রিলেশনশিপ

কেন সুখী কাপলরা নিজেদের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশি পোস্ট করে না ?

2 Minute Read

বর্তমানের এই ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এরকম মানুষ পাওয়া ভার । আমাদের অনেকেই নিজেদের জীবনের প্রতিদিনের প্রায় প্রতিটা মুহূর্ত সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করি । আমরা অনেক সময়ই দেখে থাকি যে কাপলরা নিজেদের বিভিন্ন পোস্টে ট্যাগ করা , কমেন্টে মেনশন করা বা অন্যান্য ভাবে নিজেদের ভালোবাসা সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে শেয়ার করে । এটা ভালো না খারাপ সেটা বিচার করার আমরা কেউ না , কারন নিজেদের লাইফ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা বা না করা পুরোপুরি তাদের নিজেদের ইচ্ছে । কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা আর তার মানেই সেই সম্পর্কের গভীরতা প্রমাণিত হওয়া কিন্তু সবসময় সত্যি না । আমরা হয়তো সকলেই এই প্রবাদটা জানি যে –

ফাঁকা কলসির আওয়াজ বেশি

ঠিক কী কী কারনে সুখী কাপলরা নিজেদের সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে বেশি পোস্ট করে না সেগুলি হল :

১. সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করা মানেই হলো অনেক লোকের সাথে সেই ঘটনা শেয়ার করা , এবং অনেক ক্ষেত্রেই সুখী কাপলরা চায় না যে তাদের পার্সোনাল জীবনে অন্য কেউ নিজের মতামত বা পরামর্শ দিক । অনেক ভালোবাসা ভেঙে যাওয়ার পেছনে দায়ী থাকে নিজেদের দোষের থেকে বেশি অন্যদের দেওয়া ভুল পরামর্শ ।

২. সম্পর্কে ভালো খারাপ দুটো পরিস্থিতিরই সম্মুখীন হতে হয় সকলকে । সুখী কাপলরা নিজেদের সম্পর্কের বিভিন্ন সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারে , সকলকে জানিয়ে সকলের মতামত বা পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না ।

৩. সম্পর্কের প্রতিটা মুহূর্তে কি চলছে , ভালোলাগা , খারাপলাগা এইসব তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পছন্দ করে ।

৪. তারা তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো এতটাই উপভোগ করে যে , প্রতি মুহূর্তের ছবি তুলে আপলোড করার সময় বা ইচ্ছা কোনোটাই তাদের থাকে না ।

জেনে রাখুন : চুমু খাওয়ার ১০ টি উপকারিতা

৫. নিজেদের মধ্যে হওয়া কোন ঝগড়া বা সমস্যা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সকলের দৃষ্টি আকর্ষণ করার কোনো মানে নেই , এতে সমস্যার সমাধান হওয়া তো দূর উল্টে মানুষের গসিপ করার খোরাক হবে ।

৬. সুখী কাপলদের নিজেদের ভালোবাসার উপর এতটাই ভরসা থাকে যে , সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তা লোকের সামনে বার বার জাহির করার প্রয়োজন হয় না।

উপরের পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করার মানে এই না যে , নিজেদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা মানেই সম্পর্ক দুর্বল , কিন্তু যেমনটা আমরা সকলেই জানি : ” Too much of anything is good for nothing ” . তাই সবকিছুই একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত করা ভালো ।

পোস্টটা কেমন লাগলো এবং তোমাদের কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও । নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *