রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অমর্ত্য সেন এবং ২০১৯ সালে আর একজন বাঙালি কৃতি সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারে ভারতীয় তথা বাঙালি জাতিকে আরো একবার শ্রেষ্ঠত্বের আসনে বসালেন — তাঁর নোবেল জয়ের মধ্য দিয়ে ৷ পৃথিবী জুড়ে যে দারিদ্র্য –কীভাবে সেই দারিদ্র্য দূর করা যায় , তার উপর দীর্ঘদিন গবেষণা চালানোর মধ্য দিয়ে অর্থনীতিতে একটি নতুন তত্ত্বের আবিষ্কার করলেন ৷ যা ‘POOR ECONOMICS‘ নামক বই আকারে গোটা বিশ্বের কাছে আলোড়ন সৃষ্টি করে ৷ সেই তত্ত্বের সঠিক প্রয়োগে চিরতরে দরিদ্রতা নামক অভিশাপ থেকে পৃথিবীকে মুক্ত করা যেতে পারে ব’লে অন্যান্য অর্থনীতিবিদদের ধারণা ৷ এ বিষয়ে আমরা পরে জানবো ৷ আগে বরং আমরা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকগুলোর সম্পর্কে জেনে নেই ৷
১৯৬১ সালের ২১ শে ফেব্রুয়ারী মুম্বাই-এ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৷ তাঁর বাবার নাম দীপক বন্দ্যোপাধ্যায় ও মা নির্মলা বন্দ্যোপাধ্যায় ৷ জন্ম মুম্বাই-এ হলেও , তাঁর পৈতৃক ভিটে কলকাতা (বালিগঞ্জের অনির্বান রোড ) ৷ তাঁর দাদু ছিলেন , বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের প্রধান শিক্ষক ৷ তাঁর বাবা ছিলেন , কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির অধ্যাপক ও বিভাগীয় প্রধান ৷ তাঁর মা ছিলেন অর্থনীতির অধ্যাপক ৷ সুতরাং ছোটবেলা থেকেই অর্থনীতির আবহে তাঁর বড়ো হয়ে ওঠা ৷
কলকাতা সাউথ পয়েন্ট স্কুলে তাঁর স্কুল জীবন শুরু হয় ৷ স্কুল জীবন শেষ হবার পর, কলকাতা প্রেসিডেন্সি কলেজে তাঁর কলেজ জীবন শুরু হয় এবং ১৯৮১ সালে কলেজ শেষ হবার পর দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন ৷ সেখানে জে এন ইউ (JNU) তে ভর্তি হন ৷ ১৯৮৩ সালে JNU তে তাঁর শিক্ষা সম্পন্ন হবার পর ১৯৮৮ সালে হার্বার্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির উপর গবেষণার জন্য চলে যান ৷ তাঁর গবেষণা পত্রটির নাম ছিল— ( এসে ইন ইনফরমেশন ইকোনমিক্স ) ৷ তারপর থেকে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয় নি ৷ তাঁর গবেষণার মধ্যদিয়ে সৃষ্টি করলেন অর্থনীতির উপর এক আশ্চর্য তত্ত্ব ৷ যা গোটা পৃথিবীকে চমকে দিলেন ৷
তাঁর কলেজের সহপাঠি অভিজিৎ পাঠকের কাছ থেকে জানা গেল , অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অজানা গল্প ৷ তাঁদের দুজনের নাম কাকতলীয়ভাবে যেমন এক , তেমনি তাঁরা দুজনই ছিলেন পড়াশুনো এবং রেজাল্টের দিক থেকেও ক্লাসে প্রথম ও দ্বিতীয় স্থানের অধিকারী ৷ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কলেজের বন্ধুদের কাছে ‘ঝিমা’ নামে পরিচিত ছিলেন ৷ আরো জানা যায় যে , অর্থনীতির ছাত্র হলেও অংকে ছিল তাঁর অগাধ পান্ডিত্য ৷ কিন্তু আশ্চর্য্যের বিষয় হল —পাশাপাশি তিনি ছিলেন , ইংরেজি সাহিত্য , পাশ্চাত্য সংগীত ও ইতিহাসের প্রতি গভীর অনুরাগী ৷ তাঁর হাতের লেখা ছিল ভীষণ রকম বাজে ৷ কলেজে সবাই যেখানে শার্ট-প্যান্ট পড়ে আসতো , সেখানে তিনি কলেজে আসতেন প্যান্টের সঙ্গে ফুল পাঞ্জাবি এবং ঝোলা ব্যাগ কাঁধে ৷ যা বাকি ছাত্রদের সঙ্গে খুবই বেমানান লাগতো ৷ তাছাড়া তিনি বন্ধুদের সাথে আড্ডা দিতে এবং বিভিন্ন রকম রান্না করতে ভালোবাসতেন ৷
যার কিছুটা আমরা জানতে পেয়েছিলাম , ২০১২ সালে সেরার সেরা বাঙালি সম্মান অনুষ্ঠানে ৷ তিনি নিজে মুখেই সে কথা বলেছিলেন ৷ এছাড়াও ফুটবলে তাঁর অগাধ প্রেম এবং JNU তে পড়ার সময় , রাজনৈতিক চক্রান্তে তাঁকে তিহার জেলে দশদিন কাটাতে হয়েছিল ৷ একথা তিনি নিজেই একসময় সাক্ষাত্কারে বলেছিলেন ৷
অরুন্ধতী তুলি (Arundhati tuli) -র সাথে তাঁর বিবাহ হলেও , ব্যক্তিগত কারনে একটা সময় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় ৷ ২০১৫ সালে এস্থার ডাফলো (Esther Daflo) এর সাথে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয় ৷ ডাফলোর জন্ম ১৯৭২ সালে প্যারিস শহরে ৷ তিনি ছিলেন , অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অধীনে অর্থনীতি বিষয়ে গবেষণার ছাত্রী ৷ প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো — অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যে নোবেল জয় , এই নোবেল জয়ের ভাগীদার কিন্তু তাঁর স্ত্রী এস্থার ডাফলো-ও ৷ অর্থাৎ যৌথভাবে অর্থনীতিতে স্বামী-স্ত্রী ২০১৯ এ নোবেল জয় করলেন ৷ এও এক ইতিহাস ৷
খুব ছোটবেলা থেকে মানুষের দরিদ্রতা তাঁকে ভীষণ ভাবাতো ৷ সাউথ পয়েন্ট স্কুলে পড়ার সময় তিনি দেখতেন , বস্তির বাচ্চাদের শিক্ষাহীন জীবন , তাদের দুর্দশা ৷ সেখান থেকেই তাঁর ভাবনার আরম্ভ ৷ তাই শিক্ষাজীবনে অনেক কিছুর মাঝে তিনি বেছে নিলেন অর্থনীতি ৷ যার মাধ্যমে গবেষণার দ্বারা তিনি , এই দরিদ্র্যতা নামক অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে পারেন ৷ ফলশ্রুতিতে দীর্ঘ অধ্যাবসায় ও গভীর ভাবনার দ্বারা তিনি একে একে লিখে ফেললেন অর্থনীতির উপর অনেক তত্ত্বমূলক বই ‘POOR ECONOMICS‘ , ‘GOOD ECONOMICS FOR HARD TIMES‘ , ‘MAKING AND WORK‘ প্রভৃতি ৷ ‘POOR ECONOMICS‘ বইটি গোল্ডম্যান স্যাক্স বিজনেস বুক সম্মানে ভূষিত হয়েছিল। এছাড়াও Economic Devolopment এর উপর অসংখ্য ছোট ছোট গবেষণাধর্মী লেখা তিনি লিখেছেন ৷ তবে এখানে জেনে রাখা ভালো , তাঁর লেখা প্রতিটা বই অর্থনীতির উপর হলেও , আসলে প্রতিটা লেখায় রয়েছে অসাধারন কিছু গল্প ৷ সেই গল্পের উপর তাঁর অর্থনীতির তত্ত্ব প্রয়োগ করেছেন ৷ পরবর্তীতে আমরা সে সব জানবো ৷
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে একটা ব্যাপার সারা পৃথিবীর কুর্নিশ জানানো উচিত ৷ বিগত সময়ে যেসব অর্থনীতিবিদ তাঁদের তত্ত্ব আবিষ্কার করেছেন , তা বেশিরভাগই বইয়ের মধ্যে লিপিবদ্ধ থেকে গেছে ৷ বাস্তবিকভাবে সমাজে তার প্রয়োগ সেভাবে হয় নি ৷ কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের যে অর্থনীতির তত্ত্ব , তা বইয়ের পাতায় শুধু আবদ্ধ থাকে নি ৷ পৃথিবীর ১৮ টি দেশের প্রত্যন্ত গরিব এলাকায় মোট ৪০০ জন অর্থনীতিবিদ এই তত্ত্বের উপর কাজ করছেন ৷ এটা সত্যিই বাঙালি এবং ভারতীয় হিসেবে , আমাদের গর্বের বিষয় ৷
কীভাবে কাজ করছেন তারা ?একটু গল্পের মতো করে জেনে নিই বরং ৷ তাতে অভিজিৎ বাবুর তত্ত্বের বিষয়েও আমাদের কিছুটা ধারণা আসবে ৷ মরক্কো দেশে এক গবির ব্যক্তির কাছে প্রশ্ন করা হল , তুমি টাকা পেলে কী করবে ? উত্তরে সে বলেছে , আমি খাবার কিনবো ৷ তাকে আবার প্রশ্ন করা হল ৷ যদি তোমাকে আরো বেশি টাকা দেওয়া হয় , তবে কী করবে ? উত্তরে সে বলেছিল , তাহলে তখন আমি আরো অনেক দামি ও সুস্বাদু খাবার কিনব ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল , ব্যক্তিটি যে ঘরে থাকে , সে ঘরে খাদ্যের অভাব থাকলেও , ঘরের ভেতর টি.ভি থেকে শুরু করে ডিভিডি প্লেয়ার সব রয়েছে ৷ তখন তাকে বলা হল , তোমার খাদ্যের অভাব , অথচ তোমার ঘরে এতসব কেন ? তখন সে উত্তরে বলেছিলো , আমি চাইলেই আমার পরিবারকে নিয়ে কোথাও যেতে পারবো না , অথচ এই ছোট বাক্সটার দৌলতে সারা পৃথিবীকে আমি এখানে বসেই দেখতে পাচ্ছি ৷ অর্থাৎ তার খাবারের চাহিদা মুখ্য অথচ মুখ্য নয় যেন ৷ এখানে একটা বিষয় আমরা বুঝতে পারলাম , দরিদ্রতা শুধুমাত্র একটি উপাদানের উপর দাঁড়িয়ে নেই ৷ পারিপার্শ্বিক অনেক কিছুর একটা যোগফলই হল দরিদ্রতা ৷
আর একটু অন্যভাবে বলতে গেলে ৷ আমরা জানি , দেশের উন্নয়নের জন্য শিক্ষার উন্নতি প্রয়োজন ৷ আর শিক্ষার উন্নতির জন্য প্রয়োজন শিক্ষাক্ষেত্রে আর্থিক বরাদ্দের পরিমান বাড়ানো ৷ কিন্তু বরাদ্দ করলেই যে শিক্ষার মান বাড়বে , তা নয় ৷ এখানেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার থেকে একটু অন্যভাবে আরো গভীরে যাবার চেষ্টা করেছেন ৷ বরাদ্দ তো করতে হবে ৷ কিন্তু তার আগে প্রয়োজন শিক্ষার কোন কোন উপাদান বরাদ্দ করলে শিক্ষার মান বাড়বে ৷ এটা বের করার উপায় হল , ছাত্রদের দু’ভাগে ভাগ করে , তাদের মধ্যে একটা পক্ষকে শিক্ষার একটি উপাদান দিয়ে , আর একটি পক্ষকে সেই উপাদান থেকে বিরত রাখা ৷ সেখান থেকেই বেরিয়ে আসবে শিক্ষার নির্ধারিত সেই প্রয়োগমূলক উপাদানটি কতটা কার্যকর ৷ তারপর শিক্ষাক্ষেত্রে ছাত্রদের উপর সেই উপাদানটির প্রতি বিনিয়োগ বাড়ানো উচিত ৷ এভাবেই গবেষণার মধ্য দিয়ে তিনি গল্পের মতো করে তাঁর অর্থনৈতিক তত্ত্বের প্রতিষ্ঠা করেছেন ৷ এরকম অসংখ্য গল্পাকারে তাঁর তত্ত্বগুলোকে তিনি ‘poor economics’ বইয়ে লিপিবদ্ধ করেছেন ৷ যা তাঁকে নোবেলের মতো শ্রেষ্ঠ আন্তর্জাতিক পুরষ্কার এনে দিল ৷
সুতরাং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ , যিনি তাঁর পড়াশুনোর বিষয়টাকে অনুভব করেছেন , তাঁর অন্তরের অন্তস্থল থেকে ৷ যে সাধারন মানুষের অভাব দরিদ্রতা তাঁকে ভাবিয়েছে , আজ বিশ্বজুড়ে তাঁর ভাবনায় কাজ করে চলেছেন তিনি এবং তাঁর টিম ৷ আমরা চাই অভিজিৎ বাবুর এই তত্ত্ব , এই প্রচেষ্টা এক নতুন পৃথিবীর জন্ম দিক ৷ এই এক বুক আশা নিয়েই , নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রতি রইলো অনেক শুভেচ্ছা , শুভকামনা এবং ভালোবাসা ৷ আপনি আমাদের গর্ব , বাঙালির গর্ব তথা ভারতের গর্ব ৷
লেখাটি ভালো লেগে থাকলে অবশই বন্ধুদের সাথে শেয়ার করো। এইপ্রকার লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো।
This Article Is Written By