ওয়ারেন বাফেট এর জীবনী ও ৩০ টি বিখ্যাত উক্তি
ওয়ারেন বাফেট এর জীবনী ও ৩০ টি বিখ্যাত উক্তি
ওয়ারেন এডয়ার্ড বাফেট ১৯৩০ সালের ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহায় জন্মগ্রহণ করেন। তিনি একজন মার্কিন বিজনেসম্যান, উদ্যোক্তা এবং সমাজকর্মী। বাফেটকে বিশ্বের সবচেয়ে সফল উদ্যোক্তাদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়। অনেকে তাঁকে ডাকেন ‘মিরাকল অফ ওমাহা’ নামে। বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ওয়ারেন বাফেট। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮০ বিলিয়ন মার্কিন ডলার বা ৮,৩৪০ কোটি ডলার (জুলাই ২০১৯ এর পরিসংখ্যান অনুযায়ী, উৎস Wikipedia)। অসাধারণ প্রতিভার অধিকারী ওয়ারেন বাফেটের সফল হওয়ার গল্প যেমন আমাদের অনেক কিছু শেখায় তেমনি তাঁর বিখ্যাত উক্তিগুলিও আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
এসো জেনে নেই ওয়ারেন বাফেটের সেরা ৩০ টি উক্তি-
সঞ্চয় নিয়ে ওয়ারেন বাফেটের উক্তি :
“খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ কর।”
“যদি তুমি বিরামহীনভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো তবে শীঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করা শুরু করতে হবে।”
বিনিয়োগ বিষয়ে ওয়ারেন বাফেটের উক্তি :
“ধনীরা সময়ের পেছনে বিনিয়োগ করে, গরীবেরা করে টাকার পেছনে।”
“আমি ১১ বছর বয়সে প্রথম বিনিয়োগ করি, তার আগ পর্যন্ত আমি শুধু সময় নষ্ট করেছি।”
“মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে, সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ।”
“কখনোই সব ডিম এক ঝুড়িতে রেখো না। অর্থাৎ একটি মাত্র ক্ষেত্রে বিনিয়োগ না করে ভিন্ন ভিন্ন অনেকগুলো খাতে ইনভেস্ট কর, যাতে মূলধন হারানোর ঝুঁকি কম থাকে।”
“আমি যা বুঝি না, তাতে কখনোই বিনিয়োগ করি না।”
“সফল বিনিয়োগের জন্য দরকার সময়, শৃঙ্খলা, ধৈর্য্য।”
আত্মবিশ্বাস বিষয়ে ওয়ারেন বাফেটের কিছু বাণী :
“ধীরে সুষ্ঠভাবে কাজ করা খুব সহজ। দ্রুত ধনী হওয়া সহজ নয়।”
“যদি কোনকিছু ১০ বছর ধরে করার ইচ্ছে না থাকে, তবে সেটা ১০ মিনিট করাও বোকামি।”
“সুনাম অর্জন করতে লাগে ২০ বছর, আর নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট। এটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে।”
“আমাকে তোমার আদর্শ ব্যক্তির নাম বলো আমি তোমার ভবিষ্যৎ বলে দেব।”
“এমন বন্ধু নির্বাচন কর, যারা সবদিক দিয়ে তোমার থেকে ভালো। তাহলে তুমি একদিন সেইদিকে ধাবিত হবে।”
“নিজের ভুল থেকে শেখা ভালো, অন্যের ভুল থেকে শিখতে পারলে আরও ভালো।”
“তোমার আগ্রহ না থাকলে শক্তি থাকবে না, আর শক্তি না থাকলে কিছুই থাকবে না।”
“সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের না বলার ক্ষমতা অসাধারণ।”
“তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে; আর যতক্ষণ তুমি ‘না’ বলা না শিখছ ততক্ষণ এটা সম্ভব নয়। অন্য কাউকে তোমার জীবনের পথ ঠিক করতে দিও না।”
“তুমি যদি পৃথিবীর ১% ভাগ্যবানের একজন হও, তবে বাকি ৯৯% এর উন্নতির কথা ভাবা তোমার কর্তব্য।”
“আমি সবসময়েই জানতাম, আমি একদিন ধনী হব। জীবনে এক মিনিটের জন্যেও এ বিষয়ে সন্দেহ করিনি।”
“তোমাকে অন্যদের চেয়ে বুদ্ধিমান না হলেও চলবে। তোমাকে শুধু অন্যদের চেয়ে কাজে বেশি ধারাবাহিক হতে হবে।”
ব্যবসা বিষয়ে ওয়ারেন বাফেটের কিছু বাণী :
“ব্যবসার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার আগে পেছনের ভুল থেকে শিক্ষা নেওয়া বেশি জরুরী।”
“ব্যবসার জগতে তারাই বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে।”
“যদি তুমি তোমার ব্যবসার দুর্বলতা জানো, তবে ভয় নেই। কিন্তু না জানলে ঘোর বিপদ আছে।”
“কাউকে চাকরি দেওয়ার সময়ে সততা, বুদ্ধি আর কাজ করার ক্ষমতা – এই ৩ টি গুণ আছে কিনা নিশ্চিত হও। যদি সততা বাদে বাকি দু’টো অনেক বেশিও থাকে – তাকে কাজে নিও না। এর বদলে সততা পূর্ণ বোকা আর অলসদের কাজে নাও। অর্থাৎ বুদ্ধিমান আর কর্মক্ষমরা তোমার সর্বনাশ করবে।”
“তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে; আর যতক্ষণ তুমি ‘না’বলা না শিখছ ততক্ষণ এটা সম্ভব নয়। অন্য কাউকে তোমার জীবনের পথ ঠিক করতে দিও না।”
“কর্মীদের এমনভাবে চালিত কর, যেন তোমার সাফল্যের ওপরই তাদের ভালো থাকা, খারাপ থাকা নির্ভর করে।”
আরও পড়ুন : ডঃ এ.পি.জে আবদুল কালামের জীবন ও সফলতার কয়েকটি বাণী
জীবন সম্পর্কে ওয়ারেন বাফেটের উক্তি :
“সুনাম অর্জন করতে লাগে ২০ বছর, আর নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট। এটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে।”
“যদি তুমি আবেগ নিয়ন্ত্রণ করতে না পার, তবে তোমার অবস্থাও নিয়ন্ত্রণ করতে পারবে না।”
“যদি এমন কোনও পথ বের করতে না পার, যা তোমার ঘুমের সময়েও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে।”
“আমার জীবনের সেরা কাজটি ছিল, সঠিক লোকগুলোকে আদর্শ হিসেবে বেছে নিতে পারা।”
সাফল্য বিষয়ক উক্তি :
“সাফল্যের সূত্র ০১ : ‘কখনোই টাকা নষ্ট করো না; সূত্র ০২ : কখনোই সূত্র ০১ ভুলো না।”
“তোমার কাজে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সাফল্য সময়ের ব্যাপার মাত্র।”
লেখাটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকম লেখার আপডেট সবসময় পাওয়ার জন্য যুক্ত থাকো আমাদের ফেসবুক পেজের সাথে।