রিলেশনশিপ

ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব অনুসারে জেনে নাও তোমার ভালোবাসা কেমন

3 Minute Read

ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব

ভালোবাসা নিয়ে মানুষের অনুভূতির যেমন শেষ নেই, তেমনি এ নিয়ে গবেষণা, অভিজ্ঞতা, ইত্যাদিরও শেষ নেই। আর ভালোবাসাকে নিয়েই তো মানব সভ্যতায় ফুল ফোটে , গন্ধ ছড়ায় , মনের বাগান ভরে ওঠে গ্রীষ্ম-বর্ষা-শীত-বসন্তের নানা বাহারে।

এত সব কথার চেয়ে এসো জেনে নিই আধুনিক গবেষণায় বিষয় উঠে আসা একটি তত্ব । আর সেটা হল ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব। আজ এই ত্রিভুজ তত্ত্বের (Triangular theory of Love) বিষয়টিই তুলে ধরছি ।

ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের শিক্ষক রবার্ট স্টানবার্গ ১৮৮৫ সালে এই তত্ত্ব প্রচার করেন। ভালোবাসার এই ত্রিভুজ তত্ত্ব অনুসারে বলা হয় ভালোবাসার তিনটি পর্যায়ক্রমিক অংশ থাকে। যথাক্রমে ⎯

  • Passion বা আগ্রহ
  • Intimacy বা অন্তরঙ্গতা এবং
  • Commitment বা দায়বদ্ধতা

এই অংশগুলি এইভাবে ত্রিভুজের মতো অবস্থান করে থাকে

Love Triangle

ভালোবাসার এই ত্রিভুজ তত্ত্ব অনুসারে স্টানবার্গ বলেছেন মোট আট প্রকারের ভালোবাসা হতে পারে। বন্ধুরা তোমরাও দেখে নিতে পারো এখান থেকে তোমার ভালোবাসা কোন প্রকার :—

১. Non Love :

সাধারণভাবে কাউকে দেখে ভালো লাগলো – হয়তো তাকে প্রেম প্রস্তাব দিলে – উপযুক্ত সাড়া না পেয়ে যে যার মতো জীবনের পথে চলে গেলে। এটা হল Non Love । এখানে Intimacy, Commitment কিংবা Passion কিছুই নেই সেভাবে।

২. Liking :

এ ধরণের ভালোবাসায় শুধু Intimacy থাকে। কোন Commitment কিংবা Passion থাকে না। সহপাঠী ছাত্র-ছাত্রীদের মধ্যে এটা বেশি দেখা যায়। পরস্পর পরস্পরকে সাহায্য করে, পাশে থাকে অর্থাৎ প্রতিশ্রুতি টুকু থাকে। এই ভালোবাসার নাম Liking।

৩. Infatuated Love :

যখন কারো প্রতি প্রচণ্ড Passion বা আসক্তি থাকে, কিন্তু কোন প্রতিশ্রুতি বা মানসিক/শারীরিক অন্তরঙ্গতা থাকে না , তখন তাকে বলা হয় Infatuated Love । কারো রূপ-গুণ দেখে প্রেমে পড়া বা কোন ব্যক্তির প্রতি গভীরভাবে আসক্ত হওয়া এই ধরণের ভালোবাসা।

৪. Empty Love :

পরস্পর পরস্পরকে কথা দিয়েছে একসঙ্গে থাকার – দুজনেই তাদের প্রতিশ্রুতিতে আবদ্ধ, – এই ধরণের ভালোবাসায় না থাকে Passion না থাকে Intimacy। অনেক বৈবাহিক সম্পর্ক আজ এরকমই হয়ে উঠেছে। আগেকার দিনের বৈবাহিক সম্পর্কও এভাবেই শুরু হত। এবং জীবনের শেষদিন পর্যন্ত তাদের সহাবস্থান করতে হত। এমনটা আজও হয়ে থাকে – এমন উদাহরণের অভাব নেই ।

৫. Romantic Love :

দুজনের গভীর অন্তরঙ্গতা আছে, পরস্পর প্রাণ খুলে কথা বলতে পারে এবং তাদের পরস্পরের প্রতি গভীর আসক্তি বা আকর্ষণও আছে কিন্তু Commitment বা প্রতিশ্রুতি নেই। এই ধরণের ভালোবাসায় পরস্পরের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না । এই ধরণের ভালোবাসা হল Romantic Love।

৬. Companionate Love :

গভীর আকর্ষণ থাকে এই ভালোবাসায়। খুব ভালো বন্ধু পরস্পর। এখানে কোন বিশেষ আকর্ষণ বা Passion থাকে না। বিভিন্ন সম্পর্কের বাইরেও কিছু বন্ধুত্বপূর্ণ আন্তরিক সম্পর্ক তৈরী হয়, কিন্তু সেখানে প্রতিশ্রুতি কিংবা সংরাগ থাকে না – থাকে শুধুই আন্তরিকতা বা খোলামেলা ভাব বিনিময়ের পরিসর ।

৭. Fluctuate Love :

গভীর আকর্ষণ থাকে এই ভালোবাসায়। Passion এর জন্য মনে হয় সারাজীবন কাটানো যায় একসঙ্গে – Commitment ও গড়ে ওঠে, কিন্তু কোন Intimacy বা অন্তরঙ্গতা নেই – বিশেষ কিছু শেয়ার করা হয় না বা বলা যায় না অপরজনকে । – কিন্তু আকর্ষণই প্রধান হয়ে আছে। এ ধরণের সম্পর্ক থাকলে বুঝতে হবে এটা হল Fluctuate Love ।

৮. Consumate Love :

প্রতিটি ভালোবাসার সম্পর্কে এটাই সকলের গভীর প্রত্যাশা থাকে । যেখানে Passion যেমন থাকে, তেমনি থাকবে Commitment আর একইভাবে থাকবে অন্তরঙ্গতাও । শারীরিক-মানসিক অন্তরঙ্গতার সঙ্গেই এই ভালোবাসার সম্পর্কে পরস্পরের প্রতি অনুরাগ বা আকর্ষণ থাকে গভীরভাবে । ধীর স্থির ভাবে গতিশীল এই সম্পর্ক যেন ফুলবাগানের স্নিগ্ধতায় ভরা । পরস্পরকে বোঝা ও জানার জন্য সময় দেওয়া, পরস্পরের ভালোলাগা-মন্দলাগাকে সম্মান দেওয়া – এখানে প্রধান বিষয় হয়ে ওঠে। এই ভালোবাসাই শ্রেষ্ঠ রূপে বিবেচিত হয়।

তাহলে বন্ধুরা তুমি তোমার ভালোবাসার ধরণটি খুঁজে পেলে নিশ্চয়ই। এত তাড়া কিসের ! সারা জীবনই তো রয়েছে ভালোবাসার সুন্দর সম্পর্কের জন্য। লেখাটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আমাদের ফেসবুক পেজ এ না এসে থাকলে এখনই ক্লিক করো আর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকো। অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে ।

Kishore Majumder
Editor & Writer

Kishore Majumder is the editor and writer of preronajibon. He is a teacher, poet and songwriter of bengali culture. He is also well-known as a youtuber and reciter of bengali poetry . He likes to inspire others to live a better life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *