TECH NEWS

Aarogya Setu App কি ? কিভাবে ব্যবহার করবেন ? Coronavirus Tracking App

2 Minute Read

Arogya Setu App কি ? কিভাবে ব্যবহার করবেন ? করোনা মোকাবিলায় ভারত সরকারের নতুন Coronavirus Tracking App

বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কথা আমাদের কারোর কাছেই অজানা নয়। ভারতবর্ষ বর্তমানে এই ভাইরাসের শিকার, প্রতিটি দিনের সাথে সংক্রামিত ব্যক্তির সংখ্যা বাড়ছে বিশ্বব্যাপী। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি আপ্রাণ চেষ্টা করে চলেছে এই ভাইরাস মোকাবিলার।

যেহেতু এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে তাই এই ভাইরাস আক্রান্তের লক্ষণ, আপনি এরকম কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা এইসব তথ্য যদি খুব সহজে আপনার কাছে আসে তাহলে হয়তো রোগ মোকাবিলায় অনেকটাই সাহায্য হতো। এই কথা মাথায় রেখেই ভারত সরকারের তরফ থেকে একটি App আনা হয়েছে, যার থেকে আপনি এইসব তথ্য আপনার মোবাইলে পেয়ে যাবেন, App টির নাম Aarogya Setu .

কিভাবে ডাউনলোড করবেন Aarogya Setu App
কিভাবে ডাউনলোড করবেন Aarogya Setu App –

Aarogya Setu App টি Android ও Iphone দুটোতেই ব্যবহার করতে পারেন, ডাউনলোড করার জন্য আপনি Play Store বা App Store থেকে করতে পারবেন।

Aarogya Setu App কিভাবে কাজ করে –

Aarogya Setu App টি মোবাইলে ইনস্টল করার পর আপনাকে রেজিস্টার করতে হবে, সেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে, যেমন – নাম, বয়েস, পেশা, মোবাইল নম্বর, আপনার ভ্রমনের তথ্য ইত্যাদি, এইসব তথ্য থেকে আপনাকে একটি স্ট্যাটাস দেওয়া হবে সংক্রমণের সম্ভাবনা সম্পর্কে।

এই App এ করোনা ভাইরাসের থেকে সতর্কতা অবলম্বনের উপায়, কেন্দ্র ও রাজ্যের হেল্পলাইন নম্বর এর মতন অনেক প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে।

এছাড়া App টি ব্যবহার করে GPS ও Bluetooth সিগন্যাল, যার মাধ্যমে আপনি যদি এমন কোনো করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে থাকেন তবে আপনাকে সতর্ক করা যেতে পারে।

যাতে অধিকাংশ মানুষ এই App টি থেকে উপকৃত হয় তাই এই App টি English ছাড়াও ভারতের ১১ টি আঞ্চলিক ভাষাতেও ব্যবহার করা যাবে।

বলে রাখি এই App টি সফলভাবে তখনি কাজ করতে পারবে, যখন প্রচুর মানুষ এই App ব্যবহার করবে। App টি আসার খুব অল্প সময়ের মধ্যেই এক কোটিরও বেশি লোক এর সাথে যুক্ত হয়েছে।

Aarogya Setu App

আশাকরি Aarogya Setu App টি আপনাদের কাজে লাগবে, ডাউনলোড করুন, সঠিক তথ্য দিন আর সকলের সাথে App টি শেয়ার করুন। দেশ ও বিশ্বের এই সংকট সময়ে সরকারি নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন, আশাবাদী থাকুন।

আমাদের দেওয়া তথ্যগুলি ভালো লেগে থাকলে বাকিদের সাথে শেয়ার করুন। আমাদের সমস্ত লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *