শিক্ষা ও জীবন

এই দীপাবলিতে কম খরচে ঘর সাজানোর কিছু আইডিয়া। দীপাবলি ২০১৯

2 Minute Read

দীপাবলিতে কম খরচে ঘর সাজানোর কিছু আইডিয়া

এই মরশুমটাই হলো উৎসবের, একের পর এক উৎসবে মেতে উঠেছে সবাই। দুর্গা পূজা, লক্ষ্মী পূজা শেষ হতে না হতেই আসতে চলেছে দীপাবলি। এই উৎসবটি পালিত হবে দেশব্যাপী আর বিদেশেও বিভিন্ন জায়গায় । দীপাবলি মানেই হলো আলোর উৎসব , তাই ঘর সাজানো হবে না – এমনটা হয় কীভাবে ! সেই উদ্দেশ্যেই থাকছে কম খরচে দীপাবলিতে ঘর সাজানোর কিছু আইডিয়া ।

রাইস লাইট :

দীপাবলি বলে কথা আর নানান রঙের আলো থাকবেনা তাই কি হয় । রাইস লাইট আমরা সকলেই যে কোনো অনুষ্ঠান বা উৎসবে দেখে থাকি , এগুলি বিভিন্ন রঙের হয় , আর একসাথে প্রচুর পরিমানে জ্বালানো থাকে যা দেখতে খুবই সুন্দর হয়। এই আলোগুলি খুবই অল্প দামের হয় তাই সকলের বাজেটেই ফিট হয়ে যায় । এই লাইটগুলি অনেকটা জায়গা জুড়ে আলো করে (১০ – ১৫ মিটার) এবং দূর থেকে আপনার বাড়িটি দেখতে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে ।

Top Rated Rice Light Under ₹300 

মোম বাতি :

যুগের সাথে তাল মিলিয়ে আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন বিভিন্ন রঙের ইলেকট্রনিক LED বাতি থাকলেও ঘর সাজাতে মোম বাতিও কম যায় না । বর্তমানে বিভিন্ন প্রকার ডেকোরেটিভ মোমবাতি রয়েছে যা ঘর ডেকোরেশনে এক অন্য মাত্রা এনে দেয়।

জেল ক্যান্ডেল :

বর্তমানে এইগুলি বিশেষ জনপ্রিয়। এগুলির ভেতর একপ্রকার জেল ভরা থাকে যা দীর্ঘক্ষণ ধরে জ্বলে ও ঘর আলো করে ।

Buy Gel Candle Under ₹200

ফ্লোটিং ক্যান্ডেল :

এই মোম বাতিগুলি খুবই হালকা ও বিভিন্ন রঙের হয় । হালকা হওয়ার জন্য এগুলিকে যেকোনো জল ভরা পাত্রের মধ্যে রাখলে এগুলি ভেসে থাকে যা দেখতে খুবই সুন্দর হয়।

Top Rated Floating Candle Under ₹250 

সেন্টেড ক্যান্ডেল :

এই মোমবাতিগুলিও দেখতে যেমন আকর্ষক তার সাথে এগুলি জ্বালালে আলোর সাথে বিভিন্ন সুন্দর গন্ধ বের হয় যা ঘর আলো করার সাথে সাথে এক সুন্দর পরিবেশ তৈরি করে ।

Buy Scented Candle Under ₹250

হ্যাঙ্গিং ক্যান্ডেল :

এই মোমবাতিগুলি ঘরের বিভিন্ন জায়গায় যেমন দরজার পাশে বা বারান্দায় ঝুলিয়ে রাখলে তা সকলের দৃষ্টি আকর্ষণ করবে নিঃসন্দেহে ।

জেনে নাও : ২০১৯ এর সর্বাধিক বিক্রিত কিছু মোটিভেশনাল বই।

রঙ্গলী :

দীপাবলিতে অনেক মানুষ নিজেদের বাড়িকে সাজিয়ে তুলতে বিভিন্ন রং দিয়ে রঙ্গলী বা আল্পনা দিয়ে থাকে । বর্তমানে রেডিমেট রঙ্গোলি কিনতেও পাওয়া যায় । তা সে কেনা , হোক বা নিজে হাতে বানানো , রঙ্গোলি যে আপনার ঘরের সাজকে এক অন্য মাত্রা দেবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।

Buy Readymade Rangoli Decoration Under ₹300

এগুলি ছাড়াও কোনো আইডিয়া থাকলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করো । লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের আপডেট পেতে লাইক করো আমাদের ফেসবুক পেজ। এই দীপাবলি সকলের খুব ভালো ও আনন্দে কাটুক।

Share
PreronaJibon

Published by
PreronaJibon