মোটিভেশন

জ্যাক মা এর বিখ্যাত কিছু বাণী ও উক্তি সমূহ ।। Jack Ma Quotes In Bengali

5 Minute Read

জ্যাক মা এর বিখ্যাত কিছু বাণী ও উক্তি সমূহ

বিশ্বের অন্যতম সফল একজন ব্যবসায়ী ও আলিবাবা গ্রূপের প্রতিষ্ঠাতা হিসেবে জ্যাক মা এর খ্যাতি বিশ্বব্যাপী। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমান প্রায় ৫০.৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বে ১৭ তম এবং চীনের সবথেকে ধনী ব্যক্তি। তবে শুরু থেকেই তার এই যাত্রাপথ এতটা সুমধুর ছিলোনা। আজ আমরা জানবো তার এই বাধা বিপত্তি অতিক্রম করে একজন সফল ব্যবসায়ী ও সর্বোপরি একজন সফল মানুষ হয়ে ওঠার কাহিনী।

“জ্যাক মা ইউন” এর জন্ম হয় ১৯৬৪ সালের ১৫ই অক্টোবর, চীনের ঝি-জিয়াং প্রদেশের হ্যাং-চাও শহরে, এক দরিদ্র পরিবারে। ছোটবেলায় তাঁর প্রথম প্যাশন ছিলো ইংরেজী ভাষা।

৯ বছর ধরে তিনি ৭০ মাইল পথ সাইকেল চালিয়ে পর্যটকদের এলাকা ঘুরিয়ে দেখাতেন, শুধুমাত্র ইংরেজী শেখার জন্য। সেখানকার এক পর্যটক বন্ধু মা ইউনকে ‘জ্যাক মা’ নাম দেন। গরিব ঘরে জন্ম নিলেও তার স্বপ্নটা ছিল আকাশের মত বড়। কর্মজীবনে বহু ব্যর্থতা , ব্যবসাতে আসা বিভিন্ন প্রতিকূলতা – কোনোকিছুই তাকে তার লক্ষ্যে পৌঁছনো থেকে আটকাতে পারেনি। গরিব পরিবারে জন্ম নেয়া জ্যাক মা’র শিক্ষা গ্রহণই ছিল তাঁর সামনে এগুনোর একমাত্র উপায়।৩০টি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন।কিন্তু তিনি কখনই হার মানেন নি।

তাই আজ আমরা দেখবো জ্যাক মা -র বিখ্যাত কিছু বাণী ও উক্তি সমূহ , যেগুলি আমাদের জীবনে চলার পথে দিশা দেখাতে সাহায্য করবে।

জ্যাক মা-র অনুপ্রেরণামূলক বিখ্যাত কিছু উক্তি :

জ্যাক মা-র অনুপ্রেরণামূলক বিখ্যাত কিছু উক্তি

১. “যতক্ষণ না তুমি হাল ছেড়ে দিচ্ছ, ততক্ষন তোমার কাছে সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াই হলো সবথেকে বড়ো বিফলতা। “– জ্যাক মা

২. “যদি তুমি কখনো চেষ্টাই না করো তাহলে বুঝবে কিভাবে যে সুযোগ ছিলো কিনা?”

৩. “সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যা তোমার থাকা প্রয়োজন তা হলো ধৈর্য। “

৪. “কখনো হাল ছেড়োনা, আজ কঠিন কাল হয়তো আরও কঠিন হবে কিন্তু তারপর সাফল্য নিশ্চই আসবে।”

৫. “যদি ৯ টি খরগোশ থাকে আর তুমি একটিকে ধরতে চাও, তবে নির্দিষ্ট একটির ওপর লক্ষ স্থির করো। “

৬. “যদি আমরা একটা ভালো দল হই আর জানি যে আমরা কি করতে চাই, তাহলে আমাদের একজন বিপক্ষের ১০ জনকে হারিয়ে দিতে পারবে। “

৭. “প্রতিপক্ষের থেকে শিক্ষা নাও কিন্তু কখনোই অনুকরণ করোনা। অনুকরণ করা মানেই মৃত্যু। “

৮. “যদি তুমি চেষ্টাই না করো, তাহলে সফলতা কখনোই আসবে না। “

৯. “ক্ষুধার্ত থাকো আর নিজের স্বপ্ন পূরণে কাজ করে যাও। “

১০. “বিফলতাই সাফল্যের চাবিকাঠি।”

১১. “সবথেকে ভালো মানুষ না খুঁজে সঠিক মানুষ খোঁজো।”

১২.“সমস্যা আর অভিযোগ যেখানে যত বেশি, সেখানে সুযোগও তত বেশি।”

১৩.“তুমি কি বলেছ, তা পৃথিবী মনে রাখবে না। কিন্তু তোমার কাজকে চিরদিন মনে রাখবে।”

১৪.“প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকা উচিৎ।”

১৫.“পৃথিবীকে বদলাতে চাইলে, আগে নিজেকে বদলাও।”

১৬.“জীবনে একবার হলেও কোনওকিছুর জন্য মন প্রাণ উজাড় করে কাজ করো। নিজেকে বদলানোর চেষ্টা করো। এতে খারাপ কিছু হতেই পারে না।”

১৭.“সবাই তোমাকে পছন্দ করবে – এটা অসম্ভব। কিন্তু এটা খুবই সম্ভব যে, সবাই তোমাকে সম্মান করবে।”

১৮.“যাত্রা যত কঠিনই হোক, প্রথম দেখা স্বপ্নটা তোমার প্রতিদিন দেখে যাওয়া উচিৎ। এটা তোমাকে অনুপ্রেরণা দেবে, আর হতাশা থেকে বাঁচাবে।”

১৯.“মানুষের কোনও ধারণাই নেই, সে আসলে কতটা ক্ষমতা রাখে!”

২০.“যদি তুমি ৩৫ বছর বয়সেও গরিব থাকো, তবে তা শুধুই তোমার দোষ।”

২১.“জীবন এত ছোট, এত সুন্দর। কাজের ব্যাপারে এতটা সিরিয়াস হবেন না। জীবন উপভোগ করুন।”

২২.“আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাশা করেন। কারন আপনি আপনার যুবক বয়সকে কোন কাজে লাগাতে পারেন নি, আপনি সম্পূর্ণ ভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন।”

ব্যবসা, প্রতিযোগিতা,উদ্যোক্তা ও নেতৃত্ব নিয়ে জ্যাক মা-র বিখ্যাত কয়েকটি বাণী :

২৩.”একজন নেতাকে অবশ্যই স্বপ্নদর্শী হতে হবে। সেই সাথে, ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করার ক্ষমতা তার অনুসারীর চেয়ে বেশি হতে হবে।

২৪.”একজন নেতার সহ্যক্ষমতা অনেক বেশি হওয়া উচিৎ। তার কর্মীরা যা সহ্য করতে পারবে না, সে যেন তা সহ্য করতে পারে।

২৫.“ব্যবসায় সফল হতে হলে প্রতিযোগীদের ওপর নজরদারি বন্ধ করো। এর বদলে তোমার ক্রেতাদের প্রতি মনযোগী হও।

২৬.”অতি বুদ্ধিমানদের টিমের লিডার একজন বোকা লোক হওয়া উচিৎ। যদি একটি টিমে সবাই বিজ্ঞানী হয়, তবে তাদের নেতৃত্বে একজন অবিজ্ঞানী থাকলে ভালো। কারণ তার চিন্তা ভাবনা হবে আলাদা। তার কাজ হবে বিজ্ঞানীরা যে প্রজেক্টে আছে, সেটা নিয়েই যেন গবেষণা করে – তা নিশ্চিত করা।

২৭.”আজকাল টাকা কামানো খুব সোজা। কিন্তু বলার মত পরিমান টাকা কামানোর পাশাপাশি, একই সময়ে সমাজের প্রতি দায়িত্ব পালন ও পৃথিবীকে উন্নত করা খুব কঠিন কাজ।

২৮.”যদি আমরা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করি, তবে এটা কোনও হাই-টেক কোম্পানী নয়,এবং আলিবাবা কোনওদিন সফল হবে না। যদি আমাদের মাঝে ৮টা-৫টা কাজ করার মনোভাব থাকে, তবে আমাদের অন্যকিছু করা উচিৎ।

২৯.”কখনো সরকারের সঙ্গে ব্যবসা করো না। তাদের সঙ্গে ভালোবাসা রেখো কিন্তু বিয়ে করো না।

৩০.আমি ইতিহাস বদলাতে চাই, আমি চাই জীবনে অর্থপূর্ণ কিছু করতে। সেই সাথে কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করতে চাই, যেভাবে আমরা লক্ষ লক্ষ ছোট ব্যবসাকে আলিবাবার মাধ্যমে প্রভাবিত করেছি। যাতে তারা আমাদের সম্মান করে, কারণ আমরা তাদের জীবনকে উন্নত করেছি।

৩১.“যদি বিরাট কোম্পানী হতে চাও, তবে চিন্তা করো যে মানুষের সমস্যাটি তুমিই সমাধান করতে পারো। মানুষের সমস্যা সমাধান করতে পারাটাই মূল ব্যাপার।

৩২.“আমি কখনও ভাবিনি, আমার টাকা শুধুই আমার সম্পদ। এটা আসলে সবার সম্পদ।

৩৩.”আমি শিখেছি অনেক কোম্পানি কেন ব্যর্থ হয়। কারণ তারা তাদের দেখা স্বপ্নটি ভুলে যায়। স্বপ্নই আমাদেরকে কঠোর পরিশ্রমী করে তোলে।

৩৪.”তারা আমার নাম দিয়েছে, ‘পাগল জ্যাক’। আমি মনে করি পাগল খুব একটা খারাপ নয়। আমরা পাগল, কিন্তু আমরা বোকা নই।

৩৫.”আমি নিজেকে অন্ধ বাঘের পিঠে বসা একজন অন্ধ মানুষ ভাবি।

৩৬.”আমার কাজ হলো, অন্যদের কাজ খুঁজে পেতে সাহায্য করা।

সাফল্য, ব্যর্থতা ও জয় নিয়ে জ্যাক মা-র বিখ্যাত কয়েকটি উক্তি –

৩৭.”আমি ব্যর্থ হলেও কোনও সমস্যা ছিল না। অন্তত আমার আইডিয়াটা মানুষ জানতো। আমি সফল না হলেও, অন্যকেউ নিশ্চই হতো।

৩৮.”অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল মানুষই হবে।

৩৯.”অন্যের সাফল্য থেকে শেখার চেয়ে অন্যের ভুল থেকে শিখুন। সবার সাফল্য একই ভাবে ধরা দেয় না । কিন্তু সব মানুষ মোটামুটি একই রকম ভুলের মধ্য দিয়ে যায়। আর সেই ভুলই বাকিদের শেখাতে পারে সবচেয়ে বেশি।

৪০.“আমি ব্যর্থ হলেও কোনও সমস্যা ছিল না। অন্তত আমার আইডিয়াটা মানুষ জানতো। আমি সফল না হলেও, অন্যকেউ নিশ্চই হতো।

৪১.“তোমার জন্য বিজয়ী হওয়া তখনই সহজ হবে ,যখন তোমার সাথে একটি বিষয়কে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখা বেশ কিছু লোক থাকবে।

৪২.আমরা যদি একটি ভালো টিম হই, এবং লক্ষ্য সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা থাকে,তবেই আমাদের ১ জন ওদের ১০ জনকে হারাতে পারবে।

৪৩.”তুমি যদি একুশ শতককে জিততে চাও, তবে অবশ্যই তোমাকে অন্যদের উন্নতির জন্য কাজ করতে হবে। নিশ্চিত করো, যেন তারা তোমার চেয়েও ভালো হয়।

৪৪.”যখন তুমি আকারে ছোট, তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির ওপর ভরসা করা উচিৎ।

৪৫.”৩০ বছর বয়সের আগে একটি ছোট কোম্পানীতে কাজ করুন। সেখানে আপনি ধৈর্য ধরা ও স্বপ্ন দেখা দুটোই শিখতে পারবেন।

৪৬.”আমি এমন একজন ব্যক্তি, যিনি সব সময় ভবিষ্যতের দিকে তাকাতে ভালবাসেন। আমি পেছনে ফিরে তাকাতে চাই না।

জ্ঞান নিয়ে জ্যাক মা-র বিখ্যাত উক্তি :-

৪৭.”৫০ বছর বয়স হওয়ার পর তোমার জ্ঞান ও সম্পদকে নতুনদের সাহায্য করার কাজে লাগাও। কারণ তারা যে কোনও কাজ তোমার চেয়ে ভালো পারবে।

৪৮.”মনকে উন্নত করো, সংস্কৃতিকে উন্নত করো, নীতিকে উন্নত করো, আর অবশ্যই, জ্ঞানকে উন্নত করো।

আশা করি জ্যাক মা এর বিখ্যাত কিছু বাণী ও উক্তি সমূহ লেখাটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাকিদের সাথে শেয়ার করো। নিয়মিত লেখার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করো।

One thought on “জ্যাক মা এর বিখ্যাত কিছু বাণী ও উক্তি সমূহ ।। Jack Ma Quotes In Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *