শিক্ষা ও জীবন

এক ছাত্রের গল্প

2 Minute Read

রাহুল নবম শ্রেণীতে পড়ে । সামনের বছর ওর মাধ্যমিক পরীক্ষা। সবাই বলে জীবনের খুব গুরুত্বপূর্ণ বছর এটা । কিন্তু রাহুল তাঁর পড়াশুনার ভবিষ্যত নিয়ে চিন্তিত । তার সামনে কতগুলো সমস্যা উপস্থিত__

       (১) তার বাবা মা গরীব , প্রাইভেট টিউশনের  প্রতিযোগিতার বাজারে এত খরচ তার বাবা মা বইতে পারবে না ।

      (২)  বাড়িতে কাজের চাপে রাহুলের পড়াশুনা হয়ে উঠেছে না ।

     (৩) রাহুলের বড় স্বপ্ন সে ভালো তীরন্দাজ হবে, অথচ সেই কথা বাবা-মাকে  বলে বোঝাতে পারছে না বা টাকার অভাবে তা সম্ভব হচ্ছে না ।

        (৪) সবার মতো রাহুলও ভাবতে শুরু করেছে -ওর পড়াশুনা হবে না , বাবার মতোই কাজে ঢুকে পড়তে হবে , আর তীরন্দাজি শেখার স্বপ্ন অধরাই থেকে যাবে ।

একটি জীবনে একরকম সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ , আর অনেকের জীবনে এইরকম সমস্যা উপস্থিত । আমরা যদি রাহুলের জীবনের সমস্যাগুলি কে আর একটু গভীর ভাবে দেখি তাহলে সমস্যার মূলে উপস্থিত হতে পারব ।

     (১) স্কুলের ওপর স্বাভাবিক ভরসার অভাব , প্রাইভেট টিউশন-ই পড়াশুনার মূল স্তম্ভ এই ভাবনা ।

     (২)  class ix -এ পড়ানোর জন্য যতটা খরচ তা বেশি বোঝা — এটা ভাবা ।

    ( ৩) তীরন্দাজ হওয়ার জন্য সুযোগের অভাববোধ করা ।

      (৪) রাহুলের আত্মবিশ্বাসকেই ভেঙে দেওয়া হয়েছে ; চারিদিকের প্রভাবে ।

এই ক্ষেত্রে মোটিভেশনের মূল কথা কী বলে —

      (১) জীবনের মূল লক্ষ্য সম্পর্কে অজ্ঞানতা ।

      (২) সামনের উপস্থিত সমস্যা না ভেবে ভবিষ্যতের কাল্পনিক সমস্যাকে ভাবা ।

       (৩) সুযোগ আসে না , করে নিতে হয় ।

       (৪) ধনাত্মক চিন্তা ছেড়ে ঋনাত্মক চিন্তার প্রসার এক্ষেত্রে গ্রাস করতে লেগেছে ।

রাহুল কী কী করতে পারে , বা রাহুলের সামনে এখন কোন কোন অপশন আছে দেখে নি—–

     (১)  পড়াশুনা , তিরন্দাজির স্বপ্ন ছেড়ে দেওয়া এবং বাবার কাজে বা সংসারে নিজেকে বলিদান দেওয়া ।

    (২) স্কুলে পড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করা , তিরন্দাজির মতো শৌখিনতা ত্যাগ করা ।

     (৩)  স্কুলের  Teacher কে সমস্যা খুলে বলা , খেলার শিক্ষককে নিজের স্বপ্নের কথা বলা, বাবা-মাকে নিজের ভবিষ্যৎ গড়ার ও উন্নত জীবন যাপনের স্বপ্ন তুলে ধরা , বাড়তি পরিশ্রম করে সংসারের কাজে সাহায্য করা আর নিজের স্বপ্নকে পুষে রাখা ছোটো ছোটো সুযোগের অপেক্ষা করা । ঋনাত্মক ভাবনা ছেড়ে ধনাত্মক ভাবনা তৈরি করা । সকলের গড় ভাবনা ছেড়ে ব্যাতিক্রমি ভাবনায় নিজের জেদ তৈরি করা । কেননা–

শুধু জল দিয়ে স্নান করলে

           শরীরের ভাব বদলানো যায়

        ঘাম দিয়ে স্নান করলে

                ইতিহাস বদলানো যায় ।

এবার প্রশ্ন হল আমরা যদি প্রত্যেকে রাহুলের হয়ে ভেবে দেখি , তাহলে কী কী পদক্ষেপ নেব ; reply box এ এস লিখে ফেলি 4টি point. রাহুল এখন কী কী step নিতে পারে ????

One thought on “এক ছাত্রের গল্প

  • পুরো পোষ্টটাতে সবচেয়ে পছন্দের লাইনটি ছিল আামার কাছে:::
    শুধু জল দিয়ে স্নান করলে
    শরীরের ভাব বদলানো যায়
    ঘাম দিয়ে স্নান করলে
    ইতিহাস বদলানো যায় ।

    বাস্তবতাকে তুলে ধরার জন্য ধন্যবাদ।।

    হাল ছেড়ে দেবার আগে আর একবার::: https://learnlifestory.blogspot.com/2019/05/blog-post_94.html

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *