রিলেশনশিপ

আন্তর্জাতিক মাতৃ দিবস এর শুভেচ্ছা বার্তা ও মাতৃ দিবস উক্তি | Mothers Day Quotes

7 Minute Read

Mothers Day 2022 Quotes Bengali

“তোমরা আমাকে একজন আদর্শ মা উপহার দাও , আমি তোমাদের একটা আদর্শ জাতি উপহার দেবো। ” নেপোলিয়ন বোনাপার্ট এর এই উক্তি থেকে বোঝা যায় যে আসলে সারা বিশ্ব পরিচালনার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন মা-র । একজন মানুষ আসলে মাতৃ গর্ভ থেকেই গড়ে উঠতে শুরু করে। আর দুনিয়া দেখার কাজ শুরু হয় মাতৃ ক্রোড়েই । কাজেই মায়ের চোখ-ই তার চোখ , মায়ের কান ই তার কান আর মায়ের স্পর্শই তার প্রথম স্পর্শানুভূতি। এভাবেই মা হয়ে ওঠেন মানুষের প্রথম শিক্ষক । আমার মনে হয় পৃথিবীতে প্রথম যে নারীরা কৃষিকাজ শুরু করেন তা তার মাতৃত্ববোধ থেকেই। মা এমন এক সম্পর্ক যেখানে সন্তান ভালো মন্দ যাই হোক না কেন , মা মা-ই থাকেন চিরকাল। যিনি নিজের জীবনের চেয়ে সন্তানকে বেশি ভালোবাসেন । মানুষ ভালো কাজ করলে দেশ সমাজ রাষ্ট্র পরিবার প্রতিবেশী সম্মান দেবে । কিন্তু মানুষ খারাপ কাজ করলে তারাই শাস্তি দেবে , নিন্দে করবে, ঘৃণা করবে। একমাত্র মা-ই মানুষকে কোন কৃতকর্মের দ্বারা বিচার করেন না । তাই বিশ্ব জুড়ে হাজার উপমা তুলনা দিয়েও মায়ের ভূমিকা বলে বোঝানো যায় না । পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির আশ্রয় একমাত্র মা । আর মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় বলা হয় শৈশবকে । আর মনে হয় মায়ের স্নেহের স্পর্শের জন্যই শ্রেষ্ঠ হয়ে ওঠে শৈশবকাল । তাই তো এবছর ৮ই মে বিশ্ব মাতৃ দিবসের প্রাক্কালে মা নিয়ে বিভিন্ন মনীষী ও বিভিন্ন মানুষের উক্তিগুলি খুব আলোচিত ও আদরণীয় বিষয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আন্তর্জাতিক মাতৃদিবসে মা নিয়ে উক্তি ও বাণী,মাতৃ দিবস উক্তি,মাতৃ দিবসের শুভেচ্ছা।

মাতৃ দিবসের শুভেচ্ছা|| আন্তর্জাতিক মাতৃ দিবস শুভেচ্ছা || Happy Mother’s Day Wishes

দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়। মা দিবসের শুভেচ্ছা।

মাতৃ দিবস উক্তি

পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাইকে ছেড়ে যায়, সবাই সবাই কে ভুলে যায়, শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না। আর সারা জীবন থাকবে। সে মানুষটি হচ্ছে, আমার মা। মা দিবসের শুভেচ্ছা।

আমার মা আমার পৃথিবী, আমার মা আমার জীবন। শুভ মা দিবস।

আমার জীবনের শুরু তোমাকে দিয়ে মা, আমার প্রথম শেখা শব্দ হল মা, স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। মা দিবসের শুভেচ্ছা।

সূর্য ছাড়া যেমন পৃথিবী অন্ধকার, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, কলম ছাড়া যেমন লেখক লিখতে পারে না, তুমিও আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ মা। হ্যাপি মাদার্স ডে ।

Read More : বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস

প্রথমবারে যদি কোনও কাজে সফল না হতে পার, চিন্তা কোরো না। মায়ের সাহায্য নাও। তিনিই তোমায় সঠিক পথ দেখাবেন (বিশ্ব মা দিবস)।

পৃথিবীর কাছে যেমন সূর্যের প্রয়োজনীয়তা রয়েছে, মাছের কাছে যেমন জলের প্রয়োজনীয়তা, কবির কাছে যেমন কলমের প্রয়োজনীয়তা রয়েছে, সন্তানের কাছে তেমন মায়ের প্রয়োজনীয়তা। আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা।

দূরে যখন থাকি, তোমার ছবি আঁকি। বিপদ যখন আসে, তুমি থাকো পাশে। অসুখ যখন হয় রাত জেগে তুমি রও। পৃথিবীর যেখানেই যাই, তোমার তুলনা নাই! আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা

