মোটিভেশন

একটি প্রেরণামূলক গল্প | Motivational Story – Preronajibon

< 1

একটি প্রেরণামূলক গল্প | – Preronajibon

জীবনকে তুমি যা দেবে, জীবনও তোমাকে সেটাই ফিরিয়ে দেবে ।

চিন্তাধারা আমাদের জীবনে একটি বিশেষ ভূমিকা পালন করে । চিন্তার গুনমানই জীবনের গুণমানের নির্ধারক । একজন মানুষের দৃষ্টিভঙ্গি , ব্যবহার এবং প্রকাশভঙ্গি মিলিতভাবে একটি মধুর ব্যক্তিত্বের সৃষ্টি করে ।
একটি ছোট গল্প বলি, সেটা আমি হয়তো কোথাও পড়েছি বা শুনেছি –
একটি ছোট্ট ছেলে তার মায়ের ওপর রাগ করে চেঁচিয়ে বলল ,

 আমি তোমাকে ঘৃণা করি । আমি তোমাকে ঘৃণা করি ।

মায়ের বকুনির ভয়ে সে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে গেল । একটু দূরে একটি পাহাড় ঘেরা উপত্যকায় গিয়ে সে আবার চেঁচিয়ে বলল ,

আমি তোমাকে ঘৃণা করি । আমি তোমাকে ঘৃণা করি ।

ছেলেটি জীবনে এই প্রথম প্রতিধ্বনি শুনল । ভয় পেয়ে সে দৌড়ে মায়ের কাছে ফিরে গিয়ে মাকে বলল ,

মা পাহাড়ে একটা খারাপ ছেলে , চেঁচিয়ে বলছে , তোমাকে ঘৃণা করি ।

মা ব্যাপারটা বুঝতে পেরে ছেলেকে নিয়ে উপত্যকায় ফিরে গিয়ে চিৎকার করে বলল ,

আমি তোমাকে ভালোবাসি , আমি তোমাকে ভালোবাসি ।

ছোট্ট ছেলেটি ফিরে গিয়ে উচ্চ স্বরে বলল ,

আমি তোমাকে ভালোবাসি , আমি তোমাকে ভালোবাসি ।

প্রতিধ্বনি ফিরে এল । ছোট্ট ছেলেটি বুঝতে পারল , আমাদের জীবন প্রতিধনির মত :

আমরা যা দেই , তাই ফিরে পাই ।

গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে কী করে আমরা জীবনকে রোজ একটু একটু সাজিয়ে আরও সুন্দর করতে পারি । কারন জীবন একটি প্রতিধ্বনির মত, আমরা যা দেই , তাই ফিরে পাই । প্রতিদিনের অল্প অল্প চেষ্টা , পরিবর্তন শেষে গিয়ে সুফল প্রদান করবে । যাতে আমাদের জীবনের মান আরও উন্নত হবে ।

পড়ুন : জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ৭ টি উপায়

জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী | Life Changing 30 Bengali Quotes

One thought on “একটি প্রেরণামূলক গল্প | Motivational Story – Preronajibon

  • তন্ময় রায়

    জীবনটা একটা ঘুড়ির মত, প্রথমে উড়তে অনেক বাধার সম্মুখীন হয়, একবার উড়লে সারা আকাশ জয় করতে চায়।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *