সন্দেহ রোগের চিকিৎসা নেই
অনেকদিন আগে লোকমান হাকিম বলে একজন চিকিৎসক ছিলেন । কিংবদন্তি ছিল যে , পৃথিবীতে এমন কোনো অসুখ নেই , যার চিকিৎসা নেই তার কাছে। একদিন এক মহিলা তার কাছে চিকিৎসার জন্য এসে বললেন , ” আপনি আমার চিকিৎসা করুন , আমায় বাঁচান দয়া করে। “
তখন লোকমান হাকিম বললেন , ” আপনার রোগের কথা আমায় খুলে বলুন । ” তখন ওই মহিলা যা বললেন মোটামুটি এইরকম —
৹ আমার স্বামী রোজগারের বেশিরভাগটাই অন্য মহিলাদের
পেছনে খরচ করে।
৹ আমার ছেলে আমার থেকে বউয়ের কথা বেশি শোনে।
৹ বউ আর ছেলে উল্টো পাল্টা কথা শোনায় । বাড়িটাকে
নরক করে তুলেছে।
৹ প্রতিবেশীরা সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে,
আর সবসময় আমার নামে কুৎসা রটায়।
৹ আত্মীয়দের কথা কি বলবো। ওরা সবাই আমারই দোষ খুঁজে বেড়ায় ।
৹ আমার মনে হয় আমার স্বামী , ছেলে, বউ একজোট হয়ে
আমার খারাপই চায়।
৹ এই সব কথা ভেবে ভেবে আমার মাথায় যন্ত্রনা হয় , শরীর
ক্লান্ত লাগে, বুক ধড়ফড় করে।
দয়া করে আমার চিকিৎসা করুন। এমন কোনো ওষুধ
দিন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।
তার কথা শুনে হাকিম সাহেব সব বুঝে যান যে, ওই মহিলা সন্দেহ রোগগ্রস্ত । তখন তিনি উত্তর দেন ,” দেখুন আপনার অসুখের কোনো চিকিৎসা আমার জানা নেই। ”
এই কথা শুনে হতাশ হয়ে মহিলাটি বললেন , “পৃথিবীর সব রোগের চিকিৎসা আপনার জানা আছে, অথচ আমার অসুখের কোনো চিকিৎসাই আপনার জানা নেই? আমার তো মনে হয় আপনিও ওদের দলে মিলেছেন ”
লোকমান হাকিম সাহেব হেসে জবাব দিলেন , ” বোন , এটা লোকে বিশ্বাস করে পৃথিবীর সব রোগের চিকিৎসা আমার জানা আছে । হয়তো ঠিকই সেটা। কিন্তু সন্দেহের কোনো চিকিৎসা আমার জানা নেই।
” আমি আপনার স্বামী , ছেলে কিংবা বৌমা কাউকেই জানি না চিনি না , আপনাকেও আজ প্রথম দেখলাম । আপনার বাড়ি ঠিকানা আত্মীয় স্বজন কিচ্ছু জানিই না , অথচ আপনি আমাকেই সন্দেহ করছেন । আমি কিভাবে আপনার চিকিৎসা করবো বলুন ?
সন্দেহ এক মারাত্মক অসুখ যার কোনো চিকিৎসা
আমার জানা নেই
এই গল্প থেকে লব্ধ সত্যি কথাটা হল :
সন্দেহ এমন আগুন ,যা সম্পর্কের সঙ্গে সঙ্গে পরিবার , ঘর এমনকি সব জ্বালিয়ে দিতে পারে