মানব দেহের জানা অজানা তথ্য
মানুষ স্রষ্টার এক অনবদ্য সৃষ্টি। আমরা মানব দেহ সম্পর্কে হয়তো অনেক কিছুই জানি কিন্তু এর বাইরেও রয়েছে অনেক চমকপ্রদ অজানা তথ্য। এসো জেনে নেই সেইসব চমকপ্রদ আজানা তথ্য।
১. আমরা জন্মগ্রহণ করি ৩০০টি হাড় নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬টি হাড় থাকে।
২. একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তা প্রায় ৩৫ টন খাদ্য গ্রহণ করে।
৩. আমাদের মানবদেহে প্রায় ১০০০০ট্রিলিয়ন কোষ রয়েছে।
৪. আমাদের পুরো জীবনব্যাপীই স্নায়ুকোষ সৃষ্টি ও পরিবর্তিত হয়।
৫. রোগ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকার সংখ্যা ২৫০ কোটি ,এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।
৬. সুস্থ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
৭. মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল জিহ্বা।
৮. আমাদের জিহ্বায় মোট ৩০০০টি টেস্টবাড রয়েছে ,যার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করে থাকি।
৯. আঙ্গুলের ছাপের মতো প্রত্যেক ব্যক্তিরই জিহ্বার ছাপ আলাদা হয়।
১০. চোখের একটি পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
১১. বিশ্বের প্রায় সকল লোকের চোখের পাতায় ডেমোডেক্স নামের একটি বিশেষ ধরণের উপাদান থাকে।
১২. আমরা যখন হাঁচি তখন আমাদের শরীরের ভেতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও থেমে যায়।
১৩. আমরা কখনই চোখ খুলে হাঁচি দিতে পারি না।
১৪. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
১৫. একজন মানুষের স্নায়ুতন্ত্র এতটাই লম্বা যে তা দিয়ে পৃথিবীকে সাত বার পেঁচানো যাবে।
১৬. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
১৭. নবজাতক শিশুরা কালার ব্লাইন্ড হয় ,অর্থাৎ তারা শুধু সাদা এবং কালো রং দেখতে পারে।
১৮. একজন মানুষ সারাজীবনে ৪০হাজার লিটার মূত্র ত্যাগ করে।
১৯. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
২০. একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।
২১. মানুষের মস্তিষ্ক কখনই বিশ্রাম করে না ,এটা ঘুমের মধ্যেও কাজ করতে থাকে।
২২. আমাদের চুল এবং নখ মৃত্যুর পরেও বাড়তে থাকে।
২৩. মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম।
২৪. দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।
২৫. দেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস যা আমাদের কানে অবস্থিত।
তাহলে বন্ধুরা , নিশ্চই লেখাটি পড়ে বুঝতে পারলে কত আশ্চর্য বিষয় রয়েছে আমাদের এই শরীরকে ঘিরে । আরো অনেক এরকম বিষয় আছে , সব বলে শেষ করা যাবে না । আর অনেক বিষয় এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করে উঠতে পারেন নি । যাই হোক কেমন লাগলো তা কমেন্ট করে জানাও । আর কোন কোন বিষয়ে লেখা চাও জানাও । আর হ্যাঁ লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো । আর আমাদের ফেসবুক পেজ এ সঙ্গে থেকো। খুব ভালো থেকো আর সুস্থ থেকো।
View Comments
Kivabe always motivate thaka jai ei niye ekta lekha baniyo plz