মনে আছে সেই সাধু পুরুষের কথা, যিনি আঘাতে আহত সাপটিকে বলেছিলেন যে ছোবল মারতে বারণ করেছি , কিন্তু ফোঁস করতে তো বারণ করি নি । অর্থাৎ এই ফোঁস করাই হল অন্যায়ের প্রতিবাদ করা। আলোর সৃষ্টি হয়েছে অন্ধকারের বিপরীতে । মানুষের জীবনের লক্ষই হল অন্ধকার থেকে আলোয় উত্তরণ । আর তাই মানুষ বানিয়েছে সমাজ , দেশ , আইন বা নানারকম নিয়মাবলি । সকল মানুষকে নির্দেশ দেওয়া হয় সেগুলো মেনে চলতে। এই সকল নিয়মাবলির সামাজিক নাম হল ন্যায় । শিক্ষার উদ্দেশ্য হল এই ন্যায়গুলোকে মেনে চলা, যাতে সকলের কল্যাণ হয়। কিন্তু কিছু মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের স্বার্থের ক্ষতি করে থাকেন । আর অনেক মানুষ সেই অন্যায়কে মুখ বুজে সহ্য করতে থাকেন । আর এর ফলেই অন্যায়ের মাত্রাও বাড়তে থাকে। যুগে যুগে মনীষীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলেছেন।
“এবার ফিরাও মোরে” কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর তাই লিখেছেন –
” যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমা চেয়ে,
যখনি জাগিবে তুমি তখনি সে পলাইবে ধেয়ে ;“
অর্থাৎ প্রতিবাদ হচ্ছে অস্তিস্ত রক্ষার লড়াই শুধু নয় , নৈতিক কর্তব্যও বটে। তাহলে চলুন আজ আমরা কিছু প্রতিবাদী উক্তি , অন্যায়ের বিরুদ্ধে উক্তি জেনে নিই ।
১.”’কখনো অন্যায়, অত্যাচারের জন্য নিজের আওয়াজকে রুখে দিও সত্য ও ন্যায়ের কথা বলতে।“-উইলিয়াম ফকনার
২.”সাধারণত একজন প্রতিবাদীই দোষী হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না সে নিজের নিষ্পাপতা প্রমাণ করে।”-লরেন্স যে পিটার
৩.”অনেক সময়ই থাকতে পারে যখন আমরা অন্যায় প্রতিরোধ করার জন্য ক্ষমতাহীন থাকতে পারি তবে কখনোই এমন সময় পার করা উচিত নয় যা প্রতিবাদ ছাড়া যায়।“-এলিয়ে উইসেল
৪.”যে পাপ নীরবেই হয়ে যায় তার জন্য প্রতিবাদ করা উচিত এবং ভীতুদেরকে মানুষের ভেতর থেকে বের করে আনা উচিত।”-এলা হুইলার উইলকক্স
৫.”মহৎ কোন উদ্দেশ্যে ছোট অন্যায় করা যেতে পারে।“-উইলিয়াম শেক্সপিয়র
৬.”যখন অনিয়ম, দুর্নীতি একটা আইন হয়ে যায়, সেই মুহূর্তে প্রতিবাদ করা একটা দায়িত্ব বনে যায়।”-থমাস জেফারসন
৭.“যতক্ষণ না আমাদের পৃথিবীতে দারিদ্র্য, অন্যায় এবং স্থূল বৈষম্য অব্যাহত থাকবে, আমরা কেউই সত্যই বিশ্রাম নিতে পারি না।” – নেলসন ম্যান্ডেলা
৮.”আপনি যেখানে ভুল বা বৈষম্য বা অন্যায় দেখবেন, সেখানে কথা বলুন কারণ এটি আপনার দেশ। এটি আপনার গণতন্ত্র। এটি কে বানান. এটির রক্ষা করুন। এটিকে আগে বাড়ান।” – থুরগড মার্শল
৯.”প্রতিটি সামাজিক অন্যায় কেবল নিষ্ঠুর নয়, এটি অর্থনৈতিক অপচয়ও।” – উইলিয়াম ফেদার
১০.“ন্যায়বিচারে বিলম্ব করা অন্যায়।” – ওয়াল্টার সেভেজ ল্যান্ডর
১১.”অন্যায় কখনও চিরকাল শাসন করে না।” – সেনেকা
১২.”অন্যায় সহ্য করা তুলনামূলকভাবে সহজ; যেটা কঠিন সেটা হলো ন্যায়বিচার।” – এইচ. এল. মেনকেন
১৩.“প্রতিবারই যখন কোনও ব্যক্তি আদর্শের পক্ষে দাঁড়ায় বা অন্যের অনেকের উন্নতি সাধন করে, বা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তখন সে একটি ছোট্ট প্রত্যাশা প্রেরণ করে।” – রবার্ট এফ কেনেডি
১৪.“অন্যায় করা, অন্যায় ভোগ করার চেয়ে বেশি অপমানজনক।” – প্লেটো
১৫.“এমন অনেক সময় থাকতে পারে যখন আমরা অন্যায় প্রতিরোধে শক্তিহীন থাকি, কিন্তু এমন সময় কখনই জানো না আসে যখন আমরা প্রতিবাদ করতে ব্যর্থ হই।” – এলি উইজেল
১৬.”আমি মনে করি যে লোকেরা তখনই অন্যায়ের কথা চিন্তা করে যখন সেটা তাদের সাথে ঘটে।”-চার্লস বুকোস্কি
১৭.“অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা ভালো।” -রালফ ওয়াল্ডো ইমর্শন
১৮.”কোনো অনিয়মকে মেনে নেয়ার চেয়া তার জন্য প্রতিবাদ করাই অধিক শ্রেয়।” – রোজা পার্কস
১৯.”প্রতিবাদ কখনোই গণতন্ত্র নামক ব্যবস্থার বাইরের কিছু নয় বরং গণতন্ত্রের জন্য তা অত্যন্ত জরুরি।” – হাওয়ার্ড জিন
২০.”যদি প্রতিবাদী নিশ্চুপ থাকে এবং কোনো কথা না বলে তবে আদালত তো ভাববেই সে দোষী।”-আমেরিকান প্রবাদ
২১.”যদি বধিরকে শব্দ শোনাতেই হয় তবে সেই শব্দকে হতে হবে অনেক বেশি উচ্চস্বরের।“-ভগৎ সিং
২২.”তুমি কখনোই দ্বিতীয় আইন ছাড়া প্রথম সংশোধন এর বিরুদ্ধে প্রতিবাদ করিতে পারবে না।”
২৩.”আমি এ ব্যাপারে আশাবাদী যে প্রতিবাদ লক্ষ্য মোটেও আবার প্রতিবাদ ডেকে আনা নয়। বরং প্রতিবাদের লক্ষ্য হলো নতুন কিছু এনে পরিবর্তন সাধন করা।“- ডে রে ম্যাকেসন
২৪.”প্রতিবাদ কখনোই শান্তির জন্য বিরক্তিকর নয়। বরং অনিয়ম, দুর্নীতি, ও যুদ্ধ হলো শান্তির জন্য হুমকি।”-ব্রায়ান্ট এইচ ম্যাকগিল