আমরা যেমন , সবকিছুই তেমন দেখতে অভ্যস্ত
এক অভিজ্ঞ ব্যক্তি গাছের নীচে বসে আছেন । এক পথিক তার কাছে এসে জিজ্ঞেস করলেন , এই গ্রামের মানুষ কেমন আপনি বলতে পারেন ? আমি আমার গ্রাম ছেড়ে চলে আসতে চাই। তখন ওই জ্ঞানী ব্যক্তি তাকে সরাসরি উত্তর না দিয়ে পাল্টা জিজ্ঞেস করলেন , আগে বলুন আপনার গ্রামে কী ধরনের মানুষ বাস করেন ? পথিক বললেন যে , আমাদের গ্রামে যারা বাস করেন ,তারা খুব খারাপ , খুব অসভ্য , অত্যন্ত নীচ । তখন সেই জ্ঞানী ব্যক্তি বললেন এই গ্রামেও একই রকম মানুষ বাস করেন।
কিছুক্ষন পর আরেকজন পথিক এসে একই কথা বললেন এবং জিজ্ঞেস করলেন , এই গ্রামের মানুষ কেমন আপনি বলতে পারেন ? এর উত্তরও ওই জ্ঞানী ব্যক্তি না দিয়ে একইভাবে পাল্টা প্রশ্নে জানতে চাইলেন ,আগে বলুন আপনার গ্রামে কী ধরনের মানুষ বাস করেন ? তখন দ্বিতীয় পথিক উত্তর দিলেন যে , আমাদের গ্রামে যারা বাস করেন তারা খুব ভালো, খুব দয়ালু , আর খুব পরিশ্রমী । তখনও সেই জ্ঞানী ব্যক্তি একইভাবে বললেন এই গ্রামেও ওই একই রকম মানুষ বাস করেন।
এর থেকে বোঝা যায় যে, আমরা ভুলে যাই যে অন্যের ব্যবহার অনেক সময়ই আমাদের ব্যবহারের প্রতিক্রিয়া মাত্র । আমরা নিজেরা যেমন , দুনিয়াকেও নিজেদের মতো করেই বিচার করে থাকি।
View Comments
একদম ঠিক,,,,,,,আমরা সব কিছুকেই নিজেদের মত করেই দেখতে অভ্যস্ত,,,অনেকটা ম্যানিয়্যাক এর মতোই।