TECH NEWS

২০২০ তে সবথেকে জনপ্রিয় ও সস্তা স্মার্ট ফিটনেস ব্যান্ড। Fitness Band 2020

2 Minute Read

২০২০ তে সবথেকে জনপ্রিয় ও সস্তা স্মার্ট ফিটনেস ব্যান্ড

বর্তমান যুগের জীবনযাপন পদ্ধতি, কাজের চাপ, পড়াশুনা, খাদ্যাভ্যাস সব মিলিয়ে সুস্থ জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। তবুও মানুষ ধীরে ধীরে নিজের শরীরের প্রতি সচেতন হচ্ছে, তা সে ডায়েট হোক বা এক্সারসাইজ এর মাধ্যমেই হোক। কিন্তু যে সমস্যা টা রয়ে যায়, তা হলো সঠিক সময়ে এবং সঠিক ভাবে এই সবকিছু মেনে চলা।

আমরা অনেক্ষেত্রেই ডায়েট হোক বা এক্সারসাইজ শুরু তো করি কিন্তু সময়মতো বা সঠিক পরিমানে সেগুলো করে উঠতে পারিনা, কম বা বেশি দুটোই আমাদের পক্ষে ক্ষতিকারক।

তাহলে এখন উপায় ? এই সমস্যা থেকে রেহাই দিতেই বাজারে এসেছে বিভিন্ন ফিটনেস ব্যান্ড, এগুলো ঘড়ির মতন হাতে পরে থাকলেই আপনি জেনে যাবেন – কতটা হাঁটলেন, কতটা ঘুমালেন, কত ক্যালোরি বার্ন করলেন, আপনার হার্ট রেট আরও অনেক তথ্য, যা হয়তো অন্য কোনোভাবেই হিসেবে রাখা সম্ভব হতোনা।

তাহলে আসুন দেখে নেওয়া যাক বাজারে আসা ফিটনেস ব্যান্ডগুলির মধ্যে কোনগুলি সবথেকে জনপ্রিয় আর বাজেট ফ্রেন্ডলি –

🔥 Mi Band 4 🔥

২০১৯ এর সেপ্টেম্বর মাসে ভারতের বাজারে প্রথম পা রাখে এই ব্যান্ড টি, বাজারে আসতেই বেস্টসেলার ব্যান্ড গুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই ব্যান্ড টি। সময় দেখা থেকে শুরু করে হার্ট রেট বা স্লিপ মনিটর সবই অত্যন্ত নিখুঁত ভাবে জেনে নিতে পারবেন এই ব্যান্ডের সাহায্যে। এর বিশেষ ফিচার্স গুলো দেখে নিন –

Display 0.95-inch colour AMOLED display
Resolution 120×240 Pixels
Battery 135mAh Battery
Haert Rate MonitorYes
Water ProofYes (Upto 50 meters)

🔥 Mi Band 3 🔥

Mi Smart Band 4 এর ঠিক এক বছর আগে বাজারে আসে এই ব্যান্ড টি। কিছুটা পুরোনো হলেও ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া ফিটনেস ব্যান্ডগুলির মধ্যে এটি একটি। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে শক্তিশালী ব্যাটারি ও হার্ট রেট সেন্সর। বাকি ফিচার্সগুলি –

Display OLED, Scratch-resistant glass
Resolution 80 x 128 pixels
Battery 110 mAh
Heart Rate MonitorYes
Water ProofYes (Upto 50 Meters)

🔥HONOR Band 5🔥

২০১৯ এ ভারতের বাজারে আসা একটি অন্যতম ফিটনেস ব্যান্ড হলো HONOR Band 5। কর্মক্ষমতার পাশাপাশি লুকস এর দিক থেকেও এই ব্যান্ড টি বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। 240 x 120 Pixels এর কালার ডিসপ্লে ও যথেষ্ট হালকা ওজনের এই ব্যান্ড টি আপনার ফিটনেস ট্র্যাক ও স্টাইল দুটোকেই ভালোভাবে সাপোর্ট করবে। যেসব ফিচার্স এই ব্যান্ড এ পাবেন – অ্যালার্ম, এক্সারসাইজ ট্র্যাকার, হার্টরেট সেন্সর, স্লিপ মনিটর, রিমাইন্ডার, স্টেপ কাউন্টার ইত্যাদি। আপনার ফিটনেস গোলকে পূরণ করতে এটি ব্যবহার করে দেখতেই পারেন –

DisplayAMOLED
Resolution240 x 120 Pixels
Battery135 mAh
Heart Rate MonitorYes
Water Proof Yes (Upto 50 meters)

লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান। এই ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন।

Share
PreronaJibon