নিজেকে দুর্বল ভেবো না,তুমিও পারবে । একটি অনুপ্রেরণামূলক গল্প
একবার কোনভাবে একটি ঈগলের ডিম এল বন মুরগির বাসায় । ডিমটি ফুটে বাচ্চাও হলো । কিন্তু সেই বাচ্চা ঈগলের আকার পেলেও সে বন মুরগির বাচ্চাদের সঙ্গে বড় হতে লাগলো। বন মোরগদের মতো মাটি থেকে এক দু হাতের বেশি উড়তে শেখে নি, আবর্জনার মাঝেই খাবার খোঁজে। একদিন এক ঈগল কে উড়তে দেখে সেই ঈগলছানাটিরও ইচ্ছে হলো উড়বে। কিন্ত তার বন মোরগ সঙ্গীরা সব্বাই বলতে লাগলো, তুমি পারবে না এত উঁচুতে উড়তে, দেখতে ওদের মতো হলেও তুমি যে আসলে বন মোরগ । এইভাবে ঈগলছানাটি বনমরোগের জীবন অতিবাহিত করে জীবন সাঙ্গ করলো। সে কোনোদিন জানলোই না তার ক্ষমতা , দেখলেই না আকাশের উঁচুকে।
অনেক মানুষের জীবনের সঙ্গে মিলে যায় গল্পটি। পারিপার্শ্বিক মানুষের ভিড়ে , নেগেটিভ মানসিকতার মানুষের ভিড়ে থেকে অনেক ক্ষমতাশালি মানুষও অনেক সময় ও নিজের ক্ষমতার কথা জানতেই পারে না । তাই স্বপ্ন দেখতে ভয় পেয়ে সারাজীবন এক বন মোরগের জীবনই যাপন করে চলে । তাই ঈগলের মতো উঁচুতে উঠতে হলে , হীনমনের মানুষের থেকে দূরে সরে থাকতে হবে , স্বপ্ন দেখতে হবে আর আপন বিশ্বাসে ভর করে এগিয়ে যেতে হবে। কেননা , আমরাই আমাদের জীবনের লেখক। আমাদের ভেতরেও আছে সেই সম্ভবনা। শুধু ওড়ার চেষ্টা করা বাকি।
পড়ুন : সঠিক সিদ্ধান্ত নেওয়ার ৭ টি উপায়