বর্তমানে বিশ্বের একজন অন্যতম বিখ্যাত ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ হলেন ইলন মাস্ক। বিশ্বে এরকম বহুগুন সম্পন্ন ও দূরদর্শী মানুষের জুড়ি মেলা ভার।অনালাইনে পেমেন্ট থেকে শুরু করে , ইলেকট্রিক গাড়ি উদ্যোগ ও মহাকাশ অভিযান, সমস্ত ক্ষেত্রেই নিজের দূরদর্শিতা ও সুদক্ষ নেতৃত্বের পরিচয় দিয়ে আজ তিনি বিশ্ব বিখ্যাত ইলন মাস্ক।
ইলন মাস্ক এর জন্ম ১৯৭১ সালের ২৮ জুন দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে। খুব অল্প বয়েসেই তার কম্পিউটার প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ জন্মায়। মাত্র ১২ বছর বয়েসেই তিনি একটি কম্পিউটার গেম তৌরি করে ফেলেন এবং একটি ম্যাগাজিন কম্পানিকে তা প্রায় ৫০০ মার্কিন ডলারে বিক্রি করে দেন।
দক্ষিণ আফ্রিকায় নিজের হাই স্কুলের পড়াশোনা সম্পূর্ণ করার পরে তিনি ১৯৯২ সালে আমেরিকা চলে আসেন উচ্চ শিক্ষার জন্য। ১৯৯৭ সালে তিনি তার স্নাতক ডিগ্রি লাভ করেন। এর পরেই শুরু হয় তার উজ্জ্বল কর্মজীবন।
Zip2 : ১৯৯৫ সালে ইলন তার ভাই এর সাথে মিলে জীবনের প্রথম কম্পানি Zip প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি সফ্টওয়ার কম্পানি যা পরবর্তীতে ১৯৯৯ সালে Compaq কম্পানি কিনে নেয় আনুমানিক ৩০৭ মার্কিন ডলার মূল্যে।
PayPal : ১৯৯৯ সালে মাস্ক একটি অনলাইন পেমেন্ট সিস্টেম এর সূচনা করেন ইলোন মাস্ক যার নাম ছিল X.COM । পরবর্তীতে Confinity নামক একটি কম্পানির সাথে মিলিত হয় এবং ২০০১ সালে দুটি কম্পানি মিলিত ভাবে PayPal নামে পরিচিত হয়। ২০০২ সালে eBay কম্পানি PayPal কে কিনে নেয় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে।
SpaceX : ইলন মাস্ক এর কর্মজীবনের অন্যতম হলো SpaceX . ২০০২ সালে তিনি এই কম্পানির প্রতিষ্ঠা করেন। এই কম্পানির মূল কাজ হলো মহাকাশ এ যাতায়াত ব্যবস্থা কে কম ব্যায়বহুল করা। পূর্বের থেকে অনেক কম খরচে মহাকাশে স্যাটেলাইট ও অন্যান্য সামগ্রী পৌঁছে দিতে সফল হয়েছে SpaeX . শুরুতে বহু বাধার সম্মুখীন হলেও বর্তমানে এটি একটি অন্যতম সফল বেসরকারি রকেট কম্পানি যারা বর্তমানে NASA এর সাথেও বিভিন্ন প্রজেক্টে কাজ করছে।
Tesla : মহাকাশ গবেষণার পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ওপরেও ছিল মাস্কের গভীর আগ্রহ। Tesla মূলত একটি বৈদ্যতিক গাড়ি তৈরীর কম্পানি, ইলন মাস্ক ২০০৪ সালে এই কম্পানির সাথে যুক্ত হন এবং নিজের সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে কম্পানিকে সাফল্যের দিকে নিয়ে যান। ২০০৮ সালে তিনি কম্পানির CEO পদে নিযুক্ত হন।
SolarCity : ইলন মাস্কের পুনর্ব্যবহারযোগ্য শক্তির প্রতি আগ্রহ ও বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম নিদর্শন হলো SolarCity নামক কম্পানি। এই কম্পানির মাধ্যমে মাস্ক সৌরশক্তির ব্যবহারকে দৈনন্দিন জীবনে আরও জনপ্রিয় করে তোলেন। SolarCity ছিল আমেরিকার দ্বিতীয় সর্ববৃহৎ সৌরশক্তি উৎপাদক কম্পানি। পরবর্তীতে এটি Tesla এর সাথে মিলিত হয়।
HyperLoop : ২০১৩ সালে ইলন মাস্ক একটি দ্রুতগতির পরিবহন ব্যবস্থা বানানোর পরিকল্পনা করেন যার নাম দেওয়া হয় HyperLoop . একটি টানেল বা টিউবের মাধ্যমে বাতাসের চাপ কে কাজে লাগিয়ে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাবার পদ্ধতি নিয়ে কাজ করছে HyperLoop. বর্তমানে এর ওপর কাজ চলছে এবং আসা আশা করা যায় খুব দ্রুত এই টেকনলজির সুবিধা পাওয়া যাবে।
ইলন মাস্ক এর অন্যান্য বিখ্যাত প্রজেক্টগুলির মধ্যে রয়েছে – OpenAI, Neuralink, The Boring Company ইত্যাদি।
১. যদি সত্যি কোনোকিছু সত্যি প্রয়োজনীয় হয়, তখন সমস্ত প্রতিকূলতার মধ্যেও তুমি সেটা করবে।
২. কোনোকিছু সম্ভব করতে হলে প্রথম পদক্ষেপ টা নেওয়া প্রয়োজন , সম্ভাবনা আসে তার পরে।
৩. আমি মনেকরি সাধারণ মানুষের পক্ষ্যে অসাধারন হয়ে ওঠার চেষ্টা করা সম্ভব।
৪. হয় আমি পরিবর্তন হতে দেখতে পারি, নাহয় সেই পরিবর্তনে অংশীদার হতে পারি।
৫. যখন তুমি একটা সমস্যার সাথে সংগ্রাম করবে , তখনই সেটা সম্পর্কে বুঝতে পারবে।
৬. যদি বিফলতা না আসে, তাহলে বুঝতে হবে যে তুমি পর্যাপ্ত উদ্ভাবন করছো না।
৭. অধ্যবসায় অত্যন্ত জরুরি, ততক্ষন পর্যন্ত হাল ছাড়া উচিত না যতক্ষণ না তুমি বাধ্য হও।
৮.”যে কাজটা করা তোমার জন্য অতি জরুরী, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত।এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও।“
৯.”আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই। তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালংকারের মত মূল্যবান।“
১০.”কিছু করার জন্য আপনাকে অনেকটাই অনুপ্রাণিত হতে হবে, নাহলে আপনি নিজেকে খুবই দুঃখী করে ফেলবেন।“
১১.“আপনার কখনোই হার মানা উচিত নয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্যকেউ জোর করছে।“
১২.“সহ্যক্ষমতা অনেক বড় একটা গুন আর এটাকে শেখা আরো কঠিন।“
১৩.“উদ্যোক্তা হওয়া কাঁচ খাওয়া আর মৃত্যুর খাদে ঘুরতে থাকার মতোই সমান। আমি মঙ্গল গ্রহে মরতে চাই কিন্তু ধাক্কা খাওয়ার থেকে মরতে চাইনা।“
১৪. “আপনি ঝুড়িকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনি অনায়াসেই সেই ঝুড়িতে সমস্ত ডিম রাখতে পারবেন।“
১৫.“সর্বদা মহান কিছু উৎপাদনের মাধ্যমেই একটা মহান কোম্পানি তৈরী হয়।“
১৬.“যদি আপনি কোনো কোম্পানি তৈরী করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেটা একটা কেক বানানোর মতো জিনিস, যেখানে আপনাকে সমস্ত সামগ্রীকে একদমই সঠিক পরিমান দিতে হবে।“
১৭.“ব্যবসাকে শুরু করা এবং সেটাকে বড় করা অতটাই সেটাকে করা মানুষগুলোর ইনোভ্যাসান, ড্রাইভ আর ডিটারমিনেসানের ব্যাপার যতটা তারা যে প্রোডাক্ট সেল করছে সেই ব্যাপারেও।“
১৮.আপনি যেই জিনিসটা বানাতে সবচেয়ে ভালো করে পারেন, সেটা বানানোর জন্য আপনি অধিক কঠোর হতে চান? তাহলে সেটার মধ্যে সেইসব কারণকে খুঁজে বার করুন যেটা একটা সমস্যা, আর সেইসব সমস্যাকে সমাধান করুন।“
১৯.Paypal থেকে চলে যাওয়ার সময় আমি ভেবেছিলাম আর কি কি সমস্যা আছে, যেটা এই মানবসভ্যতাকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। আমি কখনোই এমন ভাবে ভাবিনি যে পয়সা কমানোর সবচেয়ে ভালো উপায় কি আছে।“
২০. “যেকোনো জটিল কাজ করার জন্য অনেক লোককে নিয়োগ করা একটা বড় ভুল। সংখ্যা কখনোই ট্যালেন্টের জায়গা পূরণ করতে পারেনা।“
২১.“আমার সব কোম্পানির জন্য আমার অনুপ্রেরণা এমন কোনো কাজের প্রতি অংশগ্রহণ করার ইচ্ছার জন্য হয়েছে, যেটা এই দুনিয়ায় সার্থক প্রভাব ফেলে।“
২২.“মন লাগিয়ে কাজ করুন! তারমানে আমি বলতে চাইছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় ৮০ থেকে ১০০ ঘন্টা কাজ করুন। এটা আপনার সাফল্যের সুযোগকে আরো বাড়িয়ে দেবে। যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে আর আপনি ১০০ ঘন্টা ধরে তাদের মতোই ঠিক একই কাজ করেন, তাহলে সেই কাজে তাদের সাফল্য পেতে লাগবে প্রায় এক বছর এবং আপনার মাত্র চার মাস।“
২৩.”মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে, যখন সে জানে যে তার লক্ষ্য কি এবং কেন।“
২৪. “যখন আমি কলেজে পড়তাম তখন আমি সর্বদা এমন একটা কাজের অংশ হতে চাইতাম, যেটা এই দুনিয়ায় পরিবর্তন আনতে পারে। এখন আমি সেটাই করি। এখন আমি সেটা হতে দেখতেও পারবো অথবা সেটার অংশও হতে পারবো।“
২৫.“মানুষের সেই জিনিসকে নিয়েই আগে এগিয়ে যাওয়া উচিত, যেই জিনিসকে নিয়ে সে ভীষন উৎসাহী। কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজটাই করাতে আনন্দ লাগতে পারে।“
২৬.“চলুন সাধারণ জিনিস থেকে একটু দূরে সরে ভাবি এবং এমন পরিবেশ তৈরী করি যেখানে এমন ধরনেরই চিন্তাভাবনাকে উৎসাহিত করা হবে আর পুরস্কৃত করা হবে ও যেখানে ফেল হওয়াটাও ঠিক জিনিসই হবে।“
২৭.”নতুন যুদ্ধক্ষেত্র দেখে ভয় পেওনা কখনও।“
২৮. “আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মানুষের ব্যক্তিত্ব দেখার বদলে, তার প্রতিভাকে বেশি গুরুত্ব দিই। আমি মনে করি, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস যে কারোর মন অন্তত ভালো।“
২৯.“বাস্তবে একটাই জিনিস যার অর্থ আছে, সেটা হলো বড় সামুদ্রিক জ্ঞান পাওয়ার প্রয়াস করে যাওয়া।“
৩০.”আপনি যদি সকালে উঠে ভাবেন যে ভবিষ্যত আরও ভাল হতে চলেছে, তবে এটি একটি উজ্জ্বল দিন । অন্যথায়, তা নয়।“
আশা করি লেখাটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাকিদের সাথে শেয়ার করো। নিয়মিত লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।