মোটিভেশন

প্রেম, জীবনদর্শন ও আধ্যাত্মিকতা নিয়ে রুমির বিখ্যাত কিছু উক্তি

4 Minute Read

রুমির বিখ্যাত কিছু উক্তি

পারস্যের কবি মওলানা জালালউদ্দিন মুহাম্মদ রুমি তাঁর আধ্যাত্মিক , প্রেম , মরমিয়া ও অতীন্দ্রিয়বাদী রচনার জন্য দেশ- কালের সীমনা ছাড়িয়ে আজও প্রতিটি পাঠক হৃদয়কে মুগ্ধ করে রেখেছেন। তিনি সকলের প্রিয় রুমি নামেই পরিচিত । তার লেখা ‘মসনবী ‘কাব্যগ্রন্থ ফারসি ভাষায় লেখা হলেও বিশ্বের প্রায় সব ভাষাতেই অনূদিত হয় । ১২০৭ সালে জন্ম হলেও আজও তিনি সমান জনপ্রিয় । তিনি সুফিবাদ নিয়ে অনেক কাজ ও চিন্তা-ভাবনা করে গেছেন , তাই তিনি তাঁর কাজের মাধ্যমেই আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছেন । বন্ধুরা , আজ তোমাদের জন্য রইল রুমির লেখা জীবন দর্শন , আধ্যাত্মিকতা , প্রেম-ভালোবাসা ইত্যাদি বিষয়ক কিছু উক্তি ।

জীবনদর্শন নিয়ে রুমির উক্তি :-

১. ” যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে।

২. ” জন্ম হয়েছে তোমার পাখা নিয়ে। উড়বার ক্ষমতা তোমার আছে তারপরেও খোঁড়া হয়ে আছো কেন !

৩. ” যদি আলো থাকে তোমার হৃদয়ে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।

জালালউদ্দিন রুমির বিখ্যাত কিছু উক্তি

৪. ” মোমবাতি হওয়া সহজ কোন কাজ নয়। আলো দেয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়।

৫. ” যে মুহূর্তে তুমি তোমার সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে , তখন থেকেই গুপ্তদ্বার তোমার জন্য উম্মুক্ত হয়ে যাবে !

৬. ” নতুন পথে যাত্রার প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করোনা , যে কোনদিন ঘরের বাইরে পদার্পণ করেনি।

৭. ” গতকাল আমি চতুর ছিলাম। তাই, আমি পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী। তাই ,নিজেকে বদলে ফেলতে চাই।

রুমির বিখ্যাত কিছু উক্তি

৮. ” একাকী বোধ করো না , কারণ সমগ্র ব্রহ্মান্ড তোমার ভিতরেই বিদ্যমান।

৯. ” সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না ; বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত।

১০. ” যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো না। কিছু ঘটনা ঘটে অনাগত দুর্যোগকে থামিয়ে দেবার জন্য।

১১. ” এই হচ্ছে পথ…এবং তোমার একার। অন্যেরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে। কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না।

১২. ” সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করবো , কিন্তু জীবনে চলার পথে সাবধান থাকবে , যেন কোন মানুষের হৃদয়ে আঘাত না করো।

১৩. ” তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপথে চলে যেও না।

১৪. ” যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুন কে খুঁজে না পাবে ,ততক্ষন পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না।

আরও পড়ুন : Life Changing 30 Bengali Quotes With Image

প্রেম ও ভালোবাসা নিয়ে রুমির উক্তি :-

১৫. ” যে হৃদয় ভরপুর প্রেমের আগুনে তার প্রত্যেক কথাই হৃদয়ে ঝড় তোলে।

১৬. ” ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মত, যাকে কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয়।

১৭. ” প্রেম কোনো জ্ঞান বা বিজ্ঞান নয়, বই বা কাগজও নয়। অন্যেরা যা বলে তা কখনোই প্রেমের পথ হতে পারে না।

১৮. ” প্রেম সর্বদাই তৃষ্ণাস্বরূপ ! ইহা সর্বদাই তৃষ্ণার্ত প্রেমিককে অন্বেষণ করে ! প্রেম এবং প্রেমিক এই দুই জিনিস পরস্পরকে রাত ও দিনের মতোই অনুসরণ করে।

১৯. ” আমি পূর্বে হয়তো প্রেমের বর্ণনা দিয়েছি ,কিন্তু সত্যিকারের যখন প্রেমকে অনুভব করেছি তখন বাকরুদ্ধ হয়েছিলাম।

২০. ” প্রেমই মুক্তি , প্রেমই শক্তি ,প্রেমই পরিবর্তনের গুপ্তশক্তি ,প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পন স্বরূপ।

২১. ” যেখানে মন কেবল সীমানাই দেখতে পায় ,প্রেম সেখানেও গোপন পথ খুঁজে বের করে।

২২. ” বিদায় শুধু তারাই বলে যারা শুধু চোখ দিয়ে ভালোবাসে , যারা মনে করে চোখের দেখাই হলো একমাত্র ভালোবাসা। যারা আত্মা আর হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে বিদায় নেই ,কারণ আত্মা আর হৃদয় থেকে দূরে যাওয়া সম্ভব নয়।

২৩. ” প্রেম কোনো ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না… প্রেম অসীম সাগরের মত , যার কোনো প্রারম্ভ বা সমাপ্তি নেই।

২৪. ” ভালোবাসা অসীম পরমাত্মা থেকে এসেছে এবং চিরকাল এটা অমর হয়েই থাকবে।

২৫. ” আমি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী নই। প্রেমই আমার ধর্ম ! প্রত্যেক হৃদয়ই আমার উপাসনালয় !

২৬. ” ভালোবাসা হলো সুস্থ থাকার উপায়। ভালোবাসা হলো সবকিছু বদলে দেবার জাদু ভালোবাসা হলো স্বর্গীয় সৌন্দর্য দেখার আয়না।

২৭. ” ভালোবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক মনে হয়।

২৮. ” ভালোবাসা হল একটা প্রবহমান নদী , তার থেকে কিছু চুমুক জল তুমিও পান করে নাও।

২৯. ” স্রষ্টার কাছে পৌঁছনোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।

আধ্যাত্মিকতা নিয়ে রুমির উক্তি :-

৩০. “ প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই, তুমি আমার মাঝে আছো আর আমি আছি তোমার মাঝে , আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি !

৩১. ” তুমি কি তোমার আত্মার খোঁজ করছো ? তবে তোমার মনের খাঁচা থেকে অবমুক্ত হও।

৩২. ” আমি জেনেছি যে প্রত্যেক নশ্বর সৃষ্টিই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ; তবে এও জেনেছি যে কেবল গুটিকয়েকই জীবনের আস্বাদ গ্রহণ করবে।

৩৩. ” তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে এসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো।

৩৪. “ তুমি সাগরে একবিন্দু জল নও। তুমি এক বিন্দু জলে গোটা এক সাগর।

৩৫. ” যদি তুমি কখনও আধ্যাত্মিক জগতের কোন জ্ঞানীর সাক্ষাৎ পাও , তাহলে তার সাথে নম্র ও বিনয়ীভাবে কথা বল এবং তার কাছ থেকে কিছু শেখার জন্য আগ্রহী হও।

লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এইধরনের লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *