Uncategorized

বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কিছু উক্তি

3 Minute Read

বন্ধুহীন জীবন হলে লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে । সবচেয়ে বেশি রয়েছে আবেগ । সহজ কথায় সহজ ভাষায় এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয় । কেন না বন্ধু হল মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক । বিভিন্ন মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন । সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা । তুমিও তোমার বন্ধুর সম্পর্কে যে ধারণা বিশ্বাস রাখো , তার সঙ্গে এই সমস্ত উক্তি মিলিয়ে দেখবে অনেক সমৃদ্ধ হবে । তাই এসো দেখে নিই বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে কে কী বলে গেছেন । বিখ্যাত কয়েকজনের উক্তি নীচে দেওয়া হল :

১. ” একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

অস্কার ওয়াইল্ড

২. ” প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব।

এমারসন

৩. ” অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম।

হেলেন কেলার

৪. ” আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প ,বিজ্ঞান এবং বন্ধুত্ব।

অ্যালবার্ট আইনস্টাইন

৫. ” বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।

উইড্রো উইলসন

৬. ” একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।

ডঃ এ.পি জে আব্দুল কালাম

৭. ” কখনো কোনো বন্ধুকে আঘাত করো না , এমনকি ঠাট্টা করেও না।

সিসরো

৮. ” বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।

থমাস কার্লাইস

৯. ” বিশ্বস্ত বন্ধুত্ব হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো , সে একটি গুপ্তধন পেলো।

নিৎসে

১০. ” সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না , কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।

মার্টিন লুথার কিং

বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি :

১১. ” আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই , সমবেদনা চাই , সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
– – –

রবীন্দ্রনাথ ঠাকুর

১২. ” গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল , বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।

রবীন্দ্রনাথ ঠাকুর

বন্ধু নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
বন্ধুত্ব নিয়ে এরিস্টটল এর কিছু উক্তি :

১৩. “দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।

এরিস্টটল

১৪. ” প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় , ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।

এরিস্টটল

১৫. ” দুটি দেহে একটি আত্মার অবস্থানই হল বন্ধুত্ব।

এরিস্টটল

বন্ধুত্ব নিয়ে উইলিয়াম শেক্সপিয়র এর উক্তি :

১৬. ” কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না।

উইলিয়াম শেক্সপিয়র

১৭. ” আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি ,অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না।
উইলিয়াম শেক্সপিয়র

বন্ধু নিয়ে প্লেটোর উক্তি :

১৮. ” বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।

প্লেটো

বন্ধুত্ব নিয়ে সক্রেটিসের উক্তি :

১৯. ” বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।

সক্রেটিস

২০. ” একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।

ইউরিপিদিস

২১. ” নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় , আর তুমি বেছে নাও তোমার বন্ধু।

জ্যাক দেলিল

২২. ” বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা।

– লর্ড

২৩. ” একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্দ হয় না।

চার্লস ল্যাম্ব

২৪. ” কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় , যতক্ষণ তার একটি বন্ধু আছে।

রবার্ট লুই স্টিভেন্স

২৫. ” প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু সত্যিকারে বন্ধুত্ব কখনই হারায় না।

২৬. ” গোপনীয়তা রক্ষা করে না চললে , কখনই বন্ধুত্ব বেশিদিন টিকে থাকেনা।

এছাড়া বন্ধু নিয়ে আর কয়েকটি উক্তি হল –

ভালোবাসা হলো ফুল । আর বন্ধুত্ব হলো সুতো , যে সুতো দিয়ে যে কোন ফুলকে মালার সৌন্দ্যর্যে বেঁধে রাখা যায় ।

– কিশোর মজুমদার

যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে , কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না ।

-কিশোর মজুমদার

যে কোনো সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করে সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার উপর ।

-কিশোর মজুমদার

আমি মনে করি বন্ধুত্ব আলাদা কোনো সম্পর্ক নয় , সব সম্পর্কের উন্নত অবস্থার নাম বন্ধুত্ব ।

-কিশোর মজুমদার

প্রতিটি সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটা জরুরি ।

বন্ধুত্ব হল পুরোনো তেতুলের মত , যত পুরোনো হয় তার আয়ুর্বেদিক ক্ষমতা ততই বাড়তে থাকে ।

One thought on “বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কিছু উক্তি

  • biplob biswas

    nice tropic

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *