২০১৯ এর সর্বাধিক বিক্রিত কিছু মোটিভেশনাল বই
গৌড় গোপাল দাস বর্তমান যুগের একজন অন্যতম জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার এবং Lifestyle Coach ।
বর্তমান যুগে মানুষের জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান ও জীবনকে পরিপূর্ন ভাবে উপভোগ করা সহ বিভিন্ন্য বিষয়ে তিনি তার YouTube চ্যানেলে আলোচনা করেন, যা ইতিমধ্যে ২০ লক্ষ্যেরও বেশি মানুষ ফলো করছে। তিনি মানুষের জীবনশৈলী সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন তার প্রকাশিত প্রথম বই Life’s Amazing Secrets এ। বইটি অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন।
রবিন শর্মার লেখা The AM Club , ২০১৯ এ প্রকাশিত এই বইটিকে আমাদের লিস্টে রাখার কারন সারা বিশ্বের সফল মানুষদের সকালের অভ্যাসগুলি অনুসরণ করে বইটি লেখা হয়েছে। সবাই এই বইটি অনুসরণ করে নিজের জীবনে সফল মানুষদের মত পরিবর্তন আনতে সক্ষম হবে বলে লেখকের বিশ্বাস। গল্পের মাধ্যমে বর্ণিত বইটির ছত্রে ছত্রে রয়েছে চমকপ্রদ শিক্ষা। পড়তে পড়তে কখনোই বিরক্তি লাগেনা।
১৯৮৮ সালে প্রকাশিত ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর লেখা। The Alchemist বইটি সেসময় আন্তর্জাতিক বাজারে বেস্ট সেলার ছিল। আজও এর জনপ্রিয়তা ও প্রয়োজনীয়তা একই আছে। আত্ম্শিক্ষামূলক এই উপন্যাসটি ভাগ্য অনুসন্ধানকারী মানুষের কাছে এক জাদুকরী ক্ষমতা সম্পন্ন বই বলে পরিচিত। জীবনে স্বপ্ন পূরণের পথে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। অবশ্যই সংগ্রহে রাখার মতো একটি বই।
নেপোলিয়ন হিলের লেখা Think & Grow Rich বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে। বর্তমান যুগেও এই বইটি সমান ভাবে জনপ্রিয়, এই বইটি পার্সোনাল ডেভলপমেন্ট ও সেলফ ইমপ্রুভমেন্ট এ জনপ্রিয়তা অর্জন করেছে। বইটিতে চিন্তাশক্তি,আশা, বিশ্বাস, প্লানিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।
অবচেতন মনের অসীম শক্তিকে কাজে লাগিয়ে যে কেউ হয়ে উঠতে পারে সফল ও নিজের জীবনের স্বপ্নপূরণকারী। Dr. Joseph Murphy এর লেখা The Power of Your Subconscious Mind বইটি তেমনিভাবে অবচেতন মনের শক্তিকে কাজে লাগানোর প্রত্যক্ষ শিক্ষা দেয়। অবচেতন মন কী ? কীভাবে তা কাজ করে ? কীভাবে তার শক্তিকে বাড়ানো যায় এবং প্রত্যেকটি মানুষ কীভাবে হয়ে উঠতে পারে অসীম ক্ষমতার অধিকারী তা এই বইটিতে ব্যাখ্যা করা হয়েছে। ১৯৬৩ সালে প্রকাশিত এই বইটি সর্বাধিক বিক্রিত বই এর একটি। এতে আধ্যাত্মিকতার উন্নয়ন, ভীতি দূর করা, সম্পর্কের উন্নয়ন ও সুখী জীবন যাপনের শিক্ষা পাওয়া যায়। বইটি অবশ্যই সংগ্রহে রাখা প্রয়োজন।
Norman Vincent Peale এর লেখা The Power of Positive Thinking বইটি ১৯৫২ সালে প্রকাশ হবার পর সারা বিশ্বে আলোড়ন ফেলে। সেল্ফ ডেভেলপমেন্টের শিক্ষার জন্য এই বইটি অতুলনীয়। লেখক। বইটিকে ৩০১ পৃষ্ঠার বিস্তারে সুন্দরভাবে দেখিয়েছেন কিভাবে ইতিবাচক চিন্তা মানুষের জীবনকে সফল ও সুখী করে তুলতে পারে। তাই তুমিও এই বইটির থেকে প্রাপ্ত শিক্ষা ও দর্শনকে কাজে লাগিয়ে নিজের জীবনকে আরও সফল ও সুখী করে তুলতে পারবে বলে আমার বিশ্বাস।
লিস্টে দেওয়া ৬ টি বই পরে থাকলে তা তোমাদের কেমন লেগেছে তা জানাতে পারো আর না থাকলে সংগ্রহ করে নিতে পারো। আর কোনো বই যদি তোমাদের এই লিস্টে দেখতে ইচ্ছে করে তাহলে তা আমাদের কমেন্ট বক্সে জানাও। লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।