শিক্ষা ও জীবন

বিজ্ঞান নিয়ে উক্তি | Quotes about Science in Bengali

3 Minute Read

মানব সভ্যতা সৃষ্টির উষা লগ্ন থেকেই মানুষ বিজ্ঞানকে হাতিয়ার করে শুরু করেছে তার উন্নয়নের পথ চলা। আর এই বিজ্ঞান হয়ে উঠলো মানুষের সহচর, সিঁড়ি ও ভবিষ্যতের পথ নির্দেশক । ধর্ম , দর্শন , ইতিহাস যাই বলি না কেন সবই আসলে বিজ্ঞানকেই ব্যবহার করে থাকে ।অথচ ‘বিজ্ঞান’ বলে একটা আলাদা প্রতিপক্ষ খাঁড়া করে নিজেদের বড় করে দেখাতে চান অনেক ধার্মিক বা দার্শনিক। ভুলটা এখানেই । বিজ্ঞান কোনো আলাদা সত্তা নয় । যুক্তি তর্ক দর্শন ধর্মমত সবই তো বিজ্ঞানকেই ব্যবহার করেই নিজেদের শাখা বা ভাবনাকে প্রকাশ করে থাকে। বিজ্ঞান মানুষের হাতিয়ার মাত্র । তাকে কে কোন কাজে লাগাবে সেটা তাদের অভিরুচি। এতসব মতানৈক্য ছেড়ে এবার তাই আমরা জেনে নেব বিজ্ঞান নিয়ে বিখ্যাত ব্যক্তিবর্গের মূল্যবান কিছু কথা।

“বিজ্ঞান হলো সংগঠিত জ্ঞান, আর প্রত্যয় হলো সংগঠিত জীবন।”– ইমানুয়েল কান্ট

“বিজ্ঞান উপলব্ধি ছাড়া কিছুই নয়। কিছু উপলব্ধি না করতে পারলে বিজ্ঞানের কোন মূল্যই থাকেনা।”- প্লেটো

“উদ্দীপনা এবং কুসংস্কারের বিষের দুর্দান্ত প্রতিষেধক হলো বিজ্ঞান।”- এডাম স্মিথ

“বিজ্ঞানের যুগে চাই, বিজ্ঞানী-মন,
সচেতনে খুঁজে পায়, আলোর ভুবন।”

“বিজ্ঞানের দুর্দান্ত ট্র্যাজেডী হলো একটি কুৎসিত সত্য দ্বারা একটি সুন্দর অনুমানের হত্যা।” -থমাস হাক্সলে

বিজ্ঞান নিয়ে উক্তি

“কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ। আর এই কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ধারণা থেকেই আসে বিজ্ঞান।” – অ্যালবার্ট আইনস্টাইন

“বিজ্ঞান ভুলগুলি দিয়েই তৈরি, তবে এগুলি সেই ভুল যা করা কার্যকর কারণ তারা অল্প অল্প করে সত্যের দিকে পরিচালিত করে।”– জন ডিউই

“ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া, বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ।”– অ্যালবার্ট আইনস্টাইন

Bengali Quotes on Science

“ সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত রাত তাই দিন হল দিন হল রাত।”

“ বিজ্ঞানউচ্ছিষ্টম্ ইদম্ জগত।”

“বিজ্ঞান হল সমস্যা সমাধানের ব্যাপারে ভূয়োদর্শনের মাত্রা কমানোর গতিময় প্রয়াস।”– জেমস কোনান্ট

“অভিজ্ঞতার ধারাবাহিক শ্রেণী বিভাগের নামই বিজ্ঞান।”–জর্জ হেনরি লিউস

Read More : মানসিকভাবে শক্তিশালী হওয়ার ৮ টি কার্যকরী উপায়। Strong Mindset

“বিজ্ঞান হল কতগুলি সাফল্যমণ্ডিত ব্যবস্থা ও ধ্যান-ধারণার সংগ্রহ।”– ভ্যালেরি

“মানুষ অজানাকে জানতে চায় এবং তার ফলেই বিজ্ঞানের সৃষ্টি।”- ইমারসন

“বিজ্ঞান হল সংঘবদ্ধ জ্ঞানের সমষ্টি।” – হার্বাট স্পেনসার

“বিজ্ঞ ব্যক্তির কথা শোনা এবং অন্যের বিজ্ঞানের কথা পৌছে দেওয়া ধর্মীয় কাজের অনুশীলনী থেকেও ভালো।” – আল হাদীস

“বিজ্ঞান হচ্ছে মনের পরিশ্রমের কারুকাজ।”- ফ্রান্সিস বেকন

“বিজ্ঞান শুধু এক বিশেষ জ্ঞানের নাম নয়, একটি বিশেষ প্রণালী অবলম্বন করে যে জ্ঞান লাভ করা যায়, আসলে তারই নাম হচ্ছে বিজ্ঞান।”- প্রমথ চৌধুরী

“আমাদের এই শতকের
বিজ্ঞান তো সংকলিত জিনিসের ভিড় শুধু-
বেড়ে যায় শুধু;
তবু কোথাও তার প্রাণ নেই বলে অর্থময়
জ্ঞান নেই আজ পৃথিবীতে;
জ্ঞানের বিহনে প্রেম নেই।’ – জীবনানন্দ দাশ

“ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি ক্ষমতার আরেক নাম বিজ্ঞান।” – প্লেটো

“সকল জীবনই একটা পরীক্ষা। বেশি বেশি পরীক্ষার মাধ্যমে জীবনকে আরও সুন্দর বানানো সম্ভব আর এঁর নামই বিজ্ঞান।” – এলান পারলিস

বিজ্ঞান নিয়ে উক্তি

“বিজ্ঞান নিয়ে গবেষণার শুরুতে সবকিছুই সম্ভব এই ধারণা মাথায় নিয়ে কাজ করতে হবে, তাহলেই একমাত্র সফল হওয়া যাবে।”- রে ব্র্যাডবেরি

“বিজ্ঞান আমাদেরকে বিভ্রান্তির পথ থেকে সরিয়ে সঠিক পথ দেখিয়ে দেয় এবং প্রকৃত জায়গায় পৌঁছে দেয়।”- ইসাক আসিমভ

“আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ; তাতে আছে গতি, নেই যতির আয়েশ।” – যাযাবর

“বিজ্ঞান বইকে অনুসরণ করে না কিন্তু বই বিজ্ঞানকে অনুসরণ করে।” – ফ্রান্সিস বেকন

“যে কাজ করে তাকে বিশ্বাস করতে হয়। যে গবেষণা করে তাকে সন্দেহশীল হতে হয়; আর যে বিজ্ঞানে সন্ধানী, সে যুগপৎ কর্মী গবেষণাকারী।”- চার্লস এস পিয়ার

“মানুষের ধর্মের মধ্যে বিজ্ঞানের স্থান যতটুকু তার চাইতে বিজ্ঞানের মধ্যে ধর্মের স্থান বেশি।” – পেনিন

বিজ্ঞান নিয়ে উক্তি এই লেখাটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাও। ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করো। আমাদের বিভিন্ন লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *