TECH NEWS

ঘরে বসে সোনা কেনার সহজ উপায় । ডিজিটাল গোল্ড কি এবং তা ক্রয় ও বিক্রয় করার সহজ উপায়

3 Minute Read

প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে সোনাকে একটু মূল্যবান ধাতু হিসেবে ব্যবহার করা হচ্ছে। পৃথিবীর প্রায় সমস্ত সভ্যতায় সোনাকে শক্তি এবং সমৃদ্ধির চিহ্নরূপে দেখা হয়। ঘন হিসেবে হোক কিংবা বিনিয়োগ হিসেবে, সোনার জনপ্রিয়তা ধনী থেকে গরিব সকলের মধ্যেই রয়েছে।

সোনা কেনার সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো গহনা। আমাদের মতন দেশে সবথেকে বেশি মানুষ সোনা কেনে সোনার গহনার মাধ্যমে। মাধ্যমটি জনপ্রিয় হলেও এতে কিছু সমস্যা রয়েছে। প্রথমত গহনার সোনার ক্ষেত্রে আমরা যে পরিমান সোনা কিনি তার সাথে গহনা বানানোর মূল্য বা Making Charges যুক্ত হয়, যারফলে পরবর্তীতে আমরা সেই গহনার বদলে বিনিয়োগ করা মূল্যের থেকে অনেকটাই কম ফেরত পাই। দ্বিতীয়ত গহনার সোনা কেনার ক্ষেত্রে আপনি খুব স্বল্প পরিমানের সোনা কিনতে পারবেন না, একটা নির্দিষ্ট পরিমানের কম সোনায় গহনা বানানো সম্ভব নয়।

তৃতীয়ত, সোনার গহনা কেনার পর তাকে সুরক্ষিত রাখা একটা বড়ো সমস্যা। মূল্যবান ধাতু হওয়ায় সোনার গহনা চুরি বা ছিনতাই হওয়ার আশঙ্কা সর্বদা লেগেই থাকে। ব্যাংকের লকারে সোনা সুরক্ষিত থাকলেও আপনাকে সেই সুরক্ষার বদলে নির্দিষ্ট অর্থ ব্যাঙ্ককে দিতে হয়।

এই সমস্ত সমস্যার সমাধান হিসেবে বর্তমানে রয়েছে Digital Gold যার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার মোবাইলের সাহায্যে মাত্র এক টাকা থেকে সোনা কেনা শুরু করতে পারেন।

Digital Gold কেনার উপায় :-

ভারতে মূলত MMTC (Govt) , Augmont , Safegold এই তিনটি কম্পানির দ্বারা ডিজিটাল গোল্ড ইসু করা হয়। আপনি এই সোনা PayTm , PhonePe এই ধরনের বিভিন্ন App এছাড়াও বিভিন্ন Trading app এর থেকে কিনতে পারবেন। এই App গুলির মধ্যে আপনারা Digital Gold নাম অপশন পাবেন এবং সেখানে আপনাকে কত টাকার বা কত গ্রাম সোনা কিনতে চান সেটা সিলেক্ট করে পেমেন্ট করলেই আপনার ডিজিটাল ওয়ালেটে সেই পরিমান সোনা Add হয়ে যাবে।

Digital Gold কেনার সুবিধা :-

১. ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে মাত্রই এক টাকা থেকে Digital Gold কেনা সম্ভব।

২. এক ক্লিকে সোনা কেনার পাশাপাশি এক ক্লিকেই সেই সোনা বিক্রি করে মুহূর্তের মধ্যেই আপনি সেই টাকা নিজের ব্যাঙ্ক একাউন্টে পেয়ে যাবেন।

৩. আপনার কেনা সোনা নির্দিষ্ট কম্পানির লকারে সুরক্ষিত রাখা থাকবে এবং তার সুরক্ষা নিয়ে আপনাকে কোনো চিন্তা বা অতিরিক্ত অর্থ খরচ করতে হবেনা।

৪. আপনার জমানো সোনাকে যেকোনো সময় আপনি বাড়িতে Physical Gold রূপে ডেলিভারি নিতে পারেন ( সেক্ষেত্রে সামান্য চার্জ পে করতে হতে পারে )

৫. আপনি আপনার Digital Wallet এ নিয়মিত সোনার মূল্য এবং আপনার জমানো সোনার পরিমান ও তার বর্তমান বাজার মূল্য দেখতে পাবেন যা বিনিয়োগের ক্ষেত্রে সঠিক নির্নয় নিতে আপনাকে অনেকটাই সাহায্য করবে।

Digital Gold এর অসুবিধা :-

১. এই App গুলিতে Buying Price এবং Selling Price এর মধ্যে কিছুটা পার্থক্য থাকে ( প্রায় ৩% থেকে ৬% ). অর্থাৎ সোনা কেনার পরমুহূর্তেই যদি আপনি তা বিক্রি করে দেন তবে কেনা দামের থেকে কিছুটা কম পাবেন।

২. লম্বা সময়ে আপনার বিনিয়োগ করা সোনার ওপর যে টাকা লাভ হবে তা Taxable হবে। অর্থাৎ এই বিনিয়োগে আপনি যে টাকা লাভ করবেন তাতে আপনাকে Tax দিতে হবে।

SGB বা Sovereign Gold Bond কি ?

সোভেরিন গোল্ড বন্ড হলো সোনায় বিনিয়োগ করার এক আধুনিক পদ্ধতি। SGB ইস্যু করা হয় RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে , এতে আপনি সরাসরি ভারত সরকারের তরফ থেকে ইস্যু করা বন্ডের মাধ্যমে সোনায় বিনিয়োগ করতে পারবেন। আসুন দেখে নেওয়াযাক সজাব এর কিছু বিশেষ দিক –

১. SGB বছরের কিছু নির্দিষ্ট সময়ে RBI এর তরফ থেকে বাজারে আনা হয় এবং কোন সময়ে এই গোল্ড বন্ড বাজারে আসবে তা সরকারের তরফ থেকে আগাম জানিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ব্যাঙ্ক বা অনলাইন আবেদনের মাধ্যমে আপনি এতে বিনিয়োগ করতে পারেন।

২. SGB তে ন্যূনতম ১ গ্রাম থেকে শুরু করে সর্বাদিক ৪ কেজি পর্যন্ত সোনার বন্ডে বিনিয়োগ করা যায়।

৩. এই বন্ডের ম্যাচুরিটি পিরিয়ড হয় ৮ বছরের এবং মিনিমাম লক ইন পিরিয়ড হয় ৫ বছরের।

৪. ম্যাচিউরিটির সময় বিনিয়োগ করা সোনার পরিমানের বর্ধিত মূল্য আপনি লভ্যাংশ হিসেবে পাবেন, এছাড়ার RBI আপনার বিনিয়োগ করা অর্থের ওপর বাৎসরিক নির্দিষ্ট পরিমান সুদ দেবে।

৫. আপনার বিনিয়োগ করা অর্থের ওপর RBI বাৎসরিক ২.৫% সরল সুদ দেবে এবং তা প্রতি ৬ মাস অন্তর আপনার একাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে।

৬. ম্যাচুরুটির সময় সোনার বর্ধিত মূল্যে আপনি যে টাকা লাভ হিসেবে পাবেন তা সম্পূর্ণ Tax Free হবে। যদিও সোনার বর্ধিত মূল্য ছাড়া অতিরিক্ত যে ২.৫% সুদ আপনাকে দেওয়া হয়েছে তা আপনার নির্দিষ্ট ট্যাক্স স্ল্যাব অনুযায়ী Taxable হবে।

৭. ম্যাচুরিরটির ৮ বছরের আগেই যদি আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে ৫ বছরের লক-ইন পিরিয়ডের পর আপনি বিনিয়োগ করা টাকা Withdraw করতে পারবেন।

৮. যদি কোনো কারনে ৫ বছরের লক-ইন পিরিয়ডের আগেই আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আপনার বন্ড শেয়ার মার্কেটে বিক্রি করতে পারবেন।

৯. Physical বা Digital যেকোনো ভাবেই সোনা কিনতে গেলে সেই টাকার ওপর আপনাকে অতিরিক্ত GST বা Goods and Services Tax দিতে হয়, কিন্তু SGB বা Sovereign Gold Bond এর মাধ্যমে সোনায় বিনিয়োগে আপনাকে কোনো Tax দিতে হবেনা।

ডিজিটাল গোল্ড নিয়ে আমাদের লেখাটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *