়জনকে জড়িয়ে ধরতে বা হাগ্ পেতে ভালো লাগেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভার। যেকোনো কঠিন পরিস্থিতিতে প্রিয়জনের থেকে পাওয়া আলিঙ্গন আমাদের অনেকটাই খুশি ও সাহস দিয়ে থাকে। আজকে আমরা দেখবো আলিঙ্গন বা হাগ করার উপকারিতা।

১. শিশুর বিকাশে সাহায্যকারী :

শিশুদের সুস্থ মানসিক বিকাশের জন্য স্পর্শ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মানসিক বিকাশে সংবেদনশীল উদ্দীপনা প্রয়োজন হয়ে থাকে, এই ক্ষেত্রে সবথেকে কার্যকর আলিঙ্গন বা জড়িয়ে ধরা। ছোট বয়েসে সকলেরই স্নেহের প্রয়োজন আর আলিঙ্গন হলো সেই স্নেহ প্রদানের অন্যতম উপায়।

২. মানসিক চাপ কমাতে সাহায্য করে :

আলিঙ্গন বা হাগ মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা পালন করে। যখন কোনো মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন তার প্রয়োজনের থেকে পাওয়া একটা আলিঙ্গন তার মানসিক চাপ অনেকটাই কমিয়ে আনে এবং মনে সাহস যোগান দেয়।

৩.মন খুশি রাখতে :

হাগ বা আলিঙ্গন মানসিক শান্তি প্রদান করে যার ফলে মন ভালো ও খুশি থাকে। আলিঙ্গন করা বা জড়িয়ে ধরার সময় মানব দেহে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ হয় যা মানসিক আনন্দ প্রদান করে।

৪. সুস্থ থাকতে সাহায্য করে :

প্রিয়জনের থেকে পাওয়া আলিঙ্গন আমাদের মানসিক চাপ ও মনের ভয় কমাতে সাহায্য করে। আমাদের শরীরে হয়ে থাকা বিভিন্ন রোগের কারন হিসেবে রয়েছে টেনশন ও মানসিক ভয়, তাই একটা হাগ সেই ভয় কমিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেকটাই সাহায্য করে।

আরও পড়ুন : চুমু খাওয়ার ১০ টি উপকারিতা

৫. সম্পর্ক সুদৃঢ় করতে সাহায্য করে :

আমরা বিভিন্ন ভাবে একে অপরের সাথে পরিচিত হয়ে থাকি, সেই ক্ষেত্রে স্পর্শ দুটি মানুষের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করতে সাহায্য করে। আলিঙ্গন বা হাগ দুটি মানুষের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করতে সাহায্য করে।

৬. হৃদয় সুস্থ রাখতে :

হৃদয় সুস্থ রাখতে আলিঙ্গন কার্যকরী। নিয়মিত আলিঙ্গন করেন দম্পতিদের মধ্যে হার্টের সমস্যা কম হয়।

৭. ব্যথা কমাতে সাহায্য করে :

শরীরের ব্যথা কমাতেও আলিঙ্গন ভীষণ ভাবে উপকারী। শক্ত ভাবে জড়িয়ে ধরলে পেশি সমস্যা কম হয়। গবেষণায় জানা গেছে যে , শরীরের নরম টিস্যুগুলিতে আলিঙ্গনের ফলে হরমোন সঞ্চালিত হয়।

মানুষের জীবনে হাগ বা আলিঙ্গন এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে হাগ থেরাপি ব্যবহার করা হচ্ছে। হাগ থেরাপি কি বা কিভাবে কাজ করে তা সম্পর্কে জানতে ইচ্ছে হলে ইন্টারনেটে অনেক তথ্য মজুত আছে বা আমাদের পরবর্তী কোনো আর্টিকেলে এই বিষয়ে আলোচনা করবো।

আশা করি আলিঙ্গন বা হাগ করার উপকারিতা লেখাটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লেখাটি সকলের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।

Share
PreronaJibon