অস্কার ওয়াইল্ড এর জীবনী ও তাঁর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ
অস্কার ওয়াইল্ড এর জীবনী ও তাঁর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ
অস্কার ফিঙ্গাল ও’ফ্ল্যাহারটি উইলস ওয়াইল্ড ( অক্টোবর ১৬, ১৮৫৪ – নভেম্বর ৩০, ১৯০০) ছিলেন একজন আয়ারল্যান্ডীয় নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে।তিনি তাঁর চাতুর্য্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। তিনি অনেকগুলো ছোট গল্পও রচনা করেছেন। এছাড়া তিনি ছিলেন ফ্রিম্যাসন্স সোসাইটির সদস্য। ভিক্টোরিয়ান যুগের লন্ডন শহরে তিনি অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। তবে এক বিখ্যাত বিচারের রায়ের ফলে তাঁর পরিসমাপ্তি ঘটে এবং তাঁকে বড় মাপের অশ্লীলতা এবং সমকামিতার দায়ে কারাদন্ড দেয়া হয়। তিনি ১৯০০ সালের ৩০ নভেম্বর প্যারিসে মৃত্যুবরণ করেন। তাঁর সাহিত্যিক প্রতিভা তাঁকে বিশ্বসাহিত্যর আসরে উচ্চপদে আসীন করেছে। সাহিত্যের আঙিনায় অস্কার ওয়াইল্ড যতটা বিস্ময়, ঠিক ততটাই বিস্ময়কর তাঁর জীবন। ২০১৮ সালে অস্কার ওয়াইল্ডের (Oscar Wilde) জীবন নিয়ে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল , যার নাম ‘দ্য হ্যাপি প্রিন্স’(The Happy Prince)। তিনি তাঁর বিখ্যাত উক্তিগুলোর জন্য সমঝদার মহলে কদর পেয়ে আসছেন । আসুন আজ আমরা অস্কার ওয়াইল্ড এর মূল্যবান উক্তিগুলির জীবনরস আস্বাদন করি :-
অস্কার ওয়াইল্ড এর অনুপ্রেরণামূলক উক্তি :-
১.”তুমি তোমার মত হও, সবাই যে যার মত হয়ে গেছে। “- অস্কার ওয়াইল্ড
২.”আমাদের নিজেদের কিছু অভ্যাসের কারণেই জীবনটা ক্রমশ হয়ে ওঠে কঠিন।“
৩.”মানুষ নিজেদের ভুলগুলোকে যে নামে ডাকে তাই হল অভিজ্ঞতা।“
৪.”জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন।”
৫.”কর্তব্য হল তাই, যা একজন অন্যজনের কাছে আশা করে; মানুষ নিজে থেকে যা করে তা নয়।”
৬.”অধিকাংশ মানুষ আসলে অন্য কাউকে অনুকরণ করে চলে। তাদের চিন্তা অন্য কারো মতামত, তাদের অনুরাগ অন্য কারো উক্তি।”
৭.”বয়সের সাথে জ্ঞানও বাড়ে, কিন্তু অনেকসময় কেবল বয়সই বাড়ে।”
৮.”জীবনের ট্র্যাজেডি মাত্রা দুটি: এক, মানুষ যা চায় তা না পাওয়া, এবং অন্যটি হলো তা পাওয়া।”
৯.”অল্প নিষ্ঠা বিপদজনক কিন্তু অধিক নিষ্ঠার চেয়ে প্রাণঘাতী আর কিছু নাই।”
১০.”বৃদ্ধেরা সবকিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোকেরা সবকিছুতে সন্দেহ করে, আর কমবয়সী লোকেরা সবই জানে।”
১১.”আগুনে যা ধ্বংস হয় না, তা আগুনে আরও শক্ত হয়।”
আরও পড়ুন : ইলন মাস্ক এর শিক্ষা, সাফল্য, কর্মজীবন ও বিখ্যাত কিছু উক্তি
বন্ধু ও বন্ধুত্ব নিয়ে অস্কার ওয়াইল্ড এর বিখ্যাত বাণী : –
১২. “একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”- অস্কার ওয়াইল্ড
১৩.”প্রকৃত বন্ধুরা সামনে থেকেই চাকু মারে।”
ক্ষমা নিয়ে অস্কার ওয়াইল্ড এর বিখ্যাত উক্তি :-
১৪.”সব সময় শত্রুদের ক্ষমা করে দাও। আর কিছুই তাদের এর চেয়ে বেশি অস্বস্তিতে ফেলবে না।”
ভালোবাসা নিয়ে অস্কার ওয়াইল্ড এর বিখ্যাত উক্তি:-
১৫.”এমন কাউকে ভালোবেসো না যে তোমার সাথে সাধারণের মত আচরণ করে।”- অস্কার ওয়াইল্ড
১৬.”ভালোবাসা ছাড়া জীবন সূর্যহীন ফুলবাগানের মত যেখানে সব ফুল মরে গেছে, তাই হৃদয়ে ভালোবাসা পুষে রাখো।”
নারী নিয়ে অস্কার ওয়াইল্ড এর কয়েকটি বিখ্যাত উক্তি:-
১৭.”যে নারী তাঁর বয়স প্রকাশ করে, তাঁর আর কিছুই অপ্রকাশিত থাকে না।”
১৮.”নারীরা আসলে ভালোবাসার জিনিস, বোঝার জিনিস নয়।”
১৯.”আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভালবাসি যার ভবিষ্যত আছে। “
বিয়ে বিষয়ে অস্কার ওয়াইল্ড এর বিখ্যাত বাণী :-
২০.”বিয়ে হচ্ছে কল্পনার কাছে বুদ্ধিমত্তার পরাজয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে প্রত্যাশার কাছে অভিজ্ঞতার পরাজয়।”
২১.”ধনী অবিবাহিতদের ওপর বেশি করে কর আরোপ করা উচিত। অল্প কজন মানুষ অন্যদের চেয়ে বেশি সুখে থাকবেন, এটা তো অবিচার।”
ফ্যাশন নিয়ে অস্কার ওয়াইল্ড এর উক্তি :-
২২.”ফ্যাশন হলো এত অসহ্য এক কদর্যতা যে আমাদেরকে প্রতি ছয় মাস পর পর তা বদলাতে হয়।”
শিক্ষা নিয়ে অস্কার ওয়াইল্ড এর বিখ্যাত উক্তি :-
২৩.”শিক্ষা একটি প্রশংসনীয় জিনিস, তবে সময়ে সময়ে এটা মনে রাখা ভালো যে যা সত্যি জেনে রাখার মতন তা কখনোই শেখানো সম্ভব নয়।”
২৪. “বিশ্ব যে বইগুলিকে অনৈতিক বলে সেগুলি আসলে এমন বই যা বিশ্বকে তার নিজের লজ্জা প্রদর্শন করে।”
সুখ নিয়ে অস্কার ওয়াইল্ড এর উক্তি :-
২৫.”সুখের তীব্র আকাঙ্ক্ষাই তারুণ্য ধরে রাখার রহস্য।”
জীবনদর্শন নিয়ে বিখ্যাত বাণী :-
২৬.”যখনই লোকে আমার সাথে একমত হয় তখনই আমার মনে হয় আমি নিশ্চয় ভুল করছি।“
২৭.”জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন।”
২৮.”আমি সবকিছু জানতে যথেষ্ট তরুণ নই।”
২৯.”আমি মনে করি ইশ্বর, মানুষকে তৈরি করার সময়, তার সামর্থ্যকে কিছুটা বাড়িয়ে তুলেছিলেন।”
৩০.”সিনিক কে? যে সবকিছুর দাম জানে কিন্তু কোনো কিছুর মূল্য জানে না।”
৩১.”অল্প বয়সে আমি ভাবতাম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা; এখন এই বার্ধক্যে আমি জানি আসলেই ভাবনাটা ঠিক।”
৩২.”বিশ্ব একটা নাট্যমঞ্চ, কিন্তু নাটকের অভিনয় খুবই খারাপ।”
৩৩.”প্রত্যেক সন্তের অতীত থাকে এবং প্রতিটি পাপীরই ভবিষ্যত থাকে।”
৩৪.”নিরাশাবাদী মানুষের কাছ থেকে ধার করাই সবচেয়ে উত্তম কারণ তারা টাকা ফিরে পাওয়ার আশা করেনা ”
আশা করি লেখাটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাকিদের সাথে শেয়ার করো। নিয়মিত লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।