আমার মনে হয় সবচেয়ে শান্তির ঘুম দিতে পারি মায়ের কাছে থাকলেই। আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা।

মাতৃ দিবস শুভেচ্ছা

মাতৃ দিবস শুভেচ্ছা :

মা-ই একমাত্র সেই সম্পর্ক যিনি বিনিময়ে কিছু পাবার আশা করেন না । হ্যাপি মাদার্স ডে।

একমাত্র মাতা-সন্তানের সম্পর্কই পৃথিবীর সমস্ত দেশে, সমস্ত কালে অকৃত্রিম থাকে। শুভ মাতৃ দিবস।

যাযাবরদেরও একটা স্থায়ী ঠিকানা থাকে , সেটা হল মা। মায়ের কাছেই সকলে ফিরতে চায়। মা দিবসের শুভেচ্ছা।

মা ডাকের চেয়ে স্নিগ্ধ ও মন ভালো করা ডাক আর হতে পারে না। শুভ মা দিবস।

বটের ছায়ায় চেয়েও বড় ছায়া মায়ের আঁচল । শুভ মাতৃ দিবসের শুভেচ্ছা জানাই।

মায়ের মুখে হাসি দেখলে সে দিনটা একটা সফল দিন হয়ে ওঠে। আন্তর্জাতিক মাতৃ দিবস।

মা যে আমার স্বপ্নমাখা, রাত জোছনার গান। আঁধার পথের একটু আলো, নীল জোনাকি প্রাণ। মা দিবসের শুভেচ্ছা রইল

“কোনও বিপদে পড়লে প্রথমেই যাঁর কথা মনে পড়ে, তিনি হলেন মা!”

মাতৃ দিবস শুভেচ্ছা

জীবন কোনও নিয়মাবলী দিয়ে শুরু হয় না, জীবন শুরু হয় মাতৃগর্ভে।

পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা।

মা নিয়ে উক্তি || মাতৃ দিবসের উক্তি || Happy Mother’s Day Quotes in Bengali

ইশ্বর সব জায়গায় নিজে উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি ‘মা’ সৃষ্টি করেছেন।” – রাডইয়ার্ড কিপ্লিং।

Mothers Day Quotes Bengali

“যার মা আছে, সে কখনই গরীব নয়।” – আব্রাহাম লিঙ্কন

আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।“- জর্জ ওয়াশিংটন

“কোনও একটা বিষয় মায়েদেরকে দুবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আর একবার নিজের জন্য।”-সোফিয়া লরেন।

আমাদের পরিবারে মায়ের ভালবাসা সবসময় সবচেয়ে বড় শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।“-মিশেল ওবামা

“আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”-মাইকেল জ্যাকসন।

ভালবাসা থেকেই আমাদের জন্ম, আর ভালবাসা মানে হল মা।“-রুমি

“আমার জীবন শুরু হয়েছিল মাতৃগর্ভে আর আমার দিন শুরু হয় মায়ের পবিত্র মুখ দেখে।”- জর্জ এলিয়ট।

একটি শিশুর কাছে ভগবান মানেই হল ‘মা’।” -উইলিয়াম ম্যাকপিস ঠাকরে।

“তুমি যখন তোমার মায়ের চোখের দিকে তাকাও, তখনই বোঝা যায় খাঁটি ভালবাসার কাকে বলে।”-মিচ অ্যালবম।

মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”-নোরা এফ্রন

“মাতৃত্ব, ভালবাসার শুরু আর শেষ এখানেই।”- রবার্ট ব্রাউনিং।

মায়ের আদরে যে আরাম, ভরসা আছে, তা আর পৃথিবীর কারও আদরে নেই।“- প্রিন্সেস ডায়না।

“মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা।”-হুমায়ূন আহমেদ

মাতৃ দিবস উক্তি

আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”-এলেন ডে জেনেরিস

“মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।”

‘‘মা, মা-ই, তার অন্য কোনো রূপ নেই।’’-জন গে

” মা হচ্ছেন জগজ্জননী। তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই।’-রবীন্দ্রনাথ ঠাকুর

মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।“-গৌতম বুদ্ধ

মাতৃ দিবস নিয়ে স্ট্যাটাস । Ma dibosh bangla status:

তোমাকে অনেক জ্বালিয়েছি মা, অনেক সময় না বুঝে না জেনে তোমায় কষ্ট দিয়েছি। আই অ্যাম সরি। লাভ ইউ মা। হ্যাপি মাদার্স ডে।

সবার সেরা আপন
তুমি আমার মা।
তোমাকে ছাড়া বিষন্নতায় থাকে
আমার এ মন।
হ্যাপি মাদারস ডে

আমার মা যখন হাসে,
তখন আমার খুব ভালো লাগে।
কিন্তু যখন মা আমার কারণে হাসে,
তখন আরো বেশি ভালো লাগে।
শুভ মাতৃ দিবস

পৃথীবির সব সন্তানই তার
মাকে ভালোবাসে,
কিন্তু কখনো বলতে পারেনা।
কারন এই ভালোবাসাটা এতটাই
গভীর যে কখনো বলে বুঝাতে হয়না।
শুভ মাতৃ দিবস

Read More : অনুভূতি সম্পর্কিত উক্তি

মা, যে আমার সমস্ত না বলা কথা চট করে বুঝে যায়! হ্যাপি মাদার্স ডে (মাকে নিয়ে উক্তি)।

মাকে ভালবাসতে মাতৃ দিবস লাগেনা,
প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা,
প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই
মাকে ভালবাসা যায়।
শুভ মাতৃ দিবস

মা মানে মমতা,
মা মানে ক্ষমতা,
মা মানে নিরাপত্তা,
মা মানে নিশ্চয়তা,
মা মানে আশ্রয়দাতা,
মা মানে সকল আশা,
মা মানে একবুক ভালোবাসা।
শুভ মাতৃ দিবস

মায়ের মতন শক্তিশালী
কেউই হয় না…
যিনি নিজের সন্তানকে শত
কষ্ট সত্ত্বেও আগলে রাখেন,
আর ভালবাসেন নিজের চেয়েও বেশি!
হ্যাপি মাদার্স ডে।

প্রথম স্পর্শ “মা”প্রথম পাওয়া “মা”প্রথম শব্দ “মা”প্রথম দেখা “মা”আমার জান্নাত তুমি “মা”।

মা মমতার মহল,
মা পিপাসার জল,
মা ভালোবাসার সিন্ধু,
মা উত্তম বন্ধু,
মা ব্যাথার ঔষুধ,
মা কষ্টের মাঝে সুখ,
মা চাঁদের ঝিলিক,
মা স্বর্গের মালিক,
শুভ মাতৃ দিবস।

মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে ছলনা
কিন্তু মা এর ভালোবাসা পৃথিবীর
কোন কিছুর সাথে হয়না তুলনা।

ভালোবাস তাকে…যার কারনে পৃথিবী দেখেছো….।। ভালোবাস তাকে…।। যে তোমাকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছে….।। ভালোবাস তাকে…যার পা এর নিচে তোমার জান্নাত আছে…..।। তিনি হলেন…..মা….

মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই। আন্তর্জাতিক মাতৃ দিবসে অনেক শুভেচ্ছা।

আমি কিছুই বলতে পারতাম না..তুমি আমার মনের সব কথা বুঝে যেতে..আজ আমি হয়ত অনেক কথার শেষে বলি, এসব তুমি বুঝবে না! কিন্তু বিশ্বাস কর আমি জানি সেটা সত্যি নয়। আই লাভ ইউ মা।

সবার স্থান মা নিতে পারে কিন্তু মায়ের স্থান কেউ নিতে পারে না।

মা তোমার কথা খুব মনে পড়ছে মা। মা তোমার আঁচলের তোলে মুখ লুকিয়ে খুউব আদর খেতে ইচ্ছে করছে মা… তুমি খুউউউউব খুউউউউব ভালো থেকো মা….আই লাভ ইউ মা। আন্তর্জাতিক মাতৃ দিবসে অনেক শুভেচ্ছা।

যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে .. আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

“জন্মান্তর যদি থাকে- নতুন জীবন বাঁকে
ফের তুমি হয়ো মোর মা।
শিশুর জিজ্ঞাসু চোখে- তোমাকে যে ফের দেখে
মনে পাবো বড় স্বান্ত্বনা।”

মা জননী চোখের মনি,
অসিম তোমার দান,
ভগবানের পরে তোমার আসন
আসমানের সমান..
ত্রিভুবনে তোমার মত হয়না
কারো মান।
শুভ মাতৃ দিবস

একমাত্র মা-ই সেটা বুঝতে পারে
যেটা তার সন্তান কখনই বলে
উঠতে পারে না…
হ্যাপি মাদার্স ডে

“পৃথীবিতে কেউ’ই স্বার্থহীন নয়,প্রতিটি সর্ম্পকেই কম-বেশী স্বার্থ থাকে,শুধু মাত্র মায়ের ভালবাসা টাই নিঃশ্বার্থ,একজন “মা”ই পারেন সন্তান কে কোন স্বার্থ ছাড়া ভালবাসতে।”

মা নিয়ে কবিতা :

আমি যদি দুষ্টুমি ক’রে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি,
ভোরের বেলা মা গো, ডালের ’পরে
কচি পাতায় করি লুটোপুটি,
তবে তুমি আমার কাছে হারো,
তখন কি মা চিনতে আমায় পারো।
তুমি ডাকো, ‘খোকা কোথায় ওরে।’
আমি শুধু হাসি চুপটি করে।- রবীন্দ্রনাথ ঠাকুর (লুকোচুরি কবিতার অংশ)

অন্য মা

  • রবীন্দ্রনাথ ঠাকুর

অন্য মা
আমার মা না হয়ে তুমি

আর কারো মা হলে

ভাবছ তোমায় চিনতেম না,

যেতেম না ঐ কোলে?

মজা আরো হত ভারি,

দুই জায়গায় থাকত বাড়ি,

আমি থাকতেম এই গাঁয়েতে,

তুমি পারের গাঁয়ে।

এইখানেতে দিনের বেলা

যা-কিছু সব হত খেলা

দিন ফুরোলেই তোমার কাছে

পেরিয়ে যেতেম নায়ে।

হঠাৎ এসে পিছন দিকে

আমি বলতেম, ‘বল্ দেখি কে?’

তুমি ভাবতে, চেনার মতো,

চিনি নে তো তবু।

তখন কোলে ঝাঁপিয়ে পড়ে

আমি বলতেম গলা ধরে—

‘আমায় তোমার চিনতে হবেই,

আমি তোমার অবু।’'(কবিতার অংশবিশেষ)

কত ভালোবাসি
কবি — কামিনী রায়

জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি,-
“মা, তোমারে কত ভালোবাসি!”
“কত ভালবাস ধন?” জননী শুধায়।
“এ-ত।” বলি দুই হাত প্রসারি’ দেখায়।
“তুমি মা আমারে ভালবাস কতখানি?”
মা বলেন “মাপ তার আমি নাহি জানি।”
“তবু কতখানি, বল।”
“যতখানি ধরে
তোমার মায়ের বুকে।”
“নহে তার পরে?”
“তার বাড়া ভালবাসা পারি না বাসিতে।”
“আমি পারি।” বলে শিশু হাসিতে হাসিতে!

জননী জন্মভূমি
কবি – সুভাষ মখোপাধ্যায়

আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে –
কখনও মুখ ফুটে বলি নি।
টিফিনের পয়সা বাঁচিয়ে (মা দিবসের কবিতা)
কখনও কখনও কিনে আনতাম কমলালেবু –
শুয়ে শুয়ে মা-র চোখ জলে ভ’রে উঠত
আমার ভালাবাসার কথা
মা-কে কখনও আমি মুখ ফুটে বলতে পারি নি।
হে দেশ, হে আমার জননী-
কেমন ক’রে তোমাকে আমি বলি।

মা
-কাজী কাদের নেওয়াজ

মা কথাটি চোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।
সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার ‘পরে আজি,
অন্তরে মা থাকুন মম
ঝরুক স্নেহরাজি।
রোগ বিছানায় শুয়ে শুয়ে
যন্ত্রণাতে মরি,
সান্তনা পাই মায়ের মধু
নামটি হৃদে স্মরি।
বিদেশ গেলে ঐ মধু নাম
জপ করি অন্তরে,
মন যে কেমন করে
আমার প্রাণ যে কেমন করে।
মা যে আমার ঘুম পাড়াত
দোলনা ঠেলে ঠেলে
শীতল হত প্রাণটা, মায়ের
হাতটা বুকে পেলে।

মা
-কিশোর মজুমদার
বৃষ্টির পর ভেজা মাটির স্নিধ গন্ধ
আমার মায়ের নীরবতার মতো।
ভোরের আলোমাখা দিনের শুরুটা
আমার মায়ের হাসি ।
বসন্তের রাঙা পলাশের ডালে ডালে ফুটে থাকে —
আমার মায়ের স্নেহের পরশ।

দেশকে ভালোবেসে শহীদ যারা
তারা আসলে আমার মায়ের সন্তান
মা, তুমি নাম ধ’রে যতবার ডেকে গেছো জীবনে —
ততবছরই আমার আয়ু । আমি বার বারই বেঁচে উঠলাম মা তোমার হাত রাখা কপালের জোরেই। -কিশোর মজুমদার

মা নিয়ে আরও কিছু কবিতার লিস্ট :

১। বীরপুরুষ — রবীন্দ্রনাথ ঠাকুর
২। মা – কাজী নজরুল ইসলাম
৩। নোলক – আল মাহমুদ
৪। মা আমায় আরেকবার জন্ম দাও– কিশোর মজুমদার
৫। আমার মা – রেদোয়ান মাসুদ
৬। দুঃখবতী মা– তসলিমা নাসরিন
৭। কত ভালোবাসি- কামিনী রায়
৮। মা – কিশোর মজুমদার

আন্তর্জাতিক মাতৃ দিবস নিয়ে আমাদের আজকের লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *