২৬৯ খ্রিস্টাব্দে ইতালির রোম এ সেন্ট ভ্যালেনটাইন নামে খ্রিস্টান পাদ্রী ছিলেন । তিনি বিশেষ যে কারণে বিখ্যাত ছিলেন তা বলছি। সে সময় রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যুবক-যুবতীর প্রেম বা বিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেন । তার ধারণা ছিল মানুষ প্রেম বা বিবাহ করলে যুদ্ধের প্রতি অনাগ্রহী হয়ে পড়বে । সেনাবাহিনীতে যুবকের সংখ্যা কমে গেলে রাজশক্তি দুর্বল হয়ে পড়বে ও দেশের ক্ষতি হবে।
পাদ্রী ভ্যালেন্টাইন জানতেন খ্রিস্টান ধর্ম মতে প্রেম বা বিবাহে বাধা দেয়ার রীতি নেই। তাই সম্রাটের আদেশ অমান্য করে বিয়ে দিতেন তিনি। সে খবর জানতে পেরে সম্রাট তাকে কারাগারে নিক্ষেপ করেন । বন্দি ভ্যালেন্টাইনের দেখাশুনার দায়িত্ব পরে কারারক্ষীর কন্যার উপর । যে অচিরেই ভ্যালেন্টাইনের প্রেমে পড়েন । এই কন্যাকে ভালোবাসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যুদন্ড দেওয়া হয় ২৭০খ্রিস্টাব্দে ১৪ই ফেব্রুয়ারি । মৃত্যুর আগে নিজের ভালোবাসার কথা লিখে তার শেষে লিখলেন “তোমার ভ্যালেন্টাইন”
এর পর ৪৯৬ খ্রিস্টাব্দ থেকে এই দিনটিকে ভ্যালেন্টাইন দিবস বা ভালোবাসার দিবস হিসেবে পালন করা হয়।
আসলে ভালোবাসার তো কোনো নির্দিষ্ট দিন হয় না , সব দিন ই ভালোবাসার দিন । তবু এই একটা দিন ভালোবাসার প্রিয় মানুষটিকে কিছু উপহার দেওয়া হয়ে থাকে।
আমাদের দেশেও বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার দিন ই ভ্যালেন্টাইন দিন ধরা যেতে পারে।
রোমান্টিক প্রেমি মন উরু উরু দুরু দুরু বুকে কাছে আসা । আর খুব ভালোবেসে কাছে বসা একটু সময় কাটানো এইতো আমাদের ভ্যালেন্টাইন ডে । তুমিও তোমার ভালোবাসার মানুষকে কি কি দিতে পারো ? ভেবেছ কী ? আসলে ভালোবাসার উপহার হল ভালোবাসাই । কাছের মানুষটিকে নিয়ে সুন্দর সময় কাটাও। ভাল রেস্ট্রুরেন্ট এ যাও । পার্কে ঘুরে এসো । সুন্দর সুন্দর জায়গায় যাও গল্প করো। হাসি খুশি ভরা মুহূর্ত কাটাও। আর কিছু উপহার দাও। তবে উপহার কেনার বিষয়টা কিন্তু মজার । কেউ খুঁজেও পায় না কি উপহার দেব , কি কিনবো । আগে থেকে ভাবলে কিন্তু সুন্দর সুন্দর প্ল্যান করে উপহার দিয়ে চমক লাগিয়ে দিতে পারো।
আধুনিক মানুষ ১৪ই ফেব্রুয়ারি দিনটিতে ভালোবাসার প্রিয়জনকে নানা ভালোবাসার উপহার দিয়ে থাকে। তুমি কি ভেবেছ তোমার ভ্যালেন্টাইন কে কি উপহার দেবে।
বাজার চলতি চালু জিনিসগুলি ছেড়ে একটু আলাদা রোমান্টিক কিছু উপহার দাও । ভালোবাসার মানুষটি খুব খুশি হবে আর তোমাকেও তোমার উপহার পছন্দের জন্য বা ভালো রুচির জন্য প্রশংসা করবে আশা করা যায় ।
যেমন …
ফুল সৌন্দর্যের প্রতীক , আর নিজের প্রিয় মানুষটাকে ভালোবাসার থেকে সুন্দর জীবনে আর কী হতে পারে। তাই নিজের ভালোবাসার মানুষটাকে উপহার হিসেবে ফুল দেওয়া তার প্রতি তোমার ভালোবাসা প্রকাশের একটি অন্যতম মাধ্যম।
ছোট থেকে বড় , ছেলে কিংবা মেয়ে , চকলেট খেতে ভালোবাসেনা এমন মানুষ মনে হয় খুব কমই আছে , চকলেটের প্রতি আসক্তি বল বা ট্রেন্ডে গা ভাসানোই বল, চকলেট ছাড়া ভ্যালেনটাইন অসম্পূর্ন।
ছোট থেকে বড় , সব মেয়েদেরই পছন্দের তালিকায় এই জিনিসটি অবশ্যই থাকে। আর এই পছন্দের জিনিসটা যদি পাওয়া যায় সেই পছন্দের মানুষটার কাছ থেকে তাহলে তো কোনো কথাই নেই। তাই তোমার গিফটের তালিকায় এটাকে অবশ্যই রাখতে পার। পছন্দ হলে এই লিংক এ ক্লিক করে নিতে পার।
মনের অনেক কথা যা হয়তো সরাসরি বলে ওঠা হয়নি তা যদি এভাবে বলে ফেলা যায় তাহলে মন্দ হয়না। তার প্রতি তোমার অনুভূতি কি বা সে তোমার জন্য কতটা মূল্যবান সেটা এভাবে জানাতে পার। নিচের লিংক এ ক্লিক করে জিনিসটি দেখে নাও।
শুনে আজব লাগল কি ? আজব লাগলেও এটা একটা খুব সুন্দর উপহার , তোমার প্রিয় মানুষটির স্বাস্থ্যের যত্ন নেওয়া তার প্রতি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ব্যস্ত জীবনে শরীরকে সুস্থ রাখতে চাই একটু শরীরচর্চা আর অনেক ভালোবাসা। আর যদি তোমার সেই প্রিয় মানুষটি হয় আমার মতো তবে রোজ তাকে ধাক্কা দিয়ে জীমে পাঠানোর দায়িত্বটাও কিন্তু তোমার।
গান যদি হয় নেশা ও ভালোবাসা তাহলে হেডফোন হতেই পারে একটি সুন্দর উপহার।
নিজেকে সুন্দর করে তুলতে কে না চায় ? আর ঠিক সেই কারণেই প্রয়োজন গ্রূমিং কিট এর। আজকের দিনে Grooming Kit একটি অত্যন্ত জনপ্রিয় গিফ্ট আইটেম।
◄ Best Grooming Kit For Women ►
এই উপহারগুলি ভালোবাসার মানুষটিকে দিয়ে তার মন জয় করতে পারবে বলেই আশা রাখি। মনে রাখবে সব উপহারের সেরা উপহার কিন্তু তোমার ভালোবাসাই … নিঃস্বার্থ ভালোবাসা । বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছিলেন ……
রূপে তোমায় ভোলাব না ভালোবাসায় ভোলাব
ভরাব না ভূষণ ভারে সাজাবো না ফুলের হারে
প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব ।