শিক্ষা ও জীবন

বর্তমান জীবনে হতাশায় স্বামীজীর যে কথাগুলো মনে করা উচিত।

2 Minute Read

মানুষের জীবনের লক্ষ্য বিষয়ে নানা মনীষী অনেক কথা বলে গেছেন । আবার স্বামীজী জীবন , দেশ , শরীর , জীবনসংগ্রাম , আধ্যাত্মিকতা ইত্যাদি কতগুলি বিষয়ে এমন কিছু কথা বলেছেন যে , তাঁর কথাতেই খুঁজে পাওয়া যায় জীবনের সঠিক মানে, বাঁচার সঠিক রাস্তা , আর ঈশ্বর বিষয়ে একটি দৃষ্টিভঙ্গী । আর বর্তমান আমাদের জীবনে এত জটিলতা দিনে দিনে কোণঠাসা করে তুলছে ক্রমশঃ । একদিকে সাফল্যের পেছনে ছোটা , অর্থের পেছনে ছোটা, শ্রেয় আর প্রেয় বুঝে ওঠার আগেই সময়গুলো চলে যায়। কি করবো জানি না , কোনটা করা Better জানি না , যেন খামচি খামচি জীবনকে নিয়ে এগুচ্ছি ক্রম মৃত্যুর দিকে।

যদি কোনদিন, আপনার সামান্য কোনো সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাটছেন#প্রেরণাজীবন #Preronajibon

Preronajibon यांनी वर पोस्ट केले शुक्रवार, ११ जानेवारी, २०१९

স্বামীজী আমাদের কাছে সশরীরে নেই ঠিকই , কিন্তু আমরা যদি তাঁর নির্দিষ্ট কতগুলি কথা মেনে চলি, তাহলেই জীবনের মান অনেক উন্নত হয়ে যাবে , এ কথা কেউই অস্বীকার করতে পারবে না।
এখানে শুধু কিছু বাণী লেখা হবে না , স্বামীজীর কিছু আদর্শ ভাবনা তুলে ধরা হলো যা জীবন বদলে দিতে পারে।

হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি পেতে :

বিপদ থেকে নিজেকে নিজেই টেনে তোলো! তোমার নিজেকে নিজেই উদ্ধার করতে হবে। —— ভয় পেও না। বারবার ব্যর্থ হয়েছো বলো নিরাশ হয়ো না। সময়- সীমাহীন অগ্রসর হতে থাকো, বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবেই।

সাহসিকতাই ও শক্তি প্রকৃত ধর্ম , ভীরুতা ও কাপুরুষতাই হল পাপ ।

অসংযত ও উচ্ছৃঙ্খল আচরণ ও মানসিকতা আমাদের নিয়ত নীচু থেকে নীচু স্তরে নিয়ে যাবে এবং আমাদের ধ্বংস করবে। আর সংযত ও সুনিয়ন্ত্রিত স্বভাব আমাদের রক্ষা করবে, মুক্তিদান করবে।

যখন ব্যস্ত থাকবে তখন সবকিছুই সহজ বলে মনে হবে
আর যখন অলস থাকবে সব কিছুই কঠিন বলে মনে হবে।

স্বামীজী আসলে বিশ্বাস করতেন , প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে সেই অসীম শক্তি , যার প্রকাশ করাই হলো শিক্ষার উদ্দেশ্য । আমরা নিজেদের ভেতরের ক্ষমতা এর শক্তির প্রকাশ ঘটিয়ে উন্নত জীবন যাপন শুধু নয় করতে পারি জীবনের স্বপ্ন পূরণ।

স্বামীজীর গুরুত্বপূর্ণ কথার মধ্যে একটি বিষয় হলো তারুণ্যের শক্তি। মানুষের জীবনে সবসময় শক্তি ও ক্ষমতা সমান থাকে না । যৌবন বা তারুণ্যই সবচেয়ে বড় শক্তি, তা সে দেশেরও আর নিজের জীবনেরও ক্ষেত্রে সত্য।

Preronajibon यांनी वर पोस्ट केले बुधवार, ३० जानेवारी, २०१९

একারণেই স্বামীজী শরীর স্বাস্থ্যের কথা বলেছেন সবার আগে। কারন জড়তা , ভীরুতা তিনি পছন্দ করতেন না। জীবনের দুরন্ত ও বলিষ্ঠ আবেগ ও কর্মপ্রেরণাই পারে এই জীবনের সঠিক গতি দান করতে।
ছাত্র যুব সকলের উচিত একবার অন্তত স্বামী বিবেকানন্দের বাণী ও জীবনী জেনে নেয়া । কেননা আজকের মানুষের জীবনে ভুল করার ও বিভ্রান্ত হবার সম্ভাবনা বেশি । এত পথ ও মতের ভীড়ে নিজের জীবনের আসল উদ্দেশ্যটাই না ভুলে যাই। তাই আপন শক্তিতে বলীয়ান হয়ে উঠতে, আর স্বপ্ন পূরণের দিকে দ্রুত এগিয়ে যেতে স্বামীজীর শরণ নেয়ার প্রয়োজন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *