মোটিভেশন

আশা নিয়ে মনীষীদের বিখ্যাত কিছু উক্তি ও বাণীসমূহ । Quotes on Hope

4 Minute Read

আশা মানুষের জীবনের বড় সম্বল ও সহায়। কারণ আমাদের লড়াই শুধু প্রকৃতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই মানসিক ও বাহ্যিক সমস্যার বিরুদ্ধেও। আর এই লড়াইয়ের কাল্পনিক ফলাফল-ই হল আশা। সত্যি বলতে কী আশা এক ধরণের যুদ্ধের পরিকল্পনাও। এমনটা ঘটেই থাকে যেখানে কোনো পথই খুঁজে পাচ্ছো না ।কিন্তু আশা করছো তুমি জয়ী হয়েছো- এখানে এই আশাই তোমাকে পরিকল্পনার ব্লুপ্রিন্ট করতে সাহায্য করবে।আসলে মানুষ আশা নিয়েই বাঁচে। আর আশা তাই এক জীবনীশক্তি। ডাক্তার রুগীর চিকিৎসায় প্রথমে আশাবাদী করেন,এর পরে চিকিৎসা শুরু করেন। কারণ আমাদের ভেতরে কিছু হরমোনাল ক্রিয়া হয় যা আশার কারণেই নির্গত হয়, শরীরকে প্রস্তুত করতে শুরু করে। তাহলে চলো আজ দেখি আশা নিয়ে মনীষীদের বিখ্যাত কিছু উক্তি ও বাণীসমূহ। যা তোমার জীবনে অনুপ্রেরণা জাগাবে।

আশা নিয়ে মনীষীদের বিখ্যাত কিছু উক্তি ও বাণীসমূহ –

১.“আশা ছাড়া বাঁচতে চাওয়া মানে মরে যাওয়া।” – ফিওদর দয়োভস্কি

২.“আমি মূলত একজন আশাবাদী মানুষ। আমার এই স্বভাব জন্মগত আবার চর্চাগত। আশাবাদী মানে আমি সব সময়ে আলোর দিকে মুখ ফিরিয়ে থাকি, এবং সামনের দিকে চলি।”– নেলসন ম্যান্ডেলা

৩.”আশা হলো মানুষের কাজ করার পেছনে সবচেয়ে বড় একটি চালিকাশক্তি।”– থমাস ফুলার

আশা নিয়ে উক্তি

৪.”তোমার কাজে যেন তোমার ভয়গুলোর বদলে আশাগুলো প্রকাশ পায়।” – নেলসন ম্যান্ডেলা

৫.“পৃথিবীর সব বড় অর্জনগুলো সেইসব মানুষের দ্বারা হয়েছে, যারা কোনও সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা করে গেছে।” – ডেল কার্নেগী

৬.”যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো।” – মার্টিন লুথার কিং জুনিয়র

৭.”আশা হলো এমন একটি বিশ্বাস, যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়।” – হেলেন কেলার

৮.”সূর্য ডোবার সময়ে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মত রং দেখা যায়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে।” – সংগৃহীত

৯.“ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার চেয়ে দারুন কিছু আর নেই” – ভিক্টর হুগো

১০.“আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও।” – জর্জ উইনবার্গ

Bengali Quotes on Hope :-

১১.”আশা এবং ভয় কখনোই একসাথে থাকতে পারে না, যে কোন একজনকে আমন্ত্রণ জানাও থাকার জন্য।” – মায়া এ্যাঞ্জেলোউ

১২.”আশা জন্মায় স্বপ্নে, নিজের কল্পনাতে এবং সেই সব ব্যক্তিদের সাহসে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করার সাহস দেখায়।” – জোনাস সাল্ক

১৩.”সব জায়গাতেই আশার পাখি রয়েছে, তারা যখন গান গায় তখন শোনো।” – টেরি গুইল্লেমেটস

১৪.”হতাশার পরে আশা আসে এবং অনেক সূর্যও আসে অন্ধকারের পরে।” – রুমি

১৫.”আশাবাদী যে জন, সে জন সব সময়ে আলোর দিকে মুখ ফিরিয়ে থাকে, এবং সামনের দিকে এগিয়ে চলে।“- সংগৃহীত

১৬.“তুমি হয়তো জীবনে বহুবার হারবে। কিন্তু কখনওই জেতার আশা করা বন্ধ করো না।“– মায়া এ্যাঞ্জেলোউ

মনীষীদের বাণী

১৭.“যদি তুমি আশা করতে পার, তবে তোমার দ্বারা সবকিছুই সম্ভব।“– ক্রিস্টোফার রীভ

১৮.“মানবজাতিকে নিয়ে কখনওই আশাহত হয়োনা। মানবজাতি একটি সমুদ্রের মত। কয়েক ফোঁটা পানি দুষিত হলে পুরো সমুদ্র দুষিত হয় না।“– মহাত্মা গান্ধী

১৯.”আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলো চেনার ক্ষমতা।” – ডেসমন্ড টুটু

২০.”তুমি যদি একটি জাহাজ বানাতে চাও তবে তোমার লোকদের কাঠ যোগাড় করতে আর পরিশ্রম করতে তাড়া দিও না। বরং তাদের মনে সমুদ্রের অসীম সম্ভাবনার আশা জাগিয়ে তোল।” – এন্টনি ডি সেইন্ট

২১.”আমি সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুত থাকি, কিন্তু সব সময়ে সবচেয়ে ভালোটার জন্য আশা করি।“- বেনজামিন ডিসরেইলি

Quotes on Hope

২২.”আশা কখনও মিথ্যে হয় না।” – বারাক ওবামা

২৩.”মানুষের সব আশা পুরোপুরি সার্থক না হলেও একেবারে ব্যর্থ ও হয়ে যায় না।” – সংগৃহীত

২৪.”পৃথিবীতে এমন কোনও হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে।“– স্যার বার্ণার্ড উইলিয়ামস

২৫.”আশা একটি ভাল জিনিস, এমনকি সেরা জিনিসও হতে পারে। আর ভালো জিনিস কখনই মরে না।” – অ্যান্ডি ডুফ্রেসনে

২৬.”আশা হল সেই মৌমাছি , জীবনে কোনো ফুলের সৌন্দর্য না থাকলেও যে মধুর যোগান দিয়ে যেতে পারে।” – রবার্ট গ্রীন ইঞ্জেরসল

২৭.”আশা অনেক গুরুত্বপূর্ণ কেননা তা আজকের দিনটাকে অনেক সহজ করে তোলে। যদি আমরা বিশ্বাস রাখি যে কালকের দিনটা ভালো হবে, তাহলে আমরা আজকের কঠিনকে বয়ে বেড়াতে পারব।“— থিচ নাথ হান

২৮.”আশা কখনো হারিয়ে যায় না। যদি কেবল আজকের দিনের শেষে তোমার সব আশা শেষ হয়ে যায় তবে কাল সকালে আবার সেই আশা নতুন করে জন্ম নেবে।“- বারবারা কিনসলভার

২৯.”যেখানে লক্ষ্য নেই, সেখানে আশাও নেই”।” – জর্জ কারভার

৩০.”আশা হলো সবচেয়ে উদ্বেগজনক অবস্থাতেও শান্ত ও আনন্দিত থাকার ক্ষমতা।” – জি.কে চেস্টারসন

আশা নিয়ে কিছু উক্তি,হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস :-

৩০.”তোমার সামনে যদি সব আলো নিভে যায় ,তবু তুমি জোনাকির আলোতে পথ চলো। এই জোনাকিই একসময় সকালের আলোতে পৌঁছে দেবে তোমায়।” – কিশোর মজুমদার

৩১.”রাত যতই কালো হোক – সকালের আলো ফুটবেই এক সময় । নিরাশার মুহূর্তে এই সামান্য কথাটুকু কারো মনে থাকে না।“-কিশোর মজুমদার

Inspirational Quotes Bengali

৩২.”দু’হাতে ফুল নিয়ে গান গাও । হাতে যদি ফুল না থাকে তবু গান গাও। সকলের উচিত পদ্মের পাঁক ছেড়ে ফুলের আশা করা।” – কিশোর মজুমদার

৩৩.”আমি গন্ধ চিনে পথ চলতে পারে না।কিন্তু আশা করি বলেই পথ আমার কাছে সহজ হয়।” – কিশোর মজুমদার

৩৪.”আশাই পারে জীবনকে নতুন পথ দেখাতে। আশা আছে যার কাছে সেই মানুষটি মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার রসদ খুঁজে পাবে।” – ফেরদৌসি মঞ্জিরা

৩৫.”আশা হল ছোট্ট শিশুর মত , সহজ সরল ও সুন্দর। আর এই সুন্দরের লোভেই মানুষ বেঁচে থাকে।” – কিশোর মজুমদার

৩৬.”শেষ মুহূর্তেও আশা ছাড়তে নেই। কারণ যে কোনো সমস্যাকে ‘বাপি বাড়ি যা’ শট খেলতে হলে আশাই তোমার সেই চওড়া ব্যাট।” – কিশোর মজুমদার

আশা নিয়ে উক্তি

৩৭.”অতীত থেকে শিক্ষা নাও, বর্তমানে বাঁচো, আর ভবিষ্যত নিয়ে আশাবাদী থাকো।” – ফেরদৌসি মঞ্জিরা

৩৮.”আশাহীন জীবন লবন ছাড়া ব্যঞ্জনের মতো বিস্বাদ।” – কিশোর মজুমদার

৩৯.”যখন তোমার মনে হবে যে, তোমার জীবনে সব আশা শেষ হয়ে গেছে তখন একবার নিজের ভেতরে তাকিয়ে দেখো। দেখতে পারবে একজন শক্তিশালী যোদ্ধা এখনো জীবিত আছে। যে তোমায় উঠে দাঁড়ানোর শক্তি দেবে।” – ফেরদৌসি মঞ্জিরা

৪০”সফল হতে হলে তোমায় অবশ্যই আশাবাদী হতে হবে।” -ফেরদৌসি মঞ্জিরা

আশা নিয়ে উক্তি লেখাটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাও। লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরণের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো। আমাদের সমস্ত ভিডিওর নিয়মিত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিতেও যুক্ত থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *