অপেক্ষা নিয়ে উক্তি , বাণী , স্ট্যাটাস ও কবিতা | Opekkha niye ukti
জীবনে চলতে গেলে প্রতিনিয়ত অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সঠিক সময়ে সঠিক জিনিস পাবার জন্য কখনো ধৈর্যের প্রয়োজন হয় কখনো অপেক্ষার। আজ আমরা অপেক্ষা নিয়ে উক্তি , অপেক্ষা নিয়ে বাণী, অপেক্ষা নিয়ে স্ট্যাটাস ও অপেক্ষা নিয়ে কবিতা তোমাদের সামনে তুলে ধরবো।
অপেক্ষা নিয়ে উক্তি :-
১.”জীবন হলো কাজ করার সঠিক সময়ের জন্য অপেক্ষা করা।“-পাওলো কোয়েলহো
২.”অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারে না।“-হুমায়ূন আহমেদ
৩.”পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কাজটা নিখুঁত কারো অপেক্ষায় আটকে থাকে না।“-জর্জ এলিওট
৪.”অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না, বরং ধৈর্য হলো আমরা অপেক্ষার সময় কেমন ব্যাবহার ও মনোভাব রাখি।“- জয়ে মেয়র
৫.”অপেক্ষায় আমাদের ইচ্ছাই প্রকাশ করে আমরা আসলে সেটা কতটা চাই।“- চার্লস স্ট্যানলে
৬.”পরিকল্পিত কাজকে মাঝে মাঝে পিছনে ফেলতে হয় আমাদের জন্য সামনে যা অপেক্ষা করছে সেটা পাওয়ার জন্য।“-জোসেফ ক্যাম্পবেল
৭. “অপেক্ষা করাটা কষ্টকর, ভুলে যাওয়াটাও কষ্টকর ;কিন্তু কোনটা করা উচিত না বুঝতে পারা টা বেশি কষ্টের।” -পাওলো কোয়েলহো
৮.”আমরা যদি প্রস্তুত হওয়ার অপেক্ষায় থাকি তাহলে সারাজীবন অপেক্ষার প্রহর কাটাতে হবে।“- লেমনি স্নিকেট
৯.”লোহা গরম হওয়া পর্যন্ত আঘাত করার অপেক্ষায় বসে থাকবেন না।” – জিওফ্রে চসার
১০.”ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেটা সত্য প্রমাণ করতে পারে না।“-হুমায়ূন আহমেদ
১১.”কোনো কিছু ঘটার জন্য অপেক্ষা না করে বরং নিজে সেটা ঘটনা বেশি উত্তম।“- সংগৃহীত
১২.”ধৈর্য সহকারে আমাদের বুদ্ধি আরও বাড়ার অপেক্ষা করছে।“- বার্ট্রান্ড রাসেল
১৩.”আমি সাফল্যের জন্য অপেক্ষা করতে পারিনি তাই আমি এটি ছাড়াই এগিয়ে গেলাম।“- জোনাথন উইন্টার্স
১৪.”তবে আপনাকে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। ট্রিপ শুরুর আগে পাঁচ মাইল জুড়ে সব ট্রাফিক লাইট সবুজ হওয়ার জন্য অপেক্ষা করার মতো।“- রবার্ট কিওসাকি
১৫.”অমিও যেকোনও সময় প্রস্তুত তাই আমাকে অপেক্ষায় রাখবেন না।“- জন ম্যাসন ব্রাউন
১৬.”সময় চলে চায় তাই আপনি যা করতে যাচ্ছেন সেটাই করুন এবং এখনি এটি করুণ অপেক্ষা করবে না।“- রবার্ট ডি নিরো
১৭.”আপনার চারপাশের সাথে নিজেকে মানিয়ে নিন কেননা পৃথিবী আপনার জন্য অপেক্ষা করবে না।“- রায়ান গার্সিয়া
১৮.”আপনাকে সাধারণত তার জন্য অপেক্ষা করতে হবে যার জন্য অপেক্ষা করা প্রকৃত পক্ষে মূল্যবান।“- ক্রেইগ ব্রুস
১৯.”তুমি যদি তোমার সারা জীবন ঝড়ের অপেক্ষায় কাটাও তবে তুমি কখনই সূর্যের আলো উপভোগ করতে পারবে না।”-মরিস ওয়েস্ট
Read More : বাংলা রোম্যান্টিক প্রেমের স্ট্যাটাস। প্রেমের এস এম এস ক্যাপ্শন
২০.”সমস্ত মানুষের প্রজ্ঞা দুটি কথার মধ্যে সংক্ষেপিত; অপেক্ষা করা এবং আশা রাখা।”-আলেকজান্দ্রে দুমাস
২১.”যে অপেক্ষায় থাকে তার জন্য সময় খুব ধীর-গতির,
যে ভয় পায় তার জন্য সময় খুব দ্রুত,
যে দুঃখে থাকে তার জন্য সময় খুব দীর্ঘ,
যে আনন্দ থাকে সময় তার জন্য খুব ছোট,
কিন্তু যে মন থেকে ভালোবাসে তার জন্য সময় অনন্তকাল।“-হেনরি ভ্যান ডাইক
২২.”অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে।“-উইলিয়াম ফল্কনার
২৩.”বসে থাকবেন না এবং সুযোগ আসার জন্য অপেক্ষা করবেন না। উঠুন এবং নিজেই নিজের সুযোগ তৈরি করুন।“-ম্যাডাম সি জে ওয়াকার
২৪.”কেউ সারাজীবন অপেক্ষা করেও কিছুই নাও পেতে পারে।“-বার্নাবাস স্যাকেট
২৫.”কোনো কিছুকে যেতে দেয়ার মত শক্তিশালী হও এবং তুমি যার যোগ্য তা পাওয়ার অপেক্ষা করার মত ধৈর্যশীল হও।“-সংগৃহীত
অপেক্ষা নিয়ে স্ট্যাটাস :-
২৬.“ভালো জিনিস তাদের সাথে ঘটে যারা অপেক্ষায় বিশ্বাসী!”
২৭.“এমন কিছুর জন্য অপেক্ষা করা কঠিন যা আপনি জানেন যে কখনও ঘটতে পারে না; কিন্তু সেটি আরও কঠিন হয়ে ওঠে যখন আপনি জানতে পারেন যে সেটাই হলো সব কিছু যা আপনার চাই।”
২৮.“অপেক্ষা করার পরে আর কিছুই কষ্ট দেয় না যেহেতু আমি জানি না আমি আর কিসের জন্য অপেক্ষা করছি।”
২৯.”পরিস্থিতি বলছে দেখা সম্ভব নয়, আশা বলছে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।“
৩০.”সর্বদাই ভালো সময়ের জন্য অপেক্ষা করো। কেননা খারাপ সময় সারা জীবন তোমার সাথে থাকবে না।
৩১.”সব সময় অপেক্ষা করার ক্ষমতাকে ধৈর্য বলে না। ধৈর্য হলো অপেক্ষার সময় আমরা কেমন আচরণ করি।
৩২.”ভুল ব্যক্তির জন্য অপেক্ষা করা অর্থহীন ;তার জন্যই অপেক্ষা করা উচিত যে অপরিচিতদের কাছেও তোমার কথা বলে।“
৩৩.”অপেক্ষা করলেই যে প্রাপ্তি হবে এমন কোনো মানে নেই ;কেউ সারাজীবন ধরে অপেক্ষা করেও কিছু নাও পেতে পারে।“
৩৪.”যারা শত কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা ও অপেক্ষা করতে জানে, তারা প্রাপ্তির সুসংবাদ নিশ্চয়ই পাবে।“
অপেক্ষা নিয়ে বাণী :-
৩৫.”যখন জীবন ভুল পথে যেতে শুরু করে তখন মানুষ অনুভব করে যে জীবনে প্রাণ ভরে সে বেঁচেছে কম; অপেক্ষা করছে অনেক বেশি।“
৩৭.”যারা অপেক্ষা করে তাদের জন্যও ভাল কিছু অপেক্ষা করে আর যারা চেষ্টা করে তাদের ক্ষেত্রে আরও ভালো কিছু প্রাপ্তি ঘটে।“
৩৭.”পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ কাজটা নিখুঁত কারো অপেক্ষায় আটকে থাকে না।“
৩৮.”প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করার মধ্যেও এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে।“
৩৯.”প্রকৃতির গোপন শক্তিটিকে অর্জন এবং আয়ত্ত করতে পারার চেষ্টা করা উচিত; আর সেই গোপন শক্তিটি হলো, ‘অপেক্ষা করার ধৈর্য’।“
৪০.”অন্ধকার হলে ধৈর্য ধরে অপেক্ষা করো; নতুন ভোর আসছে…যদি তোমার লক্ষ্য মূল্যবান হয়, তবে শেষ পর্যন্ত অপেক্ষা করো এবং ধৈর্য ধরো।
৪১.”জীবনের কাছে কিছু চাওয়া মানে অপেক্ষা নয় , অপেক্ষা হলো জীবনের প্রতি বিশেষ কোনো আগ্রহ।“-কিশোর মজুমদার
৪২.”যেদিন তুমি অপেক্ষা করবে , সেদিন ভালো ও খারাপ দুটোই তোমার জন্য অপেক্ষা করবে।“-কিশোর মজুমদার
৪৩.”কার জন্য অপেক্ষা করছো সেটা বড় কথা নয় ; কেন অপেক্ষা করছো সেটাই আসল কথা।“-কিশোর মজুমদার
৪৪.”তোমার কাছে সবকিছু থেকেও কি একটা নেই , এই অনুভূতির নামই অপেক্ষা।“-কিশোর মজুমদার
৪৫. “রৌদ্রে মানুষ অপেক্ষা করে বৃষ্টির জন্য , আর বৃষ্টি এলে অপেক্ষা করে , বৃষ্টি কমার জন্য । কাজেই তোমার অপেক্ষা অফুরান ; শুধু বিষয়গুলো বদলাতে থাকবে।“-কিশোর মুজমদার
৪৬.” কখনো কখনো আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় থাকে না । শুধু অপেক্ষাই পারে সঠিক উত্তর দিতে।“- ফেরদৌসি মঞ্জিরা
অপেক্ষা নিয়ে কবিতা :-
অপেক
কিশোর মজুমদার
গন্ধ শুঁকে বলতে পারি তুমি কত দূর
কান পাতলে বলতে পারি কার পায়ের নুপূর
স্পর্শ আমার বলেই দেবে চোখে তোমার জল
চোখের পাতায় মনের ছবি দুর্বিনের নল
মনের ভেতর হাজার বছর তোমার পথ চাওয়া
পদশব্দে চমকে ওঠার স্বপ্নটুকুই হওয়া।
অপেক্ষার নীলাভ আবির
কিশোর মজুমদার
তুমি যদি হেরে যেতে না চাও
তবে অপেক্ষা করো
তুমি যদি জীবনের কাছে ফুল চাও
জীবন তোমাকে ছাই দেবে
তাই , অপেক্ষা করো।
তুমি যদি চাঁদ তারা আকাশের খোলা-য়
নিজেকে বিলিয়ে দিতে চাও , আর
জীবন তোমাকে যদি দূষিত একটা পৃথিবীই দেয়
তবু ,অপেক্ষা করো ……
অপেক্ষা করো
আরেকটা সুযোগের
অপেক্ষা করো আরেকটা আঘাতের
যে আঘাতের পাল্টা প্রত্যাঘাতে তুমি
ছাই থেকে উঠে দাঁড়াতে পারো ফিনিক্স পাখির মতো ;
তখন আর অপেক্ষা কোরো না । কেননা
তখন তুমিই জীবনকে হারিয়ে দিতে পারবে।
তখন সুন্দর একটা জীবন
তোমার জন্যই অপেক্ষা করতে থাকবে।
…………………
“আজকে যখন আসবে তুমি ফিরে
অপেক্ষাতে দিন কেটে যায় বুঝি
ধরবো নিজেই তোমার দুটি হাত
—ভালোবাসি । বলবো সোজাসুজি।” – কিশোর মজুমদার
“এমন অনেক দিন গেছে
আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি,
হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে
নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে।”
” তুমি আসবে বলে অপেক্ষা করাটাও মধুর হয়ে যায়।”
অপেক্ষা নিয়ে উক্তি , অপেক্ষা নিয়ে বাণী, অপেক্ষা নিয়ে স্ট্যাটাস ও অপেক্ষা নিয়ে কবিতা আমাদের এই লেখাটি তোমাদের কম লাগলো তা কমেন্টে আমাদের জানাও। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো এবং মোটিভেশনাল ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।