মোটিভেশন

শেখ সাদীর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ | Sheikh Saadi Bengali Quotes

3 Minute Read

এই বিশ্বে যে সমস্ত সাহিত্যিক দেশ কাল ও ভাষার সীমা পেরিয়ে বিশ্বজনীন হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম হলেন ফার্সি সাহিত্যের শেখ সাদী। তাঁর অনেকগুলি সৃষ্টির মধ্যে বিশেষ হল শিশু কিশোরদের জন্য উপদেশমূলক কাহিনি রচনা। সেই কাহিনির হাত ধরেই সারা বিশ্বে তাঁর মূল্যবান বাণীগুলি মানুষের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে। আজ আমরা তাই সরাসরি সেইসব মূল্যবান কিছু বাণী তুলে ধরবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নিই শেখ সাদীর সেই সব মূল্যবান উক্তি, উপদেশ এবং বাণীগুলি।

শেখ সাদীর বিখ্যাত উক্তি :-

১.”যে মিথ্যায় মঙ্গল নিহিত তাহা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর।”

২.“হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৩.”আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

শেখ সাদীর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ

৪.“অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।

৫.“তুমি বদ, লোকে বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লোকে বলে বদ, ইহা ভালো”।

৬.“যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!

৭.“ অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৮.”মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

৯.”একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।

১০.“বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে।

১১.“এক জনের জুতো নেই। এই নিয়ে তার আক্ষেপ। তার আক্ষেপ ঘুচল। কেননা সে দেখল এক জনের পা-ই নেই।

শেখ সাদীর বিখ্যাত

১২.“যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল।

Read More : প্রেম, জীবনদর্শন ও আধ্যাত্মিকতা নিয়ে রুমির বিখ্যাত কিছু উক্তি

১৩.”দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

১৪.“তুমি যদি উচ্চ সম্মান লাভ করিতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো। তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে।

১৫.”মুখের কথা হচ্ছে থুথুর মত,যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

শেখ সাদীর উপদেশ ও বাণী :-

১৬.”তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।”

১৭.“কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না।

১৮.”লৌহদন্ড প্রস্তরগাত্রে যেমন বিদ্ধ হয় না, তেমনি কৃষ্ণ অন্তরেও সদুপদেশ ক্রিয়া করে না।

১৯.“অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা”।

২০.“ভদ্র লোক সেই, যে সত্যের উপাসক।

২১.”প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করবার আগে ন্যায়বান হও।

২২.“ইহ-পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও।

২৩.”সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন করিও।

Read More : কাহলিল জিবরান এর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ

২৪.“পরীক্ষা ভিন্ন কিছু বিশ্বাস করিও না।

২৫.“স্ত্রী লোককে বেশী বিশ্বাস করিও না।

২৬.”এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

শেখ সাদীর বিখ্যাত বাণী

২৭.”পথের সম্বল অন্যের হাতে রাখিও না।

২৮.“না শিখিয়া ওস্তাদি করিও না”।

২৯.”দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

৩০.”নিজের হাতের উপার্জিত একটি রুটি, অন্যের দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ের চাইতেও উত্তম।

শেখ সাদীর বিখ্যাত

৩১.”আগন্তুকের কোনো বন্ধু নেই,আরেকজন আগন্তুক ছাড়া।

৩২.”বানরকে স্নেহ করিলে মাথায় উঠে। বিড়ালকে স্নেহ করিলে কোলে উঠে।

৩৩. “মিথ্যাবাদীর স্মরণশক্তি অধিক।

৩৪.”ভদ্র লোক সেই,যে সত্যের উপাসক।

৩৫.”প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

শেখ সাদীর বিখ্যাত উক্তি ও বাণীসমূহ নিয়ে আমাদের এই লেখাটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানাও। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো এবং মোটিভেশনাল ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *