মানুষ চেনার ৬ টি লক্ষণ।যে কাউকে চিনে নাও এই ৬ টি লক্ষণ দেখে।
আজ তোমাদের এমন কয়েকটি টিপস্ বলব যা যে কোনো মানুষকে চিনে নিতে সাহায্য করবে । আধুনিক যুগে মানুষের আচরণ , মনোভাব প্রভৃতি বিষয়ে বিস্তর গবেষণা চলছে ।
Jordan Harris এর লেখা ” How to Analyze People ” -বইটিতে এই বিষয়ে অনেকগুলি নতুন তথ্য ও তত্ত্ব তুলে ধরা হয়েছে । যার থেকে অনেকগুলো বিষয় উঠে এসেছে । তারমধ্যে এই বিষয়টিও রয়েছে । যে কোন মানুষের সঙ্গে যখন প্রথম পরিচয় ঘটবে তখন তার পার্সোনালিটি সম্পর্কে একটা সঠিক ধারণা তৈরী করা সম্ভব ।
যদি সামনের মানুষটির বিভিন্ন অভিব্যক্তি লক্ষ্য করি তবে অনেকগুলি বিষয় সম্পর্কেই সঠিক অনুমান করা সম্ভব হবে । মনোসমীক্ষকদের মতে আমরা যখন কথা বলি বা ভাব বিনিময় করি তখন ৫৫% আমাদের শরীরী ভাষা বা Body language থেকে, ৩৮% টোন থেকে আর মাত্র ৭% শব্দের অর্থের মাধ্যমে পরস্পর যোগাযোগ করে থাকি।
১. চোখ :-
কথায় বলে চোখ মনের আয়না । কারো সঙ্গে পরিচয়ের সময় আই কন্টাক্ট বা চোখে চোখ রাখার বিষয়টির দ্বারা আমরা অনেক কিছুই অনুমান করতে পারি । যেমন-
২. হাসি :-
কাউকে বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে তার হাসিটি খাঁটি কিনা । অনেক সময় নিজের অবস্থা লুকোনোর চেষ্টা হয়ে থাকে কৃত্রিম হাসির দ্বারা । মনে রাখতে হবে মুখ-ঠোট মিথ্যে বললেও চোখ মিথ্যে বলতে পারে না । তাই সামনের মানুষটির হাসি দেখতে হবে তার চোখেও সঞ্চারিত হচ্ছে কিনা।
কৃত্রিম হাসির ফলে চোখের কোণে Wrinkle পড়বে । আর সেইসঙ্গে মুখ শিশুর মতো সরল থাকলে বুঝতে হবে যে তার হাসিটি প্রকৃত হাসি।
হাসির সঙ্গে ঠোঁট ও দেখা যেতে পারে । যাদের ঠোঁট শক্ত ও দৃঢ় থাকবে বুঝতে হবে সে বুদ্ধিমান/বুদ্ধিমতি এবং আত্মবিশ্বাসী ।
৩. শব্দ প্রয়োগ :-
কারো সঙ্গে মেলামেশার সময় তার কথা বলা অর্থাৎ শব্দ প্রয়োগের দিকে নজর দিলে কয়েকটি বিষয় ধরা পড়বে । সামনের ব্যক্তিটি যদি তোমার প্রিয়জনের প্রশংসা করে বা তার সহকর্মীর বিষয়ে ভালো কিছু বলে তবে বুঝতে হবে তার ব্যক্তিত্ব ওই একইরকমের অর্থাৎ ভালো ।
আর যদি মানুষটি অন্যের সমালোচনা করে তবে বুঝবে সেও ওই রকমেরই মানুষ । কিংবা তার ভেতরে কোন ডিপ্রেশন বা হতাশা রয়েছে। সেটা অপেক্ষাকৃত নীচু মনের পরিচায়ক।
৪. Para language বা শব্দের অতিরিক্ত যে বিষয়গুলি (যেমন- স্বরোৎক্ষেপ) :-
সামনের মানুষটি কতটা নীচু স্বরে কথা বলছে বা সংক্ষিপ্ত শব্দে উত্তর দিচ্ছে কিংবা কথার সুর কেমন, এই বিষয়কেই বলে প্যারা ল্যাঙ্গুয়েজ। যেমন কেউ খুব অল্প কথায় উত্তর দিচ্ছে তাহলে বুঝতে হবে সে তোমার কথায় আগ্রহী নয়।
কথায় কথায় যদি ব্যঙ্গ প্রকাশ করে কিংবা কথায় বিরক্তি সূচক শব্দ ব্যবহার করে তাহলে বুঝতে হবে তার ধ্যান-জ্ঞান তুমি নও অন্য কিছুতে রয়েছে।
জেনে নিন : সুন্দর ব্যক্তিত্বের জন্য করণীয় ১০ টি উপায়
৫. হ্যান্ডসেক :-
কারো সঙ্গে হাত মেলানোর সময় কয়েকটি বিষয় তার ব্যক্তিত্বের পরিচয়কে তুলে ধরে। যেমন- ঘাড় সোজা করে সামান্য সামনের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে সে আত্মবিশ্বাসী এবং তোমার সঙ্গে সংলাপে আগ্রহী ।
এইভাবে যে অন্যদিকে তাকিয়ে বা অবজ্ঞার মনোভাব নিয়ে হাত মেলায় বুঝতে হবে অহংকারী কিংবা তোমার প্রতি সে অনাগ্রহী। যদি খুব শক্ত করে হ্যান্ডসেক করে তবে বুঝবে সে অন্যের উপর প্রভাব বিস্তারকারী বা ডমিনেটিং পাওয়ার যুক্ত। আর দীর্ঘক্ষণ ধরে থাকলে বুঝতে হবে সে কোন অস্বাভাবিক স্বভাবের মানুষ।
আর খুবই অল্প সময়ের জন্য হ্যান্ডসেক করলে বুঝতে হবে সে খুব ব্যস্ত বা তোমার কথোপকথনের প্রতি আগ্রহী নয়।
৬. Body posture বা অঙ্গভঙ্গি :-
অঙ্গভঙ্গির দ্বারা খুব সহজেই সামনের মানুষটি সম্পর্কে আগাম ধারণা করা যায় ।
তাহলে বন্ধুরা মানুষ চেনার ৬ টি লক্ষণ আমরা জানলাম, যার দ্বারা আমরা নতুনভাবে পরিচিত মানুষের ব্যক্তিত্ব, অবস্থা বা স্বভাব সম্পর্কে আগাম অনুমান করে নিতে পারবো। আশা করি লেখাটি তোমাদের ভালো লাগবে। এরকম আরও লেখা পেতে আমদের ফেসবুক পেজে চলে আসো। খুব ভালো থেকো, সুস্থ থেকো।
This Article Is Written By