মোটিভেশন

যাদব পায়েং বা The Forest Man of India। একা হাতে জঙ্গল গড়ার কাহিনী

2 Minute Read

যাদব পায়েং – The Forest Man of India

যাদব মোলাই পায়েং এই মানুষটিকে হয়তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। এই যুগের মানুষ যখন ইট কাঠ পাথরের শহর রাস্তা তৈরিতে বন জঙ্গল কাটতে ব্যস্ত, ঠিক তখনই যাদব বাবু নিজের হাতে গড়ে তুললেন ৫৫০ হেক্টর বা ১৩৬০ একর জমিতে এক বিশাল অরণ্য। ভাবতে অবাক ও অসম্ভব মনে হলেও এটাই ব্যাস্তব আর এই অবাস্তব মনেহওয়া বিষয়টিকে বাস্তবের রূপ দিতে লেগে গেছে প্রায় ৪০ বছর। বাংলায় একটা খুব প্রচলিত কথা আছে ” সবুরে মেওয়া ফলে “, এ এক রুক্ষ্ম শুষ্ক এলাকার সবুজে ঢেকে ওঠার কাহিনী।

মোলাই অরণ্যের গড়ে ওঠার যাত্রা –

যাদব পায়েং এর জন্ম ১৯৬৩ সালে আসামের মিসিং ট্রাইবে, ছোটবেলা থেকেই তার জঙ্গল ও পশুপাখিদের সাথে পরিচয়। তবে এই জঙ্গলের সূত্রপাত হয় ১৯৭৯ সালে যখন তার বয়েস মাত্র ১৬। যাদববাবু একদিন নদীর চড়ে কয়েকটি সাপের মৃতদেহ দেখতে পান, যেগুলি সম্ভবত অত্যাধিক গরমের কারনে মারা যায়, কারন সেই সময় ওই অঞ্চলে খুব সামান্য গাছ ছিল। এই ঘটনা দেখার পর তিনি নদীর চরে প্রথম ২০ টি বাশ গাছের চারা লাগান আর এভাবেই শুরু হয় তার জঙ্গল গড়ার কাহিনীর।

১৯৭৯ সালে সেখানকার বন-দপ্তর ২০০ হেক্টর জমিতে গাছ লাগানোর পরিকল্পনা নেয় এবং যাদববাবু সেখানে একজন কর্মচারী হিসেবে যোগদান করেন। এই কাজ সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় ৫ বছর, কিন্তু আশ্চর্যের বিষয় কাজ শেষে সবাই ফিরে গেলেও যাদববাবু সেখানে থেকে গিয়ে ওই গাছগুলির রক্ষনাবেক্ষন করতে থাকেন এবং সাথে সাথে নতুন গাছ লাগাতে থাকেন। এইভাবেই একটি মানুষের অদম্য চেষ্টা ও ইচ্ছাশক্তি থেকে গড়ে ওঠে মোলাই অরণ্য, যা বর্তমানে বহু বন্য প্রাণীর আশ্রয়স্থল।

আরও পড়ুন : চাণক্য নীতি মেনে চলে জীবনে সফল হও

কোন কোন প্রাণী রয়েছে এই অরণ্যে –

বর্তমানে এই মোলাই ফরেস্ট বহু প্রাণীর বাসস্থান, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো রয়েল বেঙ্গল টাইগার, গন্ডার, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি। এছাড়াও এই অরণ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা। এই জঙ্গলের অধিকাংশ এলাকা জুড়েই রয়েছে বাঁশ গাছ।

তার এই অক্লান্ত পরিশ্রম সরকারের নজরে আসে এবং তার তৈরী এই জঙ্গলের নাম রাখা হয় মোলাই অরণ্য এবং তিনি পরিচিত হন ” The Forest Man of India ” নামে। তার এই কাজের জন্য তাকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয়, এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৫ সালে ভারত সরকার যাদববাবুকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। তার কাজকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বই ও ডকুমেন্টরি প্রকাশিত হয়েছে যা দেশে ও বিদেশে অত্যন্ত প্রশংসা পেয়েছে।

যাদব পায়েং থেকে The Forest Man of India হয়ে ওঠার কাহিনী জেনে আশাকরি সকলেরই খুব ভালো লাগলো আর এই ধরনের কাজের প্রতি অনেকটাই উৎসাহ বাড়লো। ভালো কিছু করার উদ্দেশ্য ও অদম্য সাহস ও ইচ্ছেশক্তি থাকলে যে কোনোকিছুই অসম্ভব নয় যাদব পায়েং তারই এক প্রমান। আশাকরি লেখাটি সকলের ভালো লাগবে, ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন। এই ধরনের লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *