মোটিভেশন

New Year কে Happy New Year বানাও : 4 টি টিপস

3 Minute Read

আমাদের জীবনে কত কত New year এলো গেল । কিন্তু সেটা happy কিনা তা নির্ভর করে আমাদের activity-র উপর। কিন্তু আশা সব্বাই করি, যে নতুন বছর আসবে ভালো ভালো সুখ সমৃদ্ধি আর সাফল্য নিয়ে। এটা শুনতে ও বলতে ভালো লাগে । কিন্তু যদি আমরা প্রতিটি new year কে একটু সাজিয়ে নেই কিছু পরিকল্পনা দিয়ে , তাহলে New Year আমাদের জীবনে সত্যি সত্যি happy new year হয়ে উঠবে।

তো চলো বন্ধুরা আমরা try করে দেখি কিভাবে new year কে Happy New Year এ পরিণত করা যায়।

১. কিছু স্বভাব ত্যাগ করা :

কথায় আছে রোজ কিছু শিখব রোজ দোষ ঝাড়ব । কিন্তু এমন কিছু স্বভাব , নেশা , অভ্যাস রয়েছে , যেগুলি একদিনে যেমন গড়ে ওঠে না , তেমনি একদিনে ত্যাগ করাও হয়ে ওঠে না । বন্ধুরা এস এই নতুন বছরে পা দেবার আগেই কিছু এরকম বিষয় খুঁজে বের করি , যা যা আমার ত্যাগ করা প্রয়োজন বা ত্যাগ করলে সম্মান বাড়বে । উদাহরণ হিসেবে বলতে পারি ————- 1. সিগারেট 2. পান 3. খৈনি ইত্যাদি তামাক জাতীয় নেশা 4. মাদকাসক্তি বা অন্য কোনো নেশা 5. অকারণ রাত জাগা। 6. মোবাইলে অতিরিক্ত গেম খেলা 7. কোনো অভ্যাস যেমন পরনিন্দা-পরচর্চা , অতিরিক্ত টিভি দেখা ইত্যাদি 8. কোনো স্বভাব যেমন কথা বলার বিশেষ ভঙ্গি , হাত পা নাড়ার বৈশিষ্ট্য যেগুলো ব্যক্তিত্বের পক্ষে ঊন । এইসব ছাড়াও তোমাদের কোনো বিষয় যা তোমাকে উন্নত হতে দিচ্ছে না …. নতুন বছরের আগেই প্রতিজ্ঞা করো যে 1st জানুয়ারি থেকেই তা ত্যাগ করবে । মনে রেখো কষ্ট করে 21 দিন তোমায় মানতেই হবে । 21 দিন পর ওটা মানুষের অভ্যাসে পরিণত হয় । এটা আমাদের কথা নয় আচরণবিদদের গবেষণালব্ধ সত্য। যদি এই ত্যাগ তোমার সাফল্য এনে দেয় , যা আগে ভেবেছ , কিন্তু করতে পারো নি নতুন বছরে পারবে বলেই আমাদের বিশ্বাস । দেখবে New Year তোমার কাছে সত্যি Happy New Year হয়ে উঠবে ।

…..

২. কিছু নতুন plan করা :

Plan বা পরিকল্পনা মানুষের ভবিষ্যৎ রচনা করে। । তাই তুমি জীবনে যেসব স্বপ্ন দেখেছ যেগুলো সবগুলো এক বছরে হয়তো পূরণ হবে না । কিন্তু নিশ্চয় তারজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছ। প্রেরণা-জীবনের পরবর্তী Article-এ এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। তাই তুমি ভেবে নাও এই বছরের শেষে নিজেকে কোথায় দেখতে চাও । মনে রাখাবে মাউন্ট এভারেস্ট এর চূড়ায় যারা ওঠে তারাও প্রতিটি পদক্ষেপকে সমান গুরুত্ব দেয়। তা নাহলে লক্ষ্যে পৌঁছানো যাবে না । তাই এটা আগে তোমাকেই ঠিক করতে হবে যে নতুন বছরে কি কি কর্ম পরিকল্পনা গ্রহণ করছ। কারণ পরিকল্পনার দ্বারাই সঠিক লক্ষ্যে পৌঁছানো যায়। তাই নতুন বছরের প্রবেশ দ্বারে এটা ভালোভাবে লিখে নাও । আর নিজেকে বলো যে তুমি New Yearকে Happy New Year করতে যাচ্ছ ।

…..

Happy New Year - Preronajibon

৩. নিজেকে উন্নত করার আরেকটা ধাপ :

নতুন বছরে কোনো নতুন শিক্ষা গ্রহন করার মাধ্যমে ব্যক্তিত্বকে ও জীবনযাত্রাকে আরো অনেক গ্রহণযোগ্য ও উন্নত করার একটা প্ল্যান বানাও। কেননা এই দুনিয়ায় তুমি স্রষ্টার তৈরি unique একটি ক্ষমতা বিশেষ। তোমার প্রয়োজন আছে অনেকের জন্য , দেশের জন্য এই পৃথিবীর জন্য । কাজেই তোমার গ্রহণযোগ্যতা আরো বাড়াতে চেষ্টা করো । কয়েকটি বিষয়ে নজর দাও । যেমন— পারসোনালিটি , ফিন্যান্স , হেলথ , এডুকেশন, রিলেশনশিপ ইত্যাদি। আর দেখবে বছরের শুরুতে মুখে না বলে কাজেই New Year টা Happy New Year হয়ে উঠছে।

পড়ুন : কে এই স্যান্টাক্লজ ? জানুন স্যান্টাক্লজের ইতিহাস।

৪. মানুষের জন্য কিছু করা:

মানুষ মানুুষের জন্যে জীবন জীবনের জন্যে । ভেবে দেখো তুমি এই পৃথিবীতে কত কত সুযোগ সুবিধা পাচ্ছ । সকালের খাবার থেকে সারাদিনের সমস্ত কিছুই কোনো না কোনো মানুষ তোমায় এনে বা বানিয়ে দিচ্ছে । এই জীবনই চলছে অপরের সহযোগিতায় । আর অনেক মানুষ আছে যারা এই সব সুযোগ পায় না । মানুষ হিসেবে যদি সেইসব মানুষের পাশে একটু দাঁড়ানো যায় , বলো এতে কি কোনো ক্ষতি আছে ? আর একটা সত্য হল খুশি ভাগ করলে খুশি বাড়ে । যদি তোমার খুশি কে সেইসব মানুষের সঙ্গে ভাগ করে নাও যাদের জীবনে কোন খুশি নেই , তাহলে দেখবে নতুন বছর তোমার খুশি দ্বিগুন করে দিচ্ছে । তাই নতুন বছরে একটা নতুন ভাবনা নাও যাতে , অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে New Year কে Happy New Year করে তোলা যায়।

…..

তাই বন্ধুরা মনে রাখবে , নতুন বছর মানে শুধু তারিখ বদল নয় , একটা বছর বয়স বেড়ে যাওয়া নয় , Facebook আর Whatsapp এ সুন্দর সুন্দর পোস্ট দেয়া নয় । নতুন বছর মানে খারাপ কিছু ত্যাগ করা , ভালো নতুন কিছু গ্রহণ করা , জীবনের পরিকল্পনা করা , সাফল্যের দিকে একটা ধাপ এগিয়ে যাওয়া , আর খুশিগুলিকে ছড়িয়ে দিয়ে জীবন কে এত সুন্দর করে তোলা, যাতে মনে হয় — ” আহা কি আনন্দ আকাশে বাতাসে ——” খুব ভালো থেকো সব্বাই । আর শোনো আসছে New Year তোমার জীবনে হচ্ছে ——

💐💐💐 HAPPY NEW YEAR 💐💐💐

💐 2019 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *