TECH NEWS

ছবি থেকে PDF বানানো ও সাইজ কম্প্রেস করার সহজ পদ্ধতি। PDF Compress

2 Minute Read

ছবি থেকে PDF বানানো এবং সাইজ কম্প্রেস করার সহজ পদ্ধতি। Image to PDF & Compress

বর্তমান সময়ে আমাদের পরীক্ষা থেকে শুরু করে অফিসের কাজের অনেকটাই ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে করতে হচ্ছে। এর ফলে অনেকক্ষেত্রেই আমরা নির্দিষ্ট কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি ব্যবহার করতে পারছি না, ফলে আমাদের বিকল্প খুঁজে নিতে হচ্ছে। এই কাজগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন কাগজপত্র বা লেখাকে স্ক্যান করে PDF ফাইল আকারে পাঠানো বা আপলোড করা।

জরুরি ডকুমেন্ট স্ক্যান করার জন্য অনলাইনে বিভিন্ন App বা ওয়েবসাইট রয়েছে। এর সাথে সাথেই আমরা অন্য যে সমস্যার সম্মুখীন হই সেটা হলো সেই PDF ডকুমেন্টটিকে নির্দিষ্ট ফাইল সাইজের মধ্যে আনা। কারন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ফাইল আপলোড সাইজ ৫০০ -৭০০ Kb এর মধ্যে বেঁধে দেওয়া হয়। আজকে আমরা আলোচনা করবো কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব –

যেমনটা প্রথমেই উল্লেখ করা হলো যে এই কাজের জন্য অনলাইনে বিভিন্ন App রয়েছে, যেকোনোটাই ব্যবহার করা যেতে পারে। আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়ে নিচ্ছি – Doc Scanner ( Download From PlayStore )

ছবি থেকে PDF বানানোর পদ্ধতি :

Step 01 : প্রথমে App টি চালু করে নিচের ছবিতে দেখানো ক্যামেরা আইকনটিতে ক্লিক করতে হবে এবং যে ডকুমেন্ট স্ক্যান করতে চাও সেটাকে সামনে ধরতে হবে।

ছবি থেকে PDF বানানোর পদ্ধতি

Step 02 : স্ক্রিনে ডকুমেন্টটি সঠিকভাবে দেখা গেলে ক্যামেরা আইকনে ক্লিক করে ছবি তুলতে হবে।

Step 03 : ছবিটি ক্লিক করার পরে নিজে থেকেই ডকুমেন্টকে সিলেক্ট করে নেবে। যদি কোনো কারনে কোনো অংশ ব্যাড গিয়ে থাকে সেটাকে এডজাস্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে নিতে হবে।

Step 04 : এবার স্ক্যান করা ডকুমেন্টটি একবার দেখে নিতে পারো, সঠিক থাকলে পরবর্তী স্টেপে যেতে হবে।

PDF ফাইলটির সাইজ কিভাবে কমাবে :

উপরের ছবিতে দেখা যাচ্ছে স্ক্যান করা ডকুমেন্টের নিচে ফাইলটির সাইজ দেওয়া আছে, যদি সাইজ বড়ো মনেহয় তাহলে সেক্ষেত্রে পাশে দেওয়া কম্প্রেস অপশনে ক্লিক করে প্রয়োজন মতো কমিয়ে নেওয়া যাবে।

Step 05 : এরপরে সেভ অপশনে ক্লিক করতে হবে, তাহলে Image না PDF কোন ফরম্যাটে সেভ করতে চাও তা জানতে চাইবে। এখান থেকে PDF অপশনটি সিলেক্ট করে সেভ করে নিলে ফাইলটি মোবাইলে PDF আকারে সেভ হয়ে যাবে।

আশাকরি লেখাটা কাজে লাগবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *