মোটিভেশনাল বাংলা স্ট্যাটাস
জীবনের পরতে পরতে আছে রহস্য , আছে উত্থান পতন । তবু মানুষ সবার উপরে জয়ী হয় .. জয়ী হয় মানুষের হার না মানার মানসিকতা । হিংসা , অন্যায় , শোষণ , প্রতিহিংসার মাঝেও জীবনকে সাজানো বাগানের মত ফুলে ফলে ভরিয়ে তুলতে হয় । ব্যর্থতা, হতাশা কষ্ট, প্রতিবন্ধকতা এসবের বিরুদ্ধে লড়ে চলার নামই তো জীবন । এসো আমরা সকলে মিলে সকলের পাশে দাঁড়িয়ে এই লড়াইটাই করে যাই। আর উচ্চারণ করি আমাদের হৃদয়ের উপলব্ধি কিছু উক্তির মাধ্যমে।
১। “তোমার চারপাশে মিশ্র বাতাস বইছে , তার মধ্যে শুধু অক্সিজেনটুকু ভেতরে গ্রহণ করতে হবে । তুমি যদি সবার সঙ্গে মিশে তোমার প্রয়োজনীয় শিক্ষাটুকু নিতে পারো তাহলে তুমি জিতে যাবে সর্বদা।“- কিশোর মজুমদার
২। “রাতের আকাশকে দেখেছো ? বিন্দু বিন্দু আলোর মাঝে অনেক বেশি কালো অন্ধকার জমে থাকা সত্ত্বেও মানুষকে সে শুধু আলোটুকুই দেখায় । তেমনি তুমি যদি তোমার সমস্ত দুর্বলতাকে ঢেকে দিয়ে নিজের সৃজনশীলতাকে তুলে ধরতে পারো .. তাহলে তুমি মহান।” -কিশোর মজুমদার
৩.”জীবনে যদি বড় হতে চাও তবে তোমার গায়ে লেগে থাকা আবর্জনাগুলো ঝাড়তে থাকো আর এগোতে থাকো। দেখবে একদিন ঠিক সব মুছে গিয়ে তুমি নতুন তুমিতে পরিণত হয়েছো।” — ফেরদৌসি মঞ্জিরা
৪.”বিখ্যাত ব্যক্তিরাই মহাপুরুষ কিংবা মহাপুরুষরাই বিখ্যাত হয় .. কথাটি ভুল। তুমি যদি ভেতর থেকে মানুষের কল্যাণের কথা ভেবে কাজ করে যাও .. তাহলে হৃদয়ের ঐশ্বর্য্যে তুমি সত্যি মহান একজন।” –কিশোর মজুমদার
৫.”জীবনের মান উঁচু রাখতে হলে অভ্যাসের মানও উঁচু রাখতে হবে।” – ফেরদৌসি মঞ্জিরা
৬.”সময় ও জীবন দুটোই সকলে উপহার হিসেবে পায়। কিন্তু খুব কম লোকই পারে তার সঠিক মূল্য দিতে।” – ফেরদৌসি মঞ্জিরা
৭.”কেউ যদি পেছন থেকে তোমায় টেনে ধরে, তখন বুঝবে তুমি সত্যিই এগুচ্ছ।“- কিশোর মজুমদার
৮.”তুমি যদি কখনও ভুল না করো তবে কখনোই সঠিক কিছু করতে পারবে না। তাই ভুল করার ভয় পেও না। ভাবো এই ভুলটাই তোমাকে সঠিক পথে এগোনোর একটা সুযোগ দিচ্ছে।“- ফেরদৌসি মঞ্জিরা
৯.”মুখের কথা আর সময় .. দুটোর দাম যদি দিতে পারো .. তাহলে সাফল্য তোমার হাতের মুঠোয়।“-কিশোর মজুমদার
১০.”কারো জন্য থেমে থেকো না। হেরে যাবার প্রধান কারণই হল পরনির্ভরশীল হওয়া।” – কিশোর মজুমদার
১১.”জীবনে যদি সঠিক পথে চলতে চাও তাহলে মনে রেখো.. চোখ খুলে পথ চলতে হয় আর চোখ বুঁজে পথ দেখতে হয়। কেননা, মানুষ পথ চলে অঙ্গ দিয়ে, আর পথ খোঁজে .. হৃদয় দিয়ে।” – কিশোর মজুমদার
১২.”সুখ ও দুঃখ দুটোই মানুষের সাময়িক অনুভূতি মাত্র। যে কোনো একটাতে যদি ডুবে যাও তবে কখনোই জীবনের আসল মানে বুঝবে না। জীবনকে বুঝতে হলে জীবনের প্রতিটি পরিস্থিতি বুঝতে হবে।” – ফেরদৌসি মঞ্জিরা
১৩.”দূরে আলো দেখতে পাচ্ছ ? অনেক অনেক দূরে ? হয়তো হ্যাঁ, হয়তো বা না । এবার চোখ বুঁজে একবার দেখো তো ? দূরে এক বিন্দু গোলাপি আলো জ্বলছে দেখতে পাও কি না। ওটা তোমার ড্রিম,অপেক্ষা করছে তোমারই জন্য।” – কিশোর মজুমদার
আরও পড়ুন : Motivational Bengali Quotes
১৪.”জীবনে যদি এমন একজনকে পাও যে তোমার ভেতরের তুমিটাকে বাইরে বের করে আনতে তোমাকে প্রতিনিয়ত সাহায্য করবে, যে তোমার কঠিন সময়ে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াবে। তাহলে ব্যর্থতা কোনোদিন তোমাকে ছুঁতে পারবে না।” – ফেরদৌসি মঞ্জিরা
১৫.”সকালে উঠে সকালকে জিজ্ঞেস করবে ‘তুমি কেমন আছো ?’ সকাল বলবে ‘তুমি যেমন দেখছো’। ঘুমুতে যাবার আগে রাতকে জিজ্ঞেস করলে রাতও বলবে ওই একই কথা । কাজেই প্রশ্নটা পাল্টে উত্তর দিতে শেখো , বলো ”তুমি খুব ভালো আছো সকাল , ভালো আছো রাত্রি।” কারণ তুমি বিচারক নও। তুমি শুধু সময়ের অভিযাত্রী।” – কিশোর মজুমদার
১৬.”রাগ,ঈর্ষা, ভয়,অভিমান,তুলনা, অভিযোগ এই বিষয় গুলোকে তুমি এড়াতে পারবে না। প্রতিটা মানুষের মধ্যে এগুলো বিরাজমান। এগুলো যে সবটাই খারাপ গুন এমনটা নয়। সময় বিশেষে কিছু কিছু অনুভূতি ভীষণ জরুরী প্রতিটা মানুষের ক্ষেত্রে। তবে সেটা যদি যথাযোগ্য স্থানে ব্যবহার করা হয়। আর যদি অহেতুক করা হয় তবে নিজের ক্ষতি ছাড়া লাভ হবে না। তাই সেগুলোর সঠিক ব্যবহার করতে শেখো। ” – ফেরদৌসি মঞ্জিরা
১৭.”কে বলে ঈর্ষা শুধুই খারাপ ? ঈর্ষা দ্বারাই ভালোবাসাকে বোঝা যায় । আর এই ভালোবাসা উন্নত করতে থাকে হৃদয়কে । আর প্রতিশোধ কামনা মানুষকে অন্ধকারে নিমজ্জিত করতে থাকে। কাজেই ঈর্ষা হলে ভালোবাসাকে জাগাও .. প্রতিশোধ স্পৃহা নয়।” – কিশোর মজুমদার
১৮.”থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয়। বরং থেমে গিয়ে আবার নতুন করে শুরু করার পরিকল্পনা তোমাকে আর একটা নতুন পথের খোঁজ দেবে।” – ফেরদৌসি মঞ্জিরা
১৯.”লক্ষণ যে গন্ডি এঁকে দিয়েছিল সীতাকে। সীতা সেটা যদি না পেরোতো তাহলে রামায়ণ হত না । তেমনি প্রতিটি মানুষের মধ্যে অদৃশ্য এক একটা গন্ডি আছে। আর সেটা না পেরোতে পারলে জীবন সার্থক হয় না।” – কিশোর মজুমদার
২০.”জীবন কোনো সিনেমা নয় যে তিন ঘন্টায় বেস্ট কাহিনী দিয়ে সমাপ্ত হবে। জীবন হলো স্লো মোশনে চলা ছবি। যেখানে কখনও ভীষন বোরিং কাহিনী থাকে, কখনও বা ভীষণ এডভেঞ্চার এর। তাই জীবন এর প্রতিটি দিন কে সহজ ভাবে নিতে শেখো।“- ফেরদৌসি মঞ্জিরা
২১.”মানুষের দুটো হাত ডান হাত আর বাঁ হাত । দিনের ও দুটো ভাগ দিন আর রাত। জীবনেরও দুটোই ভাগ সুখ আর দুঃখ । তাই শুধু দুঃখকে ফেলে সুখ নিতে পারবে না । কাজেই কেবল সুখের আশা করো না .. সমস্ত সুখ তোমার কর্মের মধ্যেই নিহিত আছে।” – কিশোর মজুমদার
২২. ”থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয়। বরং থেমে গিয়ে আবার নতুন করে শুরু করার পরিকল্পনা তোমাকে আর একটা নতুন পথের খোঁজ দেবে।” – ফেরদৌসি মঞ্জিরা
যারা ইউটিউব এ এইসব কোটগুলো ব্যবহার করবেন , তারা অবশ্যই উক্তিগুলোর রচয়িতার নাম লিখে দেবেন । অন্যের নামে এই উক্তিগুলো চালিয়ে দেওয়া শুধু অপরাধই নয় , মানুষের সঙ্গে প্রতারণা করা । তাই বিষয়টি হৃদয় দিয়ে উপলব্ধি করবেন আশা করি।
আশা করি বন্ধুরা , আজকের মোটিভেশনাল বাংলা স্ট্যাটাস তোমাদের নিশ্চই ভালো লেগেছে । ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করতে ভুলো না । আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এ চলে এসো । এসো একসঙ্গে জীবনকে এগিয়ে নিয়ে যাই। আর ফুলে ফলে ভরিয়ে তুলি জীবনের সাজানো বাগান ।