মোটিভেশন

বিখ্যাত এবং সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের কিছু অনুপ্রেরণা মূলক উক্তি

5 Minute Read

বিখ্যাত এবং সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের কিছু অনুপ্রেরণা মূলক উক্তি

জীবনের পথ সর্বদাই মসৃণ হয় না ৷ জীবন মানেই ঘাত প্রতিঘাত ৷ পৃথিবীর বুকে আজ যাঁরা সুপ্রতিষ্ঠিত এবং বিখ্যাত , তাঁদের জীবন তো আরো কঠিন ৷ তাঁরা তাঁদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য যে পরিশ্রম , ধৈর্য এবং সর্বোপরি যে প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন ৷ সেখান থেকে জীবনের পরতে পরতে যে অভিজ্ঞতালব্ধ করেছেন , তাতেই তাঁরা বুঝে গেছিলেন জীবনের আসল মানে ৷ পরবর্তীতে তাঁরা পৃথিবীর তরুণ সমাজকে অনুপ্রেরণা অথবা জীবনের সাফল্যের দোড়গোড়ায় পৌঁছে দেবার জন্য কতগুলো উক্তি করেছেন ৷ সে সমস্ত প্রতিষ্ঠিত মানুষ ও তাঁদের জীবন বদলে দেবার মতো কিছু বাণীই হল , আমাদের আজকের আলোচনা ৷ এবার চলো , এরকম কিছু বিখ্যাত ও প্রতিষ্ঠিত মানুষের কিছু বাণী বিষয়ে অবগত হবার চেষ্টা করি ৷

১) রতন টাটা (টাটা গ্রুপের প্রাক্তন কর্ণধার)

ক) জীবন বিষয়ক উক্তি :-

আপনি পৃথিবীর চারপাশে তাকান , নিজেকে প্রশ্ন করুন ৷ পৃথিবী বদলে দেবার আইডিয়াগুলোর জন্ম কোথায় ? মানুষ বলে , এটা তোমার দ্বারা হবে না ৷ সেক্ষেত্রে তোমার কাজ হবে , সব ধারণাকে পাল্টে নির্দিষ্ট কাজটি শেষ করার লক্ষ্যে অটল থাকা ৷

খ) ব্যবসা বিষয়ক উক্তি :-

লক্ষ্য সর্বদাই বড়ো হওয়া উচিত ৷ সে লক্ষ্যে পৌঁছোতে বিনয়ী মনোভাব ও সততা নিশ্চিত করতে হবে ৷ ঝুঁকি নেবার সাহস গ্রহণ করুন ৷ মুলধনকে একটা খাতে ব্যবহারের বদলে , বিভিন্ন খাতে ব্যবহার বুদ্ধিমানের কাজ ৷ ব্যবসা ক্রমে ক্রমে বিভিন্ন দিকে ছড়ানোর চেষ্টা রাখতে হবে ৷

গ) নিজেকে গড়ে তোলার প্রেরণা :-

প্রয়োজনে নিজেকে কঠোর করে তুলুন ৷ সমালোচনাকে স্বাগত জানাবার সাহস রাখতে হবে ৷ জীবন মানেই ব্যর্থতা আর হতাশা ৷ তারমানে এই নয় জীবন থেমে থাকবে ৷ কিছু একটা করতেই হবে , মানসিকতা এটাই হওয়া উচিত ৷

২) স্টিভ জবস (অ্যাপেল ফোনের ফাউন্ডার) :-

ক) কর্ম বিষয়ক উক্তি :-

আপনার কাজকে সহজ করতে কঠোর পরিশ্রম করুন ৷ কারন একবার পরিশ্রম করে যদি আপনি আপনার কাজকে কোনোভাবে বুঝে ফেলতে পারেন ৷ তবে পরবর্তী সময়ে আপনি কোনো পরিশ্রম না করেই , তার সুবিধে ভোগ করতে পারবেন ৷

খ) সময় সম্বন্ধে উক্তি :-

আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটার জন্য আমার এক পয়সাও খরচ করতে হয় নি , এটাই সত্যি ৷ আমাদের প্রত্যেকের জীবনের মূল্যবান সম্পদ হল সময় ৷

গ) নিজের উপর বিশ্বাস রাখার প্রেরণা:-

তোমার মন অর্থাৎ অন্তরাত্মাই জানে , তুমি কী হতে চাও ৷ তাই নিজের উপর ভরসা রাখার সাহস থাকতে হবে ৷ কিন্তু আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হল , আমরা নিজেদের উপর বিশ্বাস হারাই ৷ তাই অন্যের কথায় সহজে প্রতারিত হই ৷

৩) ডঃ মুহাম্মদ ইউসুফ (ব্যবসায়ী,নোবেল জয়ী অর্থনীতিবিদ) :-

ক) শিক্ষিতদের কর্ম বিষয়ে উক্তি :-

ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো ডিগ্রি নিয়ে বেরিয়েই একজন শিক্ষার্থী বলছেন , আমাকে চাকরি দিন ৷ এটা বলছেন না যে আমাকে ১০ হাজার ডলার দিন ৷ আমি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবো ৷ তার নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ তিনি তুলে দিচ্ছেন অন্যের হাতে ৷ এটা আধুনিক দাসত্ব ৷

খ) শিক্ষা বিষয়ে বার্তা :-

বৈষম্য কমাতে শিক্ষা ব্যবস্থার উপর জোর দিতে হবে ৷ বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে ৷ আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে , তাতে করে মানুষ চাকরিমুখী হয়ে উঠছে ৷ কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরী করতে হবে ৷

গ) পৃথিবী পাল্টে দেবার মতো উক্তি :-

দারিদ্র , বেকারত্ব এবং কার্বন নিঃসরণ শূণ্যের পর্যায়ে থাকবে —এমন একটি বিশ্বের কথা কল্পনা করো ৷ দেখবে একদিন তা সত্যিই বাস্তবে হবে ৷

৪) বিল গেটস(সফটওয়ার কোম্পানির কর্ণধার) :-

ক) অর্থ বিষয়ক উক্তি :-

যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে , তখন তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’ ? কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে , তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে’ ?

খ) অজ্ঞতা বিষয়ক উক্তি :-

মানুষ সবসময় পরিবর্তন ভয় পায় ৷ তা আমরা দেখতে পাই , যখন বিদ্যুৎ আবিষ্কার হয় ৷ তখন মানুষ বিদ্যুৎ ব্যবহারে ভয় পেত ৷ তারা কয়লা ও গ্যাস চালিত ইঞ্জিন ব্যবহারেও ভয় পেত ৷ যারা অজ্ঞ থেকেছে , তারা সবসময় নতুনকে বরণ করতে ভয় পেয়েছে ৷ সরাসরি বলতে গেলে , অজ্ঞতাই ভয়ের জন্ম দেয় ৷

গ) সমস্যা সমাধানের একটি প্রেরণা :-

কে বলেছে আমরা দারিদ্র অথবা রোগ-ব্যাধিকে নির্মূল করতে পারবো না ? আমরা অবশ্যই পারবো ৷ সমস্যা যত বড়োই হোক না কেন , আশা মানুষকে বাঁচিয়ে রাখে , নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা জোগায় ৷ কিন্তু সমস্যাকে নিজের চোখে না দেখলে শুধু আশা দিয়ে সমস্যাকে সমাধান করা যায় না ৷

বিল গেটসের উক্তি
ঘ) জীবন দর্শন মূলক উক্তি :-

(i) ” সফলতা উদযাপন করা ভালো কিন্তু ব্যর্থতার দিকেও নজর দিতে হবে ৷

(ii) ” সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন ,অনেক কিছু শিখতে পারবেন ৷ “

৫) মার্ক জুকারবার্গ (ফেসবুক প্রণেতা):-

ক) মানুষ সম্পর্কে দর্শন :-

আমরা মানুষের সম্পর্কে কী জানতে চাই ,সেটি প্রশ্ন না ৷ প্রশ্ন হল , মানুষ তাদের সম্পর্কে কতটুকু জানতে চায় ৷

খ) কর্ম ও পরিশ্রম বিষয়ক উক্তি :-

(i) ” দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন ৷ আর তা যদি আপনি না পারেন , তাহলে বুঝতে হবে ,আপনি দ্রুত কাজ করতে পারছেন না ৷

(ii) “এই পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে , আর তা হল কোনো ঝুঁকি না নেওয়া ৷

৬. ওয়ারেন বাফেট ( উচ্চশিক্ষিত ও ধনী ব্যক্তি):-

ক) ব্যবসা বিষয়ক উক্তি :-

(i) ” ব্যবসা বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার আগে , পেছনের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি ।

(ii) ” যদি এমন কোনো পথ বের করতে না পারো , যা তোমার ঘুমের সময়েও তোমার জন্য উপার্জন করবে ৷ তবে তুমি মরার আগ অবধি কাজ করে যাবে ৷

খ) জীবন-দর্শন বিষয়ে উক্তি :-

(i) “সততা একটি মহা মূল্যবান গুণ ৷ সস্তা লোকেদের কাছ থেকে তা কখনই আশা কোরো না ৷

(ii) ” মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে , সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ ৷

(iii) ” আমাকে তোমার আদর্শ ব্যক্তির নাম বলো , আমি তোমার ভবিষ্যৎ বলে দেব ৷

৭. ডেভিট ব্যাচ :-

আপনি কত অর্থ উপার্জন করেছেন তার উপর নির্ভর করে না যে ,আপনি সম্পদ গড়তে পারবেন কিনা ৷ আপনার আয়ের অঙ্ক কত তাও বিষয় নয় ৷ সম্ভবত ধনী হওয়ার জন্য আপনি ইতিমধ্যে যথেষ্ঠ উপার্জন করে ফেলেছেন ৷

৮. টি হার্ভ ইকার :-

(i) ” অধিকাংশ যা চায় তা পায় না ৷ এর প্রথম কারণ তারা জানেনই না , তারা কী চাইছেন ৷ ধনীরা পুরোপুরি নিশ্চিত থাকেন যে তারা অর্থ চান ৷

(ii) ” সম্পদের পাহাড়ের পথটি ফাঁদ ও নানা বিপদে পূর্ণ ৷ আর এই কারনে অধিকাংশ মানুষ এই পথে হাটতে ব্যর্থ হন ৷ তারা এই দুঃশ্চিন্তা , যন্ত্রণা ও দায়িত্বও নিতে চান না ৷ তারা এ সমস্যা চান না ৷

৯. স্টিভ সিভোল্ট :-

অর্থ উপার্জনের দ্রুততম পন্থা হল , সমস্যার সমাধান করা ৷ যত বেশি সমস্যার সমাধান আপনি করবেন , তত বেশি রোজগার আপনি করতে পারবেন ৷

একটা বিষয় এখানে খুব পরিষ্কার হওয়া গেল ৷ জীবনে কে কতটা প্রতিষ্ঠিত হবে , তা ভাগ্যের তুলনায় কর্ম ও পরিশ্রমের উপর নির্ভরশীল ৷ সুতরাং তোমরা এই সমস্ত মানুষদের উপরিউক্ত উক্তি অথবা বাণীগুলো জীবন তৈরীর পদক্ষেপে স্মরণে রেখে চলতে পারো ৷ তবে নিশ্চিত এর সুফল তোমরা পাবে ৷ কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে , বাস্তব জীবনে চলার ক্ষেত্রে এই উক্তিগুলো ব্যবহার করা যথেষ্ঠ কঠিন ব্যাপার ৷ তবে অসম্ভব নয় ৷ সুতরাং তুমিও হতে পারো এঁদেরই সমকক্ষ একজন ব্যক্তিত্ব ৷

আশা করি বন্ধুরা এই পোস্টটি পড়ে খুব উপকৃত হবে । ভালো লাগলে পোস্টটি শেয়ার করতে পারো তোমার সেইসব বন্ধুদের , যারা জীবনে সফল হতে চায় । আর এরকম আরো অনেক আর্টিকেল রয়েছে আমাদের ব্লগ এ , সেগুলি পড়ে দেখতে পারো । আমাদের ফেসবুক পেজে লাইক করে সঙ্গে থেকো । খুব ভালো থেকো , সুস্থ থেকো ।

This Article Is Written By

Mithun Roy
Writer - Contributor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